রঙ্গিন দুনিয়ায় রঙ্গিন সপ্ন নিয়ে পথ চলা এক পথিকের নাম ভবেশ। অতি সাধারন নিতান্ত্য এক মানুষ ভবেশ। গ্রাম ছেড়ে শহর যাত্রা করল চার চাকার বাসে চড়ে। চাকুরীর খোঁজে দুখানি চোটি ইতিমধ্যে নষ্ট করিয়া ফেলেছিল। দিন শেষ পকেটে আছে পাঁচটি টাকা। পাঁচ টাকার ঋাল মুড়ি কিনে ঢাকা ভার্সিটি চত্বরে একটি ইটে মাথা রেখে শুয়ে পড়ল। Source
ফাটিয়ে কপল,
ঘুমায় বেকার
চাপা কষ্টে।
দুখানি ইটে ঘুম শেষে সকালে আবার অবিরাম ছুটে চলা চাকুরি নামক সোনার হরিনের। ঢাকা মেডিকেল এর পাশে একটি বাসার দারোয়ান পোষ্ট এ অবশেষ এ ঠাই মিলল। তবে সকাল থেকে সন্ধ্যা গেটে দাড়িয়ে মানুষে দুঃখ দুর্দশা দেখে ভবেশের দিন কাটত। ভবেশের পরিবারে তার ছোট ভাই আর মা ছাড়া কেউ নেই ছোট খাট পরিবারই বটে।
প্রতিদিন সকাল থেকে রাত মানুষের দুর্ভোগ দেখতে দেখতে ভবেশ একটি উদ্যেগ নেয়। সে মরোনত্তোর কিডনি ও হার্ট দান DW তে সাক্ষর করে। যাই হোক চাকুরী করে দিন গুলো ভালই কাটছিল। বাড়িতে মা এবং ছোট ভাই এর খরচ দিয়ে তার পরিবার সবেমাত্র সচ্ছলতা হয়েছে। একদিন সকাল থেকে সামান্য পরিমানে জ্বর জ্বর অনুভব হচ্ছিল জ্বর এর মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে
এবার উপায় না পেয়ে ডাক্তারের স্বরনাপন্য হয়।
একটি পরিসংখ্যানেে দেখা গেছে বাংলাদেশেে প্রতি ১০০০ জন মানুষের জন্য ডাক্তার এর সংখ্যা মাত্র একজন। এজন্য রোগীর লম্বা সিরিয়াল এ যে তাকে দাড়াতেই হল। প্রচন্ড জ্বর নিয়ে ২০০ মানুষের পিছে দাড়িয়ে নিজের সিরিয়াল আসা ভবেশের বেশি সময় দাড়ানোর ক্ষমতা হল না সে পড়ে গেল সিরিয়াল এর মাঋে। দ্রুত জায়গা মিলল তার জরুরী বিভাগে। রক্ত পরীক্ষা পর ভবেশর টাইফয়েডে ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে উঠতে তিন সপ্তাহ। সুস্থ হয়ে ফেরে যতক্ষণে ফিরে ততদিনে চাকুরিটা হারিয়েছে সে। আবার ও যাত্রা এবার দুখানি চপল কেনার পয়সা টা ও নেই চাকুরি মিলবে কিনা সন্দেহ ছুটে চলছে আবার চাকুরীর খোজে........................
Who am I?
My nme is Faysal. I am citizen of Bangladesh . I am aslo a photographer . I love travelers very much and love to serve them.Anyone can contact me
you can contact me on discord user nme @faysal72#4722