How about our people now.....

in blurt •  4 years ago  (edited)

I am really shocked to see such a long line of self-indulgent plaintiffs in our society. I was even more shocked to hear their very thoughtful words of wisdom and to see their very stupidity in action. This type of person will listen to you so much knowledge when you have time. Your head will bow in reverence when you hear the conversation. He will let you know when he has the opportunity in front of you with his knowledge of the state, society, family, movies, dance songs, magazines, events from ancient times. You too will be impressed by his immense knowledge. But is that really so !!!!!! Is knowledge only in the mouth ??? I don't think so. Your body of knowledge will be revealed in your words and deeds, in your walk, in your eyes, in your every breath, in your behavior, in your every action. But if most of you don'tbofeel comfortable swallowing all these things, then the second thing to think about is your knowledge. With this question and then I started to wonder whether you are really a wise man or you are a self-indulgent plaintiff, with an extreme desire to express yourself, you are addicted to satisfying it.

আমি আমাদের সমাজে আত্নরন্জন বাদী লোকেদের এত বড় দীর্ঘ সারি দেখে সত্যি হতবাক। আমি আরো বেশি হতবাক মুখে তাদের অতি সুচিন্তিত জ্ঞানের বাণী শুনে আর কাজে কর্মে অতি মূর্খতার পরিচয় দেয়া দেখে। এই টাইপের মানুষ গুলা আপনাকে এতশত জ্ঞানের কথা শুনাবে যখন ই হাতে সময় পাবে। কথাবার্তা শুনে শ্রদ্ধায় আপনার মাথা নিচু হয়ে আসবে কত বড় জ্ঞানী মানুষের সামনেই না আপনে আছেন। রাষ্ট্র , সমাজ , পরিবার , চলচিত্র, নাচগান , পত্রপত্রিকা, প্রাচীন থেকে চলমান ঘটনা সমূহে তার জ্ঞানের বহর আপনাকে সে জানান দিবে যখন সে আাপনার সামনে সুযোগ পাবে। আাপনিও মুগ্ধ হবেন তার এই অতি মাত্রার জ্ঞান দেখে। কিন্তু আসলেই কি তাই!!!!!! জ্ঞান কি শুধু মুখেই থাকে ???আমার তো সেটা মনে হয় না। আপনার জ্ঞানের বহর প্রকাশিত হবে আপনার কথা কাজে, আপনার হাঁটা –চলা, আপনার দৃষ্টিতে, আপনার প্রতিটা নিঃশ্বাসে, আপনার আচার-আচরণ, আপনার প্রতিটা কাজ-কর্মে।কিন্তু আাপনার এই সব বিষয় গুলাতে যদি অন্য অধিকাংশই কমফোর্ট অনুভব না করে তখন আপনার জ্ঞানের বহর নিয়ে দ্বিতীয় বার ভাববার বিষয় সামনে চলে আসে। সাথে এই প্রশ্ন ও তখন আমার মনে উকি দিতে থাকে আপনি কি আসলেই জ্ঞানী নাকি আপনি আত্নরন্জন বাদী , নিজেকে প্রকাশ করার চরম আকঙ্খা নিয়ে সেটা মেটানোর নেশায় বুদ হয় আছেন ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!