Good Afternoon 🌞 💤
Assalamu Alaikum,
I am writing to give you today's regular post by wishing everyone a good afternoon. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
The northern region of Bangladesh has been immersed in cold and fog. Although the cold and fog have been gradually increasing for the past few days, it has been increasing in a widespread form since yesterday. Young children, old people, uprooted people and animals and birds have faced severe dangers.
The sudden intensity of cold has created a fury in the minds of the people. All basic activities are being disrupted. It is not possible to leave the house due to the cold. Because the cold fog along with the Pirshirani wind has brought public life to a standstill. The intensity of cold is pushing people towards fear even before winter has arrived. Even though such cold has started in the last week of the autumn, people are now worried about whether the cold will come from the beginning of winter.
আসসালামু আলাইকুম,
সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
শীত আর কুয়াশায় ডুবে গেছে বাংলাদেশের উত্তর অঞ্চল। কয়েক দিন থেকে আস্তে আস্তে শীত ও কুয়াশা বাড়তে থাকলেও, গতকাল থেকে তা বাড়তে বাড়তে ব্যাপক আকার ধারণ করেছে। কঠিন বিপদের সম্মুখীন হয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, বয়স্ক মানুষ, ছিন্নমূল মানুষ ও পশু পাখিরা।
হঠাৎ করে শীতের এমন তীব্রতা জনমনে এক ক্ষোভের সৃষ্টি করেছে। ব্যাহত হচ্ছে প্রাথমিক সমস্ত কাজকর্মের। শীতের কারণে ঘর থেকে বের হওয়া কোনক্রমেই সম্ভব হচ্ছে না। কেননা শীত কুয়াশার সাথে পীরশিরানি বাতাস জনজীবনকে অচল করে দিয়েছে। শীতকাল না আসতেই শীতের এত তীব্রতা মানুষকে ভয়ের দিকে ঠেলিয়ে দিচ্ছে। হেমন্তকালের শেষ সপ্তাহে এমন শীত শুরু হলেও শীতকালের প্রথম থেকে কি শীত নামবে তা নিয়ে মানুষ এখন চিন্তা ভাবনায় অস্থির হয়ে পড়েছে।
It is not possible to leave the house in this winter without an urgent need. Those who are going out are trying to get out by wrapping themselves in warm clothes. But the farmers who are working in the fields with so many clothes are not able to do anything. That is why the work of the farmers' brothers in the fields is being disrupted. The cattle cannot be taken out of the house due to the cold weather. Because there is no separate shelter for them. So they are being tied up inside the house. The food of the cattle and birds has also been affected a lot. So they are starting to cry out when they get hungry. The food that is being given to them to satisfy their hunger is not possible to satisfy their hunger in any way. So the animals and birds are going to suffer. Since the hardworking people are not able to leave the house, their income has stopped. Due to the stoppage of income and income, their food has also been affected by the cold and fog. This fog is not that fog. It is as if a cold current is coming down to the ground. If you don't keep the clothes on your body for a while, they get cold. Which makes it impossible to wear them later.
Why don't you say "kantha", "lep", "blanket", whatever? It seems as if someone brought winter water and poured it on you and soaked you. This is how the winter situation in the northern region is going.
