(নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ প্রথম টেস্ট জিতে যাওয়ার পর এই লেখাঃ এটার সাথে ২য় টেস্ট বাংলাদেশ কেমন খেলছে সেটার কোন সম্পর্ক নাই)
। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে। ইবাদত আর কোন দিন উইকেট না পেলেও সে স্বরনীয় হয়ে থাকবে। ক্রিকেট প্রেমি হিসেবে এই টেস্ট লাইভ দেখা আমাদের জন্যও সৌভাগ্য! কেননা বাংলাদেশের ক্রিকেটে এমন মুহূর্ত খুব কম আসে!
কিন্তু এই টেস্ট জয় বাংলাদেশ ক্রিকেট কত টা পরিবর্তন করতে পারবে?
পরের টেস্ট বা পরে যখন বাংলাদেশ নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ এখানে জিততে পারে এই আত্ববিশ্বাস টা থাকবে।
কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটের ব্যসিক কোন চেঞ্জ হবে না। ১ টা ২ টা বড় জয় কোন দেশের ক্রিকেট কে চেঞ্জ করতে পারে না। এই জয়ের আগে বাংলাদেশ ক্রিকেটে যেসব সমস্যা ছিলো এই জয়ের পরেও সেগুলো থেকে যাবে। চরম ব্যর্থ নির্বাচক প্যানেল থেকে যাবে। দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে কোচ রাসেল ডোমিজ্ঞ থেকে যাবে। বোর্ড সভাপতির লাগামহীন কথা বলা বন্ধ হবে না। ক্লাব রাজনীতি বন্ধ হবে না। ঘরোয়া লীগের মান চেঞ্জ হবে না। পেসারদের জন্য আদর্শ উইকেট তৈরি হবে না। লীগে ম্যাচ পাতানো বন্ধ হবে না। বিপিএল নামক সার্কাসের কোন পরিবর্তন হবে না।
বরং এই জয় কে আকড়ে ধরে নান্নু ডোমিজ্ঞ রা তাদের ব্যর্থতা উতরে যাবে।
দীর্ঘ মেয়াদী সাফল্য পেতে চাইলে উল্লেখিত সমস্যা গুলো সমাধান করতে হবে। নইলে এমন জয়ের জন্য আবার বছরের পর বছর অপেক্ষা করতে হবে৷ হঠাৎ করে কোন একদিন বা কোন এক ম্যাচ বাংলাদেশ অসাধারণ খেলে ফেলবে সেই আশায় কাটাতে হবে বছরের পর বছর।
দেশ কে অসাধারণ জয় এনে দেয়ার জন্য টিম বাংলাদেশ কে প্রাণঢালা অভিনন্দন।।
** Your post has been upvoted (1.30 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote