Impact of Blockchain (Blurt) in our personal life

in blurt •  4 years ago 

Intro:

Hi Dear Friends (হ্যালো বন্ধুরা),

English
বাংলা
I have been involved with the Blurt blockchain since its inception. So, this block has a lot of impact in my personal life. I am going to describe the impact of Blurt on my personal life and for this I have divided the effect of blurt in my personal life into five parts and in those five categories I will describe the effect of blurt in my life.ব্লার্ট (Blurt) ব্লকচেইনের সাথে আমি জড়িত আছি এর সূচনা লগ্ন থেকে । তাই এই ব্লক চলে আমার ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট বা ইফেক্ট অনেক বেশি। আজকের প্রশ্নের মাধ্যমে ব্লার্ট (Blurt) কর্তৃক আমার পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট তা বর্ণনা করতে চলেছি। এটি একটি কনটেস্টে অংশগ্রহণের পোস্ট যা ব্লার্ট বাংলাদেশ (@blurtbangladesh) কমিউনিটিতে থেকে দেয়া হয়েছে। আমি আমার পার্সোনাল লাইফে ব্লার্ট (Blurt) এর যে effect তা পাঁচটি ভাগে ভাগ করেছি এবং সেই পাঁচটি ক্যাটাগরিতে আমি আমার জীবনের ব্লার্ট (Blurt) এর প্রভাবকে বর্ণনা করব।

drop-1759703-1920.jpg
Source: https://pixabay.com/photos/drop-splash-impact-ripples-water-1759703/



Sharing Happiness with Family (পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি):

English
বাংলা
Those of us who have to go through a certain income and within that particular eye, we have to meet our domestic and family expenses. But if we have a chance to earn part time, we can make it happy by giving a gift to the family members. As It has been possible for Blurt in my case. My personal mobile phone and my wife's mobile phone are purchased from the money earned from this blockchain. It is a fun experience that you will never feel yourself if you do not face such a situation of having such gift.আমরা যারা চাকরি করে থাকি তারা একটা নির্দিষ্ট আয় এর মধ্য দিয়ে যেতে হয়। এবং সেই নির্দিষ্ট আই এর ভেতরেই আমাদের সাংসারিক এবং পারিবারিক খরচ নির্বাহ করতে হয়। কিন্তু যদি আমাদের কাছে পার্টটাইম আয় করার কোনো সুযোগ থাকে তাহলে তা দিয়ে আমরা পরিবারের সদস্যদের জন্য কোন গিফট প্রদান করার মাধ্যমে তাদেরকে খুশি করতে পারে। যেমনটি আমার ক্ষেত্রে ব্লার্ট (Blurt) এর জন্য সম্ভব হয়েছে। আমার ব্যক্তিগত যে মোবাইল ফোন এবং স্ত্রীর যে মোবাইল ফোন তা এই ব্লকচেইন থেকে আয়কৃত টাকা থেকে ক্রয় করা। এটা অনেক মজার একটা অভিজ্ঞতা যা আপনি নিজে কখনোই অনুভব করতে পারবেন না যদি আপনি এইরকম একটা পরিস্থিতির না মুখোমুখি হন।
We all know that there is a lot of joy in being able to give and receive gifts and if the recipient and the giver are members of the family then that is definitely a big deal. In this way I have given different gifts to my family members at different times especially among siblings, mother and close relatives. And when this mobile phone cooperates a little more to work in the Blurt blockchain, then the matter is certainly not bad.এটা আমরা সবাই জানি যে, উপহার দিতে পারা এবং উপহার গ্রহণ করতে পারার মধ্যে অনেক আনন্দ এবং সেই উপহার গ্রহীতা এবং দাতা যদি হয় পরিবারের সদস্য তাহলে সেটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। এভাবে করে আমি আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপহার প্রদান করেছি বিশেষ করে ভাই বোন মাতা এবং কাছের আত্মীয় স্বজনের মধ্যে। আর এই মোবাইল ফোন যখন ব্লার্ট (Blurt) ব্লকচেইন এ কাজ করার জন্য আর একটু সহযোগিতা করে তাহলে ব্যাপারটা অবশ্যই মন্দ নয়।
So buying a variety of gadgets in personal life which is part of the family needs and giving different gadgets as gifts has been possible for the benefit of Blurt. And in this way, Blurt is playing a role in sharing happiness in my family, which multiplies the happiness of the family.তাই ব্যক্তিগত জীবনে নানা বিধ গ্যাজেট ক্রয় করা যা কিনা পারিবারিক প্রয়োজনের অংশ এবং উপহার হিসেবে বিভিন্ন গ্যাজেট দেওয়াটা ব্লার্ট (Blurt) এর কল্যাণে সম্ভব হয়েছে। আর এভাবে করেই ব্লার্ট আমার পরিবারে আনন্দ ভাগাভাগি এর ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে যা পরিবারের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়।