জরুরী প্রয়োজন ছাড়া এই শীতে ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছেনা। যাহারাও বের হচ্ছে তারা অনেকটা গরমের কাপড়ে নিজেকে মুড়িয়ে বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু এত কাপড় গায়ে মুড়িয়ে মাঠে কাজ করা কৃষকদের পক্ষে কোন করবেই সম্ভব হয়ে উঠছে না ।তাই বেশি ব্যাহত হচ্ছে কৃষক ভাইদের ক্ষেত খামারের কাজ। শীতের তোড়ে গবাদি পশুগুলোকে বাড়ি থেকে বের করানো যাচ্ছে না ।কেননা এদের জন্য আলাদা কোন ছাউনির ব্যবস্থা নাই। তাই ঘরের মধ্যেই বেঁধে রাখা হচ্ছে।। গবাদি পশু পাখি গুলার খাবার উপরও অনেকটা প্রভাব পড়েছে। তাই খিদে পেয়ে তারা ডাকাডাকি শুরু করছে। তাদের খুদা নিবারণের জন্য যেটুকু খাবার দেওয়া হচ্ছে, তা দিয়ে কোনক্রমে ই ক্ষুদা নিবারণ করা সম্ভব নয়। তাই পশুপাখি গুলো নাজেহাল হতে চলেছে। খেটে খাওয়া মানুষগুলো ঘর থেকে বের হতে না পারায়, তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আয় রোজগার বন্ধ হওয়ার কারণে তাদেরও খাবার উপরে আঘাত পড়েছে শীত ও কুয়াশার। এ কুয়াশা সে কুয়াশা নয়। এ যেন শৈত্য প্রবাহ মাটিতে নেমে আসছে। গায়ে পরা কাপড় গুলো অল্পক্ষণ গায়ে না রাখলে সেগুলো শীতল হয়ে যাচ্ছে। যা পরবর্তীতে গায়ে পরা সম্ভব হচ্ছে না।
কাঁথা বলেন, লেপ বলেন, কম্বল বলেন, যাই বলেন না কেন ? মনে হচ্ছে কেউ যেন শীতের পানি এনে ঢেলে দিয়ে ভিজিয়ে রেখেছে। এভাবেই চলছে উত্তরাঞ্চলের শীতের অবস্থা।
Winter is still more than a week late. If it is so cold now, only Allah knows how people and public life will cope with it in the winter, that is, in the month of Bagh Phagun. I think that no creature will be spared from this winter except by the mercy of Allah Almighty. May Allah Almighty grant everyone the mercy of warmth in this winter, Amen.
এখনো শীতকাল আসতে এক সপ্তাহের অধিক দেরি। এখনই এত বেশি শীত হলে শীতকালে অর্থাৎ বাঘ ফাগুন মাসে শীতে মানুষ এবং জনজীবন কিভাবে তা মোকাবিলা করবে তা একমাত্র মহান আল্লায় জানেন। মহান আল্লাহ তায়ালার একমাত্র রহমত ছাড়া এই শীত থেকে কোন প্রাণী রেহাই পাবে না বলে আমি মনে করি। মহান আল্লাহ সবাইকে এই শীতকালে উষ্ণতার রহমত দান করুন আমীন।
Friends Today I have brought you a gift, the baby goats that I keep at home. A few days ago, the baby goat gave birth to two babies. Today is almost a week. But due to the cold, even the babies have been overcome. The mother goat is also completely exhausted in the winter. The cold is on her and she is not able to go out and eat. This is a difficult problem. Due to the problem, the mother goat, who gave birth to the babies a few days ago, is no longer willing to give milk to the babies. So, we are trying to hold the mother goat and feed the babies. Even then, she is jumping around. At this time, I took these photographs and videography. Now I am presenting it to you as a gift.
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি, বাড়িতে পোষা ছাগলের বাচ্চাগুলো। কয়েকদিন আগে বাড়িতে পোষা ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে। আজ প্রায় এক সপ্তাহ হতে চলেছে। কিন্তু শীতের কারণে বাচ্চাগুলো পর্যন্ত কাবু হয়ে পড়েছে। শীতে মা ছাগলটিও একেবারেই পর্যদ্বস্ত হয়ে পড়েছে। একে তো শীত তার উপর বাইরে বেরিয়ে খেতে পারছে না। এ এক কঠিন সমস্যা। সমস্যার কারণে গত কয়দিন আগে বাচ্চা প্রসব করা মা ছাগলটি বাচ্চাগুলোকে আর দুধ দিতে চাইছে না। তাই মা ছাগলটি ধরে বাচ্চা দুটোকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও সে লাফাঝাপা করছে। এ সময় আমি এই ফটোগ্রাফি গুলো এবং ভিডিওগ্রাফি ধারণ করি। এখন আমি তা আপনাদের সামনে উপহার দিতে উপস্থাপন করছি।
Friends This was my photography blog for today. I hope you like it.
বন্ধুরা এই ছিল আমার আজকের ফটোগ্রাফি ব্লগ। আশা করি আপনাদের ভাল লাগবে।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |