In the name of Allah, the Most Gracious, the Most Merciful.
Assalamu Alaikum
I am writing to give you today's regular post by wishing everyone a good afternoon. I hope everyone is well by the grace of Allah Almighty, Alhamdulillah, with everyone's prayers, we are also well.
Today I have brought you a gift, Random Photography and Videography of a Typical Scene of Cow Gusbandry in the Village. The scene you can see here is that two calves are tied to the roots of a tree. A goat is also tied next to it. Which is in front of a household. This household may have two cows. The two cows may have babies. Beautiful and fluffy babies. Before milking any cow, the calves are kept separate. So that the calf cannot drink its mother's milk for a specified time. Then, after milking the cow for a specified time, the calves are left with their mother to drink milk again. After staying with the mother for a specified time, the calves are tied separately again. So that they cannot drink their mother's milk. This is how the work of milking and collecting milk in the household is done.
আসসালামু আলাইকুম
সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ, সবার দোয়া নিয়ে আমরাও ভালো আছি।
আজ আমি আপনাদেরকে উপহার দিতে নিয়ে এসেছি, গ্রামে গরু পালনের সচারাচর দৃশ্যের রেনডম ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে দুইটি বাছুর গাছের শিকড়ের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশে একটি ছাগলও বেঁধে রাখা হয়েছে। যাহা একটি গৃহস্ত বাড়ির সামনে। এ গৃহস্থ হয়তো দুটি গাভী পালেন। গাভী দুটির বাচ্চা হবে হয়তো এই দুইটি। সুন্দর ফুটফুটে বাচ্চা। যে কোন গাভী দোহনের পূর্বে বাছুরগুলোকে আলাদা করে রাখা হয়। যাতে বাছুর তার মায়ের দুধ নির্ধারিত একটি সময় খেতে না পারে।। তারপর সময় করে গাভী দোহন করে নেওয়া হলে, বাছুর গুলোকে তাদের মায়ের সাথে দুধ খাওয়ার জন্য আবার রেখে দেওয়া হয়। নির্ধারিত একটি সময় মায়ের সাথে থাকার পর বাছুরগুলোকে আবার আলাদা করে বেঁধে রাখা হয়। যাতে মায়ের দুধ খেতে না পারে। এভাবেই চলে গৃহস্ত বাড়ির দুধ দোহন ও দুধ সংগ্রহের কাজ।
We all know that raising cows is a part of family development work and cows are among the domestic animals. In addition, farmers in the village keep many other types of domestic animals. This brings in income for their family and the family is managed from it. About 80 percent of the village households are seen keeping one or two cows. Many households are seen keeping more and more. From an economic perspective, those who can afford it keep as many domestic animals as they can. Among the profitable domestic animals, cows, goats, sheep, buffaloes, ducks, chickens, etc.
আমরা সবাই জানি, গাভী পালন করা একটি সাংসারিক উন্নয়নের কাজের অংশ এবং গরু গৃহপালিত জন্তুর মধ্যে পড়ে। এছাড়াও গ্রামের কৃষকগণ আরো অনেক ধরনের গৃহপালিত পশুপাখি পালন করে থাকে। এতে তাদের সংসারের আয় আসে এবং তা থেকে সংসার পরিচালনা করা হয়ে থাকে। গ্রামের প্রায় ৮০ভাগ বাড়িতে দু একটি গরু পালন করতে দেখা যায়। অনেকের বাড়িতে আবার আরো বেশি বেশি পালন করতে দেখা যায়। অর্থনৈতিক বিবেচনায় যার যতটুকু সামর্থ্য ততটুকু গৃহপালিত পশু পালন করে থাকে। গৃহপালিত লাভজনক পশু গুলোর মধ্যে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, ইত্যাদি ইত্যাদি।
Many people keep different breeds and species of cows, buffaloes, goats, sheep, poultry, pheasants, swans, and other hobby birds, etc. No matter what one keeps, the purpose of all of them is the same. That is to take the family forward economically. Many people see that while keeping hobby things as a hobby, it has been converted into a business. Whoever keeps it, he keeps it in the way that is convenient for him.
_অনেকে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, তিতির, রাজহাঁস এবং অন্যান্য শখের পাখি ইত্যাদি পালন করে। কেউ যেই রাখুক না কেন, তাদের সবার উদ্দেশ্য একই। অর্থাৎ পরিবারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। অনেকে দেখেন শখের জিনিসকে শখ হিসেবে রাখতে গিয়ে তা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। যে এটা রাখে, সে তার জন্য সুবিধাজনক উপায়ে রাখে।
Friends, that was my talk about photography and videography today. I hope you like it.
বন্ধুরা, আজকের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে আমার কথা ছিল। আমি আশা করি আপনি এটা পছন্দ করেন*.
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 🤳 | Samsung galaxy F22 |
Category | Photography Blog |
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.