smartphone-1894723-1920.jpg
Source: https://pixabay.com/photos/smartphone-cellphone-touchscreen-1894723/


Skill Development (দক্ষতা বৃদ্ধি):

English
বাংলা
We often think that doing something will improve our skills and gain experiences but our skills do not improve until we focus on that job practically. That is to say, we need practical knowledge if we want to be master in something properly and acquire skills in that work. If we rely only on the theoretical subject then our skills are not acquired. For example, if someone tells us that if you talk like this, you will be able to talk very fast and neatly, or if you want to make a video, start like this, then you can do better. I believe that my skills will increase very fast if I start making videos and practice speaking rather following bookish. And whatever work is theoretical or practical, there must be some motivation to continue the work. That is what #blurt is special.আমরা অনেক সময় চিন্তা করি যে কোন একটা কাজ করার মাধ্যমে আমার দক্ষতা বৃদ্ধি পাবে এবং অভিজ্ঞতা অর্জিত হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেই কাজে মনোনিবেশ না করি ততক্ষন পর্যন্ত আমাদের দক্ষতা বৃদ্ধি পায় না। অর্থাৎ যাকে বলে প্র্যাকটিক্যাল নলেজ দরকার যদি আমরা কোন কিছুকে ঠিকভাবে আয়ত্ত করতে চাই এবং সেই কাজে দক্ষতা অর্জন করতে চাই। যদি আমরা শুধুমাত্র তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভরশীল থাকি তাহলে আমাদের দক্ষতা অর্জন হয় না। যেমন যদি আমাদেরকে কেউ বলে যে, এভাবে কথা বললে আপনি খুব দ্রুত কথা বলতে পারবেন ও গুছিয়ে কথা বলতে পারবেন কিংবা আপনি ভিডিও তৈরি করতে চাইলে এভাবে করে শুরু করুন তাহলে ভাল করতে পারবেন। বরং তার চেয়ে যদি আমি নিজে ভিডিও তৈরি করা শুরু করে দেই এবং কথা বলা অনুশীলন করি তাহলেই বরং আমার দক্ষতা খুব দ্রুত বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি। আর কোন কাজ সেটা তাত্ত্বিক হোক কিংবা ব্যবহারিক সেখানে কাজটা কন্টিনিউ করার জন্য অবশ্যই কিছু মোটিভেশন দরকার।
So, blurt not only helped me to increase my practical skills, but also motivated me so far to continue this practical skill enhancement. So, I continue my work of blogging and making videos. And I think this has increased my skills many times as I can type much faster now, I now know the basics of video editing, I can speak English or Bengali very fluently in front of the camera for a long time which I could not before. With these skills, I have acquired many new skills and to be patient. Now I am able to finish my work faster than earlier.তাই ব্লার্ট (Blurt) শুধুমাত্র আমাকে প্রাক্টিক্যালি বৃদ্ধিতে সহযোগিতা করেনি বরং এই প্র্যাকটিক্যালি দক্ষতা বৃদ্ধির কাজটাকে কন্টিনিউ করতে পেছনের যে মোটিভেশন অর্থাৎ রিওয়ার্ড সেই মোটিভেশন টা দিয়ে গেছে। তাই আমি আমার কাজ অর্থাৎ ব্লগ লেখা এবং ভিডিও তৈরি করার যে কার সেটা কন্টিনিউ করে গেছে। এবং এর মাধ্যমে আমার এজাতীয় কাজের ক্ষেত্রে দক্ষতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। যেমন আমি এখন অনেক দ্রুত টাইপ করতে পারে, ভিডিও এডিটিং এর যে বেসিক ব্যাপারগুলো আছে সেগুলো আমি এখন জানি, আমি ইংরেজি কিংবা বাংলায় ক্যামেরার সামনে খুব সাবলীলভাবে অনেকক্ষণ কথা বলে যেতে পারি যেটা আগে পারতাম না। এসব দক্ষতা সহ পাশাপাশি অনেক বিষয় জানা এবং ধৈর্য ধারণের যে দক্ষতা আমার অর্জিত হয়েছে তা দিয়ে আমি আমার চাকুরী জীবনে খুব ভালোভাবেই আমার কাজকে আগের চেয়ে দ্রুততম সময়ে শেষ করতে পারছি।
One of the most important effects of the Blurt blockchain on my life has been the growth of this skill that I will continue to reap as long as I live. Because when a person has skills, it is possible for a skilled person to do a good job very quickly and efficiently. As much as I have improved my skills, if I use them in my work and in my family life, I will get much better results because I will be able to finish a lot of work faster and easier than before. I would especially like to thank Blurt for giving me such an opportunity to improve my skills.ব্লার্ট (Blurt) ব্লকচেইন আমার জীবনে যেসব প্রভাব ফেলেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে এই দক্ষতা বৃদ্ধি যার ফল আমি যতদিন বেঁচে থাকব ততদিন পেতে থাকবো। কারণ দক্ষতা মানুষের যখন থাকে তখন একটা দক্ষ মানুষের পক্ষেই একটা ভাল কাজ খুব দ্রুত সময়ে এবং ইফেক্টিভলি এফিশিয়েন্টলি করে ফেলা সম্ভব। আমার যত টুকুই দক্ষতা বৃদ্ধি পেয়েছে ততটুকু কে যদি আমি আমার কর্ম ক্ষেত্রে এবং আমার পরিবার জীবনে কাজে লাগাই সেটা থেকে আমি অনেক ভালো ফল পেতে পারবো কারন আমি অনেক কাজ আগের চেয়ে দ্রুততম সময়ে এবং খুব সহজভাবে শেষ করতে পারবো। ব্লার্ট (Blurt) কে আমি বিশেষভাবে ধন্যবাদ দিব আমাকে আমার দক্ষতা বৃদ্ধিতে এরকম একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।


