Captain cool

in blurt •  4 years ago 

ভদ্রলোক এর খেলা নামে পরিচিত ব্যাট এবং বলের যুদ্ধের একজন পরিচিত যোদ্ধার নাম MS Doni. ভারতবর্ষে ক্রিকেটের আগমন ইংরেজদের হাত ধরেই। উনিশ শতকের প্রথম দিকে ভারতবর্ষ ক্রিকেটর যাত্রা শুরু হয়,প্রথম প্রথম জনপ্রিয়তা কম থাকলেও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর এ দেশের মানুষের রক্তে মিশে আছে ক্রিকেট আর সেই ক্রিকেট এর উজ্জ্বল নক্ষত্র ক্যাপ্টেন কুল। amazingthaladhoniputtingcenturycelebrationstillbackgrounddownloadmobilefreepictureshd.jpg
Source

প্রারম্ভ

7 জুলাই ১৯৮১ সালে ভারতের ভূমিতে জন্মগ্রহন করে মহেন্দ্র সিং ধোনি। নিতান্ত মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়ায় তার পিতা পূর্ব পরিকল্পনা করে ফেলেছিলেন ছেলেকে সরকারি দপ্তর চাকুরী করাবেন। সেজন্য তার পড়া শোনা ও শুরু হয়ে যায়। কিন্তু দুরন্ত এ বালকের ইচ্ছা ছিল ফুটবল এর প্রতি ফুটবলের গোলকিপার পদবী টা ই হয়ত তখন মাহির প্রিয় ছিল ও হ্যা বলতে ভুলে গেছি ধোনির ডাকনাম রাখা হয়েছিল মাহি। মজার ব্যপারটা হল স্কুল এর ক্রিকেট টিম এর জন্য তখন প্রয়োজন একজন উইকেট কিপার, মাহির গোলকিপিং নজর এ আসল স্কুলের ক্রিকেট কোচ এর সে মাহি কে দলের উইকেট কিপার হিসেবে রাখে ও প্রশিক্ষণ দেওয়া শুরু করে।


ব্যাটিং

প্রথম ব্যাট পিচে ব্যাট করার সুযোগ মেলে ১৭ বছর বয়সে স্কুল লিগ তাও আবার মাত্র ১ বল প্রয়োজন ছিল ৬ রান এর সেই যে এক বলে ১ ছয় দিয়ে শুরু তার সমাপ্তি ঘটিয়েছেন বিশ্বের নামি-দামি সকল বোলারদের বেধড়ক পিটিয়ে। ক্যারিয়ারে এরকম বহু ম্যাচ রয়েছে যেখানে ভারতীয় জাতীয় দল এর ১ বলে ৬ রান প্রয়োজন তাও তিনি জিতিয়েছে। ৩৫০ ম্যাচ একদিন এর ম্যাচ খেলে ১০৭৭৩ রান করে বিশ্বের সেরা দশ ক্রিকেটার এর খাতায় নিজের নাম টা লিখিয়েছন।

উইকেটকিপার

উইকেট এর পিছনে ধোনি এক বাজপখি। বাজপাখির মত খিপ্র গতিতে স্ট্যাম্পিং করতেন চোখের পলকে। বিশ্বের সকল তারকা ব্যাটিং এর হাটু কাঁপত ক্রিজ থেকে বের হতে কারন ভুলেও যদি পা ক্রিজ থেকে বেরিয়ে যায় প্যাভিলিয়ন এর পথ তাকে ধরতেই হবে। ৩৪১ ম্যাচে ১২০ টি স্ট্যাম্পিং ও ৩১৪ টি ক্যাচ নিয়ে বিশ্বের সেরা তিনজন উইকেটরক্ষক এর ভিতর একজন নিজের নাম লিপিবদ্ধ করে।

ক্যাপ্টেন

ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড় ধোনি। বাজিরকর এর হরে যাওয়া ম্যাচ কে ও নিজের কৌশলে জয়ের ডাঙ্গায় নোঙ্গর করতে দক্ষ এ নাবিক। দলের ১১ জনের মস্তিষ্ক এর চিন্তা ভাবনা এক করে খেলার রং যেকোনো সময় পাল্টে দিতে পারে এই তুরুপের তাশ। তার এ অসাধারণ গুণাবলির জন্য তাকে ক্যাপ্টেন কুল বলে অভিহিত করা হয়

প্রাপ্তি

ভারত সরকার কতৃক #খেলারত্ন এবং দেশের #পদ্নশ্রী উপাধি লাভ করেন MS Doni.এছড়া ২০১১ সালে দল কে বিশ্বকাপ জিতিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরুষ্কার ও লুফে নিয়েছিলে।

সমাপ্তি

৭.২৯ মিনিট ১৫ ই আগষ্ট ২০২০ এ মহানায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এ অবদান ক্রিকেট প্রেমী মানুষ মনে স্মৃতি হয়ে রয়ে যাবে আজীবন।

Who am I?

116707598_308841720170379_1769657799403277638_n.png

My nme is Faysal. I am citizen of Bangladesh . I am aslo a photographer . I love travelers very much and love to serve them.Anyone can contact me
you can contact me on discord user name @faysal72#4722

PicsArt_071508.25.30 2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!