সেইন্ট মার্টিন আসলে হাওর মিস করি,
হাওরে গেলে সাজেক মিস করি,
সাজেকে গেলে ধুপ্পানি বুকের মধ্যে ধুপধাপ করে,
ধুপ্পানি গেলে শ্রীমঙ্গল মিস করি,
শ্রীমঙ্গল গেলে সুন্দরবন যাইতে মন চায়,
সুন্দরবন গেলে বান্দরবান টানে,
বান্দরবান গেলে সীতাকুণ্ড টানে,
সীতাকুণ্ড গেলে মারায়নতং মনে পড়ে,
মারায়নতং গেলে সোনাদিয়া ক্যাম্পিং করতে ইচ্ছে করে,
সোনাদিয়া গেলে সিলেট ডাকে,
সিলেট গেলে যোগী-যোতলং ট্রেক করতে ইচ্ছে করে,
যোগী-যোতলং গেলেই মনে হয় পুকুরপাড়াটা যদি দেখে যেতে পারতাম!
ওইদিকে গেলে চর কুকরি মুকরি সুড়সুড়ি দেয়,
চর কুকরি গেলে রাঙ্গামাটি ডাকে,
রাঙ্গামাটি গেলে নিঝুম দ্বীপ হাহাকার করে বুকের মধ্যে,
নিঝুম দ্বীপ গেলে বিরিশিরি মনে পড়ে,
বিরিশিরি গেলে কক্সবাজার দেখতে ইচ্ছে করে,
কক্সবাজার গেলে তেতুলিয়ায় মন চলে যায়,
তেতুলিয়া গেলে বগালেক-কেওক্রাডং গুতায়,
বগালেক-কেউক্রাডং গেলে আমিয়াখুম ঘুরে আসতে ইচ্ছে করে,
আমিয়াখুম গেলে দিনাজপুর-রাজশাহী দেখে আসতে ইচ্ছে করে,
দিনাজপুর-রাজশাহী গেলে কোন একটা নিরব-নিস্তব্ধ গ্রাম টানে, খুব টানে..........
এমনকি শুধু আমারই হয়, নাকি আপনাদেরও এমনই হয়?
Welcome to blurt. Here is a couple of post that I always recommend for anyone that is new to blurt.
WELCOME
Learn the community Tags