Stay up to date with technology (প্রযুক্তির সাথে আপ টু ডেট থাকা):

English
বাংলা
I rarely use the internet on my mobile phone, so in many cases it is not possible for me to keep in touch with technology. Moreover, since I watch very little TV, it is often impossible for me to keep up to date with new ideas, world events and technology. But because of working in the Blurt blockchain, being involved with friends from all over the world, and being in different communities, I can keep up to date with the latest information and new happenings around the world. So Blurt has helped me a lot to stay up to date in my personal life.আমি মোবাইল ফোনে ইন্টারনেট খুব কম ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার জন্য প্রযুক্তির সাথে টাচ থাকাটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠেনা। তাছাড়া আমি যেহেতু টিভি একেবারেই কম দেখি তাই আমার জন্যে নিত্য নতুন আইডিয়া, পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং প্রযুক্তির সাথে আপটুডেট থাকাটা অনেক ক্ষেত্রে অসম্ভব। কিন্তু ব্লার্ট (Blurt) ব্লকচাইন এ কাজ করার কারণে সারা বিশ্বের বিভিন্ন বন্ধুদের সাথে ইনভল্ভ থাকার কারণে এবং বিভিন্ন কমিউনিটি তে থাকার কারণে আমি পৃথিবীতে ঘটে যাওয়া আপডেট তথ্য এবং নতুন নতুন ঘটনা সেগুলো মুহূর্তেই জানতে পারছি। তাই আমার ব্যক্তিগত জীবনে আপটুডেট থাকতে ব্লার্ট অনেক সহযোগিতা করেছে।
New technologies are coming to the world very fast and we are seeing new technologies in a very short time. Blockchain technology is one of the new technologies. We see all the new updated technology coming in the world on Blurt as those who post here share new technology with all of us and I can learn a lot of new things from here. When people from every sectors of life around the world come together in one place, all communities can be benefited from the share of knowledge that Blurt has created for us as a platform. People from different parts of the world are describing their knowledge, wisdom and the surrounding conditions hence, we are able to acquire different cultures, developments, and knowledge of the world from our own homes. For example, before and after the American election, I saw some rare videos that would never have been seen on other platforms. Moreover, since each community has a special work such as someone with art, someone with eco, someone with environment, someone with nature, someone with travel, someone with food or someone with books, I am able to gain knowledge of many variations.