আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আমাদের গ্রামের একটি বিখ্যাত বটগাছ সম্পর্কে। আসলে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের গাছপালা দেখা যায় তার মধ্যে বটগাছ হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বড় একটি গাছ। আমি গতকাল বিকেলবেলায় আমাদের গ্রামের বটগাছ ের ওই দিকে হাটতে গিয়েছিলাম সেখানে গিয়েই বেশ কিছু বট গাছের ছবি আমি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করেছিলাম। আমি যখন বটগাছের ছবিগুলো আমার মোবাইলে ক্যামেরা বন্দি করেছিলাম তখনই একটি ছবি বেশ দারুন ভাবে আমি আমার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি। সেখান থেকে আমি খুবই চমৎকারভাবে ছবি আপনাদের আপনারা আমার শেয়ার করা ছবি দেখলে আশা করি বেশ ভালো লাগবে। আসলে এই ছবিগুলো তোলার জন্য অনেক ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়েছিল। এই বটগাছ আমাদের গ্রামের অনেক পুরনো বড গাছ। আমি চেষ্টা করি সেখান থেকে ভিন্ন ভিন্ন ধরনের কিছু ছবি আপনাদের মাঝে তুলে শেয়ার করার জন্য তবে চলুন আজকে অল্প কিছু বিস্তারিত আলোচনা করি।
Today I want to share with you about a famous banyan tree in our village. In fact, there are various types of trees in our village, among which the banyan tree is the largest tree in our village. Yesterday afternoon, I went for a walk in the direction of the banyan tree in our village and I captured several pictures of the banyan tree on my mobile camera. When I captured the pictures of the banyan tree on my mobile camera, I tried to capture a picture in a very beautiful way on my camera. From there, I took very beautiful pictures. I hope you will like the pictures I have shared. Actually, a lot of patience and experience were required to take these pictures. This banyan tree is a very old banyan tree in our village. I will try to take some different pictures from there and share them with you, but let's discuss some details today.