Good night
I started writing today's regular post by wishing everyone a cold night.
Hopefully, by the grace of Allah Almighty, everyone is well. Alhamdulillah, we are also busy trying to do something good by getting a good time in the closed room on this winter night with the grace of Allah Almighty.
This winter came without any kind of cold. However, the cold that came in the autumn season tried to shake us a few days ago. The duration was less than a week. That cold went away and could not be looked back. A few days later, winter came. But it was without cold. Thus, the first month of winter and the first full week of the second month passed without cold. This time, the first week of the second month was not cold. As the first week passed, the cold started to appear a little bit from the day before yesterday. Its intensity started increasing from yesterday morning. From this morning, it seems that this winter's cold has started this time.
The sun's face has not been seen since morning. The sky was covered in fog all day. Don't worry, it will be cold in winter, it is normal. Rather, it is unusual for there to be no cold in winter. Let us all feel the warmth of the infinite mercy of the Almighty Allah. Amen
শুভ রাত্রি
সবাইকে শীতে সিক্ত রাতের শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট উপহার দিতে লেখা শুরু করলাম।
আশাকরি, মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে এই শীতের রাতে বদ্ধ ঘরে ভালো একটি সময় পেয়ে, ভালো কিছু করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ছি।
এবারের শীতকাল এসেছিল কোন ধরনের শীত ছাড়াই। তবে হেমন্ত কালে আসা শীত কয়দিন আগেই আমাদেরকে কাঁপিয়ে তোলার চেষ্টা করেছিল। স্থায়িত্ব ছিল এক সপ্তাহের কম সময়।ঐ যে শীত চলে গেলো পরে আর ফিরে তাকাতে পারেনি। তার কয়েক দিন পরেই এসে হাজির শীতকাল। তবে তা শীত ছাড়াই। এভাবেই শীত ছাড়াই পার হলো শীতকালের প্রথম মাস ও দ্বিতীয় মাসের প্রথম পুরো সপ্তাহ। এবার দ্বিতীয় মাস প্রথম সপ্তাহ শীত ছিল না। প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার সাথে সাথে গত পরশু দিন থেকে একটু একটু শীত দেখা দিতে শুরু করলো। গতকাল সকাল থেকে তার তীব্রতা বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকে মনে হচ্ছে, এবার শীতকালের শীত বুঝি এইবার শুরু হল।
সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। সারাদিন কুয়াশায় ঢাকা ছিল আকাশ । ভয় নাই, শীতকালে শীত হবে এটাই স্বাভাবিক। বরঞ্চ,শীতকালে শীত না থাকাই তা অস্বাভাবিক। আসুন,মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আমরা সবাই উষ্ণতা অনুভব করি। আমিন
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Samsung galaxy F22 |
Cetegory | Photography blog |
Enjoy
Best Regards.