পৃথিবীতে নতুন নতুন প্রযুক্তি খুব দ্রুতই চলে আসছে এবং আমরা অল্প সময়ের মধ্যেই নতুন নতুন টেকনোলজি দেখতে পাচ্ছি। ব্লকচেইন টেকনোলজি নতুন প্রযুক্তির মধ্যে অন্যতম। যত নতুন নতুন আপডেট টেকনোলজি পৃথিবীতে আসছে সবকিছুই আমরা ব্লার্ট (Blurt) এ দেখতে পাই যেহেতু এখানে যারা পোস্ট করে তারা নতুন নতুন প্রযুক্তি আমাদের সবার মাঝে শেয়ার করে এবং অনেক নতুন নতুন বিষয়ে আমি এখান থেকে শিখতে পারি। বিশ্বের সকল শ্রেণী-পেশার মানুষ যখন এক জায়গায় একত্রিত হয় তখন নলেজের যে শেয়ার তা থেকে সমস্ত কমিউনিটি সুবিধা পেতে পারে যা কিনা ব্লার্ট (Blurt) আমাদের জন্য প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার জ্ঞান ও প্রজ্ঞা এবং যে পারিপার্শিক অবস্থা বর্ণনা করছে এবং আমরা নিজের ঘরে থেকেই বিশ্বের বিভিন্ন কালচার, উন্নয়ন, সংস্কৃতি এবং জ্ঞান অর্জন করতে পারছি। যেমন উদাহরণস্বরূপ আমেরিকান নির্বাচনের পূর্বে এবং পরে আমি এমন কিছু দুর্লভ ভিডিও দেখতে পেয়েছি যা অন্যান্য প্লাটফর্মে কখনোই দেখা যেত না। তাছাড়া একেকটি কমিউনিটি যেহেতু একটি বিশেষ কাজ যেমন কেউ আর্ট নিয়ে, কেউ ইকো নিয়ে, কেউ পরিবেশ নিয়ে, কেউ প্রকৃতি নিয়ে, কেউ ভ্রমণ নিয়ে, কেউ খাবার নিয়ে কিংবা কেউ বই নিয়ে আছে তাই অনেক ভেরিয়েশন এর জ্ঞান অর্জন করতে পারছি।

Donation(দান করা):

English
বাংলা
There is real joy in giving. The real happiness lies in giving rather than accepting, which we all realize when we give. It's better not to talk about the mind but to actually share so that others can be inspired. I donate 20% of my blurt income to the poor. I have been doing this from the very beginning of my journey so far. And by doing this I am able to do something for the poor people around me and by doing this I am able to contribute something to my society as well as bring a sense of self-purification or self-satisfaction within myself. And in this way Blurt is also contributing to my spiritual purification.দান করার মাঝেই আসলে প্রকৃত আনন্দ। গ্রহণ করার চেয়ে দান করার মধ্যেই প্রকৃত সুখ যা আমরা সবাই উপলব্ধি করি যখন আমরা দান করে। যদি মনের কথা না বলাই ভালো কিন্তু আসলে শেয়ার করা এজন্য যাতে অন্যরাও এতে উদ্বুদ্ধ হতে পারে। আমি আমার ব্লার্ট (Blurt) আয় হতে 20 শতাংশ গরীব দুঃখী মানুষের মাঝে দান করি। এই কাজটি আমি একেবারে প্রথম থেকেই করে আসছি। এবং এটা করার মাধ্যমে আমি আমার আশেপাশের যারা গরিব মানুষ আছে তাদের জন্য কিছু করতে পারছি এবং এটা করার মাধ্যমে আমি আমার সমাজে কিছুটা অবদান রাখতে পারছি পাশাপাশি নিজের মধ্যে একটা আত্মশুদ্ধি বা পরিতৃপ্তির আসতে পারছে। আর এভাবেই BLURT আমার আত্মিক পরিশুদ্ধিতেও অবদান রেখে যাচ্ছে।


