Good Winter Morning
I am writing to give you a regular post today by wishing you all good morning. I hope you are well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends, the second half of winter has hit Bangladesh in a big way. We have been completely gripped by winter for the past two days. The intensity of the fog is even greater with the winter. Even more so is the flow of cold air. Wherever this cold air goes, it completely cools down. Even then, there is no anger among the common people. Because it is natural that it will be cold in winter. Therefore, to face the winter coming in winter, the entire animal kingdom, including humans, is ready to face the winter. However, the uprooted, hardworking people, children and the elderly are suffering.
Since yesterday, the sun's face is no longer visible during the day. The world is covered in fog. Even if there is a slight disruption in normal work, that is, in agricultural work, the cold of winter will come, thus the farmers are wearing extra clothes, fighting the cold and continuing their respective work.
I pray that the Almighty God will keep everyone healthy in this winter here today.
আসসালামু আলাইকুম
সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম ।আশাকরি মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা, শীতকালের দ্বিতীয় পক্ষের শীত বাংলাদেশে ব্যাপকভাবে হানা দিয়েছে। গত দুদিন থেকে পুরাই শীতের কবলে পড়েছি আমরা। শীতের সাথে কুয়াশা তীব্রতা আরো বেশি। তার চেয়েও বেশি শীতল বাতাসের বহমান প্রবাহ। এই শীতল বাতাস যেদিকে যাচ্ছে, সেদিকে সম্পূর্ণ রূপে শীতল করে ফেলছে। তারপরেও সাধারণ মানুষের মধ্যে কোন ক্ষোভ নাই। কেননা শীতকালে শীত হবে এটাই স্বাভাবিক। তাই শীতকালে আসা শীতের মোকাবেলার জন্য মানুষ সহ প্রাণীকুল পুরাই শীত মোকাবেলার জন্য তৈরি হয়ে গেছে। তবে কষ্টে ভুগছেন ছিন্নমূল, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়ো-বৃদ্ধরা।
গতকাল থেকে দিনের বেলা আর সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কুয়াশায় ঢেকে থাকছে পৃথিবী। সাধারণ কাজ কর্মে অর্থাৎ কৃষিকাজে সামান্য ব্যাঘাত ঘটলেও শীতকালের শীত আসবে, এইভাবে কৃষকগণ অতিরিক্ত পোশাক পরিচ্ছদ পরিধান করে ,শীত যুদ্ধ করে নিজ নিজ কাজগুলো চালিয়ে যাচ্ছেন।।
মহান আল্লাহ সবাইকে এই শীতে সুস্থ রাখুন এই কামনা করি আজ এখানেই।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |