ফটোশপ দিয়ে ভিন্ন ধরনের ইলিউশান আর্ট

in blurt-192977 •  last month 



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো আর্ট পোস্ট৷ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। তার মধ্যে এই আর্ট পোস্ট অন্যতম ৷ সবসময়ই ভিন্ন ভিন্ন কিছু আর্ট আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি৷ বিশেষ করে প্রাকৃতিক যেসকল আর্টগুলো রয়েছে সেগুলো করতে আমার একটু বেশিই ভালো লাগে৷ আজকের যে আর্টটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সে আর্টের মধ্যে সবগুলো ডিজাইন খুব নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করলাম। একইসাথে এখানে যে রঙগুলো রয়েছে সেগুলোর সংমিশ্রণ ভালোভাবে দিয়ে দিলাম। আমি প্রত্যেকটি আর্টের এর পিছনে এতটা সময়ে দিতে থাকি যা আগে কখনোই দিতাম না৷ প্রতিনিয়তই কিছু ভিন্ন ধরনের আর্ট করতে করতে অনেক কিছুই চিন্তায় আসে এবং অনেকগুলো ডিজাইন দিয়ে আবার সেগুলো ডিলিট করে দিতে হয়৷ এর ফলে রঙের সংমিশ্রণ মেলাতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়৷ তাই এই আর্টগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায় এবং অনেকটাই কষ্ট হয়। তবে শেষ পর্যন্ত আর্ট করার পরে যখন আপনাদের সকলের ভালো লাগে তখন সেই কষ্ট একেবারে নিমেষেই শেষ হয়ে যায়



ফটোশপ দিয়ে ভিন্ন ধরনের ইলিউশান আর্ট

07.jpg



প্রয়োজনীয় উপকরণ

  • ডেস্কটপ
  • এডোবি ফটোশপ ২০২৩

অংকন প্রণালী নিম্নরুপঃ


প্রথম ধাপ


Screenshot 2024-06-16 200227.jpg

Screenshot 2024-06-16 194543.jpg

প্রথমে একটি পেজ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটি রঙ দিয়ে দিলাম।



দ্বিতীয় ধাপ


Screenshot 2024-06-16 194715.jpg

Screenshot 2024-06-16 194822.jpg

এরপর এর মধ্যে একটি ছবি নিয়ে নিলাম৷ একইসাথে এর মধ্যে একটি হাতি নিয়ে নিলাম।



তৃতীয় ধাপ


Screenshot 2024-06-16 194914.jpg

Screenshot 2024-06-16 194929.jpg

এরপর এর মধ্যে ডিজাইন করে দিলাম৷ একইসাথে এর মধ্যে কালার কম্বিনেশন করে দিলাম।



চতুর্থ ধাপ


Screenshot 2024-06-16 195207.jpg

Screenshot 2024-06-16 195725.jpg

এরপর এর মধ্যে ডিজাইনগুলো ঠিক করে নিলাম। একইসাথে এর মধ্যে আরো কিছু কালার কম্বিনেশন করে দিলাম।



পঞ্চম ধাপ


Screenshot 2024-06-16 195006.jpg

07.jpg

এরপর এর মধ্যে সবগুলো ডিজাইন করে দিলাম৷ একইসাথে সবগুলো কালার দিয়ে দিলাম। আরো নতুন কিছু কালার দিয়ে দিলাম।



সর্বশেষ আউটলুক


07.jpg



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!