Assalamualaikum
I am writing to wish everyone a good night and to give you a regular post today. Hopefully, by the grace of Allah Almighty, everyone is well. Alhamdulillah, we are all well by the grace of Allah Almighty.
Friends, today I have brought a gift for you, a different kind of photography and video.
Like every day, I left the house for a regular walk yesterday evening. However, today it was a little late to leave. As soon as I left the house, the Maghrib call to prayer was heard. I started walking a little faster. After walking for about five minutes, I met these two elders in front. This time, when I went in front of them, they greeted me and asked me some questions. Although I could not answer all the questions, I also asked them a lot of questions. After many conversations, at one point I was sure that they were local matchmakers. Their job is to arrange new marriages by arranging them. They have been doing this for almost twenty years.
Finally, when I wanted to go on my way, they asked me to record videos and take pictures.
Finally -----
আচ্ছালামোআলাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি, একটি অন্যধরনের ফটোগ্রাফি ও ভিডিও।
প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় নিয়মিত হাঁটাহাঁটির জন্য বাড়ি থেকে বের হই।তবে আজকে বের হতে কিছুটা দেরি হয়েছে। বাড়ি থেকে বের হতেই মাগরিবের আজান শোনা যাচ্ছে। একটু জোরে জোরে হাঁটতে শুরু করলাম। মিনিট পাঁচেক হাঁটার পর ,সামনে এই দুই মুরুব্বির সাথে দেখা হয়। এবার আমি তাদের সামনে গেলে,তারা আমাকে ছালাম দিয়ে,আমাকে কিছু প্রশ্ন করেন। আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারলেও,আমিও তাদেরকে বেশ প্রশ্ন করলাম। অনেক কথা বার্তা পর, এক পর্যায়ে নিশ্চিত হলাম তারা স্থানীয় ঘটক। ঘটকালি করে নিত্যনতুন বিবাহ 💒 সংগঠিত করা তাঁদের কাজ। প্রায় কুড়ি বছর থেকে তারা এই কাজ করে।
অবশেষে আমি আমার পথে চলে যেতে চাইলে, তাঁরা আমাকে ভিডিও ধারণ ও ছবি তুলতে বলেন।
অবশেষে -----
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |