ঔষধ কথন

in blurt •  3 years ago 

থ্যালিডোমাইড ওষুধটা ১৯৫০ এর দশকে জার্মানিতে Chem Grunenthal নামক এক ওষুধ কোম্পানি দ্বারা আবিষ্কৃত হয়। বেশ কিছু এনিম্যাল স্পেসিস ও মানুষের ওপর এর ট্রায়াল হয়। এই ট্রায়াল এর নানান ভুল ছিল। ওই এনিম্যাল বা হিউম্যান সাবজেক্ট গর্ভবতী ছিল না। ডাবল ব্লাইন্ড স্টাডি হয় নি। কোনো প্লেসিবো দেয়া হয় নি। রক্ত অথবা কোষকলা তে ওষুধের মাত্রা মাপা হয় নি। এই অবস্থায় এই ওষুধ টিকে ঘুমের ওষুধ হিসেবে বাজার জাত করা হয়। এর পাশাপাশি দেখা যায় যে ওষুধটি গর্ভবতীদের মর্ণিং সিকনেস বা গা বমি ভাব কমাতে দারুণ কাজ করছে। চিকিৎসকরা দেদার লিখতে শুরু করেন। হাজারে হাজারে মায়েরা ওষুধ খেয়ে ফেলেন ১৯৫০ এর দশকের শেষ ভাগ থেকে রিপোর্ট আসতে শুরু করে যে ওই ওষুধ সেবনকারী মেয়েদের অনেকের বিকলাঙ্গ নবজাতক জন্ম নিচ্ছে যাদের হাত পা নেই বা ছোট। ১৯৬১ সালে এক অস্ট্রিয়ান ডাক্তার উইলিয়াম ম্যাকব্রাইড প্রথমবার সিডনির মহিলা হাসপাতালে এর ব্যবহার নিষিদ্ধ করতে সফল হন। তিনি ল্যানসেট জার্নালে প্রবন্ধ লিখে জানান। এর পরে নতুন করে সঠিক স্টাডি ডিজাইন মেনে আবার গবেষণা শুরু হয় গর্ভবতী এনীম্যাল মডেল নিয়ে। সেই ফলাফল সামনে আসতে অবশেষে সেই জার্মান কোম্পানি ২৬সে নভেম্বর ১৯৬১ সালে ওষুধটি কে বাজার থেকে তুলে নেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!