Well done 👍 ✅
Wishing everyone a good night, I am writing to give you a regular post today. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends, today I have brought a random photography of a fish shop as a gift for you.
আসসালামু আলাইকুম
সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি একটি মাছের দোকানের রেনডম ফটোগ্রাফি।
Yesterday afternoon, a fishmonger from the neighborhood brought fish in a van in front of our house, and we kept looking at the fish to buy from there. He is a fishmonger we know. At least 5-6 days a month, he brings different types of fish to our area in a van to sell. The sales are also fair. Because he comes at a fixed time, when many of us may not have fish in our houses. So everyone buys fish from him more or less and waits for another five-six days. Waiting for him to come again. This is how his fish business works. I went there and looked at the fish with everyone. Many wanted to buy fish. I captured these few pictures on my mobile phone camera in between.
গতকাল বিকালে পাড়ার একজন মাছ ব্যবসায়ী, আমাদের বাড়ির সামনে ভ্যানে করে মাছ নিয়ে আসলে, আমরা সেখান থেকে মাছ কেনার জন্য মাছ দেখতে থাকি। তিনি আমাদের পরিচিত একজন মাছ ব্যবসায়ী। মাসে অন্তত ৫-৬ দিন আমাদের এলাকায় ভ্যানে করে বিভিন্ন ধরনের মাছ বিক্রয় করতে নিয়ে আসেন। বিক্রিও মোটামুটি হয়ে থাকে। কেননা উনি একটা নির্ধারিত সময় আসে, যে সময় আমাদের অনেকের বাড়িতে হয়তো মাছ থাকে না ।তাই সবাই কম বেশি তার কাছ থেকে মাছ কিনে আবার পাঁচ-ছয় দিন অপেক্ষা করেন । তিনি আবার কবে আসবