Achhalamoalaikum
I am writing to wish everyone a good night and to give you today's regular post. I hope everyone is well by the grace of Allah Almighty.
Friends
Today I have brought a gift for you, a complete video and some photography of a Tafsirul Quran Mahfil.
আচ্ছালামোআলাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন।
বন্ধুরা
আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি,একটি তাফসিরুল কোরআন মাহফিলের সম্পুর্ন ভিডিও ও কতিপয় ফটোগ্রাফি।
I mentioned in the first part that for the guidance of mankind, Almighty Allah would send prophets, apostles, saints and saints from time to time, who would try to attract us to religion with religious advice and show us the path of religious obedience with them. .
Nowadays, there are no more prophets, apostles, Sufis and saints. Currently, this responsibility has been entrusted to the wise and virtuous people of the society, Muftis, Maulanas, Sufis and saints, etc. Therefore, gatherings are organized in different villages, towns and cities in various ways, the people of the area are given religious initiation and are attracted to their respective religions by listening to the message of religion.
In our great religion, Islam, all the matters of religion have been explained to the common people through descriptions and speeches in the light of the Quran and Hadith. All the rules, regulations, principles and ideals of religion have been presented in the light of the Quran and Hadith.
For this, the people of the area should be gathered in one place and informed by the message and description of religion. We call it Islamic Jalsa, Waz Mahfil, Tafsirul Quran Mahfil and Dharma Sabha etc. etc. etc. etc. After receiving the news of the discussion of such a Tafsirul Quran Mahfil, I also went there to see it.
Although the main program of the Tafsirul Quran Mahfil will start after the Maghrib prayer.
আমি গত প্রথম পর্বে উল্লেখ করেছি,মানবজাতিকে হেদায়েতের জন্য, মহান আল্লাহ তায়ালা নবী-রাসূল, আউলিয়া-দরবেশ সময় মত পাঠাতেন, যারা আমাদেরকে ধর্মীয় উপদেশ দিয়ে ধর্মের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেন এবং তাদের সাথে ধর্মীয় আনুগত্যের পথ দেখাতেন। .
আজকাল নবী-রাসুল, শুফি-সাধক আর নাই। বর্তমানে সমাজের জ্ঞানী-গুণী, মুফতি, মাওলানা, সূফী-দরবেশ ইত্যাদির ওপর এ দায়িত্ব অর্পিত হয়েছে। তাই বিভিন্ন গ্রামে, শহরে, শহরে বিভিন্নভাবে মাহফিলের আয়োজন করা হয়, এলাকার মানুষকে ধর্মীয় দীক্ষা দেওয়া হয় এবং ধর্মের বাণী শ্রবণ করে নিজ নিজ ধর্মের প্রতি আকৃষ্ট করা হয়।
আমাদের মহান দ্বীন ইসলামে দ্বীনের যাবতীয় বিষয় কুরআন-হাদীসের আলোকে বর্ণনা ও বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে বুঝানো হয়েছে। ধর্মের বিধি-বিধান, নীতি-আদর্শ সবকিছুই কুরআন-হাদিসের আলোকে উপস্থাপন করা হয়েছে।
এ জন্য এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করে ধর্মের বাণী ও বর্ণনা দিয়ে জানাতে হবে। এটাকে আমরা ইসলামী জলসা, ওয়াজ মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল ও ধর্মসভা বলি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমন একটি তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনার খবর পেয়ে আমিও সেখানে গিয়েছিলাম দেখতে।
যদিও তাফসীরুল কুরআন মাহফিলের মূল অনুষ্ঠান শুরু হবে মাগরিবের নামাজের পর।
@
As usual, after the Maghrib prayers, everyone's general speeches began. The main speaker, Maulana Ahmed Ali Molla, will deliver the keynote speech after the Isha prayers
মাগরিবের নামাজের পর যথারীতি,সবার সাধারণ বক্তব্য শুরু হলো। প্রধান বক্তা মাওলানা আহমেদ আলী মোল্লা এশার নামাজের পর মূল বক্তব্য উপস্থাপন করবেন।
After the Isha prayers, the main speaker, Maulana Ahmed Mollah, began presenting his speech.
এশার নামাজের পর প্রধান বক্তা মাওলানা আহমেদ মোল্লা তার বক্তব্য উপস্থাপন করা শুরু করলেন।
This time, I started taking photographs as soon as I videotaped the speech of the main speaker, Maulana Ahmed Ali Molla.
এবার আমি প্রধান বক্তা মাওলানা আহমেদ আলী মোল্লা সাহেবের বক্তব্য ভিডিওগ্রাফি করার সাথে সাথে ফটোগ্রাফি করা শুরু করলাম।
Now I am sharing this time with you.
এখন আমি সময়টিকে আপনাদের সাথে ভাগাভাগি করছি।
Friends
This is my random photography and videography of a Tafsirul Quran Mahfil from the beginning to the end.
I have presented the four main videos of the entire program here. As a result, seeing this post of mine means sitting and enjoying the entire Tafsirul Quran Mahfil.
Watch the video. Enjoy.
বন্ধুরা
এই আমার এক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত রেনডম ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।
পুরা অনুষ্ঠানের চারটি মুল ভিডিও এখানে উপস্থাপন করলাম। যার ফলে আমার এই পোস্ট দেখা মানেই,পুরা তাফসিরুল কোরআন মাহফিলে বসে থেকে উপভোগ করা।
ভিডিও দেখুন। উপভোগ করুন।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |