Assalamu Alaikum
Wishing Everyone a Happy Friday eveπning, I sat down to write today's regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends Today I have brought for you Some Photographs of a large Marigold Plant with Flowers. You can see in the picture, no leaves are visible on the tree. Only flowers and flowers. Flowers all around. Small flowers, large flowers, medium flowers, and you can understand how many different sizes of flowers have bloomed on the tree.
Some flowers bloomed a long time ago, some flowers may have bloomed yesterday, some flowers bloomed the day before yesterday, some flowers have become a little quieter, some flowers are still waiting to bloom, the color of some flowers has faded a little, and the color of some flowers is still vibrant, it is not possible to describe so many flowers in writing.
I took the pictures yesterday with a mobile phone camera from the garden of a flower-loving gardener family. I discovered this flowering tree while taking a walk in the morning like every day. At that time, the garden gate was locked, so I could not enter and since there were no people around, I did not try to enter.
So I took these few pictures from the road.
Now I am sharing this time with you.
Enjoy.
আসসালামু আলাইকুম
সবাইকে শুক্রবার সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি একটি গাঁদা ফুলের বড় গাছের ফুলসহ কয়েকটি ফটোগ্রাফি। ছবিতে দেখতে পাচ্ছেন, গাছে কোন পাতা দেখা যাচ্ছে না। শুধু ফুল আর ফুল ।চতুর্পাশে ফুল। ছোট ফুল, বড় ফুল, মাঝারি ফুল, আরো যে কত আকারের ফুল গাছের মাথায় ফুটেছে তা এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন।
কিছু ফুল অনেক আগে ফুটেছে, কিছু ফুল হয়তো গতকাল ফুটেছে, কিছফুল গত পরশু ফুটেছে, কিছু ফুল কিছুটা চুপসিয়ে এসেছে, কিছু ফুল এখনো ফুটার অপেক্ষায় রয়েছে, কিছু ফুলের রং কিছুটা করে হ্রাস পেয়েছে, আবার কিছু ফুলের রং এখনো টগবগ করছে, এত ফুলের বর্ণনা লেখে তুলে আনা সম্ভব নয়।
ছবিগুলো গতকাল এক ফুল প্রিয় এক বাগানি পরিবারের বাগান থেকে মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেছিলাম। প্রতিদিনের ন্যায় সকালে হাঁটাহাঁটি করতে গিয়ে এই ফুলের গাছটিকে আবিষ্কার করি। এ সময় বাগানের গেটে তালা দিয়ে বন্ধ থাকায়, আমি ভিতরে প্রবেশ করতে পারিনি এবং আশেপাশের লোক ছিল না বলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করিনি।
তাই রাস্তার উপর থেকে এই কয়টি ছবি ধারণ করেছিলাম।
সময়টিকে এখন আপনাদের সাথে উপহার দিচ্ছি ।
উপভোগ করুন।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |