মৌচাকের কাছাকাছি গাছে ফুলের অভাব হলে ভ্রমর'রা (bumblebee) সময়ের আগেই এদের ফুল ফোটার ব্যবস্থা করে!

in blurt •  2 years ago 

মৌচাকের কাছাকাছি গাছে ফুলের অভাব হলে ভ্রমর'রা (bumblebee) সময়ের আগেই এদের ফুল ফোটার ব্যবস্থা করে! সম্প্রতি 'সায়েন্স' জার্নালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গাছের পাতায় কামড় দিয়ে কেটে এরা ফুল ফোটার সময় প্রায় এক মাস এগিয়ে আনতে পারে। মৌমাছি যেভাবে পাতায় কাটে গবেষকগণ নিজেরাও সেভাবে কাটাকাটি করে দেখেছেন তাতে ফুল ফোটার সময় এগিয়ে আসে, তবে তা ভ্রমরের কামড়ের মত কার্যকর নয়। এ থেকে ধারণা করা হয় ভ্রমরের লালার মধ্যে বিদ্যমান রাসায়নিক ফুল ফোটা ত্বরান্বিত করার কাজে জড়িত। ভ্রমরের এই কর্মকান্ডকে কি চাষাবাদ বলা যাবে?
If there is a lack of flowers in the tree near the beehive, the bumblebee arranges their flowers before the time! A research paper on the subject has recently been published in the journal Science. By biting the leaves of the tree, they can bring about one month ahead of flowering time. The way bees cut their leaves, researchers have observed, is similar to the way bees do, but it is not as effective as beetle bites. This suggests that the chemical in the beetle's saliva is involved in accelerating flowering. Can this activity of beetles be called cultivation?
bumblebee.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!