এ যেন রানীর দেশের এক রাজকুমারীর ই নাম সোফি একলেস্টন। 6 মে ১৯৯৯ সালে এই ব্রিটিশ তরুনী ইংল্যান্ডের চেস্টার চেশেয়ারে জন্ম গ্রহন করেন।তবে জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল এত মতাদর্শেই দর্শিত এই রাজকুমারী।কর্ম এবং পেশা হিসেবে বেছে নিয়েছন ক্রিকেট কে এবং অদম্য পরিশ্রম ও নিজেকে ক্রিকেট যুদ্ধের একজন প্রশিক্ষত যোদ্ধা তৈরী করতে তার কৌশল রপ্তের জুড়ি নেই।বল ঘোরানো তার বা হাতের খেল অর্থাৎ সে একজন বা হাতি স্পিনার।গুগলি থেকে শুরু করে সবধরনের বল ই সে ডেলিভারি করতে সক্ষম।
source
অসাধারন এই প্রতিভাবান রাজকুমারী কে ইংল্যান্ড জাতীয় দল খেলার সুযোগ করে দেয় মাত্র ১৭ বছর বয়সে।ওয়েস্ট ইন্ডিজ এর সাথে টি-টুয়েন্টি ম্যাচ খেলার মাধ্যমে যাত্রার শুরু টা করেছিলে এ ব্রিটিশ তরুনী।১৫৯ রানে তাড়া করতে নামা ওয়েস্ট-ইন্ডিজ এর দুই ওপেনার কে সাজ ঘরে ফেরান এই তরুন যোদ্ধা।এর পর আর পিছে ফিরে তাকাতে হয় নি সম্ভাবনাময়ী এই ক্রিকেট তারকাকে।
কার্ডিফ থেকে শুরু করে মেলবোর্ন যে মাঠেই এই রাজকুমারী পা রেখেছেন স্মৃতি চিহ্ন বানিয়ে রেখেছেন নিজের বা হাতের কৌশল দেখিয়ে।24 টি ODI ম্যাচ খেলে গড়ে ৩.৮০ রান দিয়ে ৩৭ টি উইকেট তার ঋুলি তে পুরে বর্তমান বিশ্বের ১ নম্বর মেয়ে ক্রিকেটের সে।৩৪ টি টি-টোয়েন্টি খেলে গড়ে ৬.০৩রান দিয়ে ঋুলিতে পুরেছেন ৫০ টি উইকেট।অসামান্য অবদান এর জন্য ২০১৯ সালের আইসিসির পক্ষ থেকে সেরা ক্রিকেটার টি-টোয়েন্টি ও অনডে দুই ফরম্যাটেই নির্বাচিত হয়েছেন একলেস্টন।ইংল্যান্ড ক্রিকেটের তুরুপের তাশ এই বা হাতি বোলার এখন,যেকোনো ম্যাচ এর পাশার গুটি পাল্টেদিতে সোফি একলেস্টন এখন একটি ভরসার নাম।
নারীরা ও যে কর্মক্ষম তার জ্বলন্ত প্রমান এই রাজকুমারী। ক্রিকেট যারা খেলন তার অবশ্যই ডেনিয়েল ভিটরি কে চেনেন। ক্রিকেট বিশ্বে এখন ডেনিয়েল ভিটরির সাথে একলেস্টনের তুলনা করা হয়ে থাকে।নারী ক্রিকেট এখন অনেক জনপ্রিয়। বাংলাদেশ নারী ক্রিকেট ও এখন আনেক এগিয়ে।বিশ্বের উন্নয়ন ও উন্নতির দিক যদি আমরা বিশেষ ভাবে লক্ষ করেন তাহলে নারীর অবদান পরতে পরতে টের পাবেন। বাংলাদেশ পোশাক শিল্পর পিছনে হয়ত লুকিয়ে আছে এরকম হাজার ও সোফি একলেস্টন। দিনরাত মেহনত ও কর্মের মাধ্যমে তারা দেশকে দশের সামনে উপস্থাপন করছে।
Who am I?
My nme is Faysal. I am citizen of Bangladesh . I am aslo a photographer . I love travelers very much and love to serve them.Anyone can contact me
you can contact me on discord user nme @faysal72#4722