Utilization of Valuable Time(সময়কে কাজে লাগানো)

English
বাংলা
When Blurt didn't come into my life, my time was spent on different unproductive activities. But at the moment I can see a lot of radical changes in my lifestyle and the proper use of my time. Whenever I have free time, I try to spend time in this blurt blockchain and this blockchain evaluates my time and rewards me accordingly. So I no longer have the desire to spend or waste time on any other platform. I try to give the time I give now to a place where the real value of my time will be determined and from there I will get a return. So I think I can manage my time very well to create some part-time extra income opportunities and I can use my time properly by spending my time in this blockchain. And it's one of the biggest impact of blurt blockchains I've ever had.ব্লার্ট (Blurt) যখন আমার জীবনে আসেনি তখন আমার সময় যাকে ছিল তা ভিন্ন ভিন্ন আনপ্রডাক্টিভ কাজে ব্যয় হতো। কিন্তু বর্তমান সময়ে আমি আমার লাইফ স্টাইলে এবং সময়ের ব্যবহার থেকে তো অনেকটাই আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আমার এখন যখনই কোনো অবসর সময় থাকে তখনই আমি চেষ্টা করি এই ব্লার্ট (Blurt) ব্লকচেইন এ সময় দিতে এবং এই ব্লকচেইন আমার সময়কে মূল্যায়ন করে এবং তার যথাযথ মূল্য হিসেবে রিওয়ার্ড প্রদান করে। তাই আমার জন্য অন্য কোন প্লাটফর্মে সময় দেওয়া বা সময় নষ্ট করার যেই ইচ্ছা ছিল তা এখন আর নেই। আমি এখন যা সময় দেই তা এমন কোন জায়গায় দেওয়ার চেষ্টা করি যাতে আমার সময়ের প্রকৃত মূল্য নির্ধারিত হবে এবং সেখান থেকে আমি একটা সময়ের জন্য রিটার্ন পাব। তাই কিছু পার্টটাইম অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আমার সময় গুলোকে খুব সুন্দর ভাবে ম্যানেজ করতে পারছি এবং এই ব্লকচেইন এ সময় গুলোকে ব্যয় করার মাধ্যমে আমলসমূহের যথাযথ ব্যবহার করতে পারছি বলে আমি মনে করি। আর এটি আমার কাছে অন্যতম বড় একটি পাওয়া ব্লার্ট (Blurt) ব্লকচেইন হতে।

brothers-457237-1920.jpg
Source: https://pixabay.com/photos/brothers-siblings-newborn-457237/


Final Words:

English
বাংলা
Many times we notice the impact of many things in our personal life like nature, environment, friend, job field, etc. And we are always influenced by these things. In recent times we are being influenced by social media in many ways and our personal lives are becoming dependent on it in many ways. But the impact that the Blurt blockchain is having on our lives is extremely positive and I believe that the results will be far-reaching. Many thanks to everyone to read my post.আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় অনেক কিছুরই প্রভাব আমরা লক্ষ্য করি সেটা প্রকৃতি পরিবেশ বন্ধু চাকরির ক্ষেত্র ইত্যাদি। এবং এসব বিষয় দ্বারা আমরা সবসময় প্রভাবিত হয়ে থাকি। সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়া কতৃক অনেক ভাবে প্রভাবিত হচ্ছে এবং আমাদের ব্যক্তিগত জীবন অনেক ভাবেই এটার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে। কিন্তু ব্লার্ট (Blurt) ব্লকচেইন আমাদের জীবনে যে প্রভাব ফেলছে সেটি অত্যন্ত পজেটিভ এবং যার ফল আমরা সুদুরপ্রসারী পেয়ে যাব বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ






Intro-Blurt.gif

Who I am

I am a lecturer of Textile Engineering in Bangladesh. I love to share my thoughts and ideas through blogging & vlogging so that anyone can be benefited from my effort. I write on Textiles, Online Money Making, Agriculture, Technology and random topics. Capturing Nature and Playing Cricket is my hobby. I am always a learner and wants to go to the moon with this #blurt community and chain.



Upvote, Reblurt and Follow me on blurt @engrsayful



This is Saiful’s Classroom from @engrsayful

Find me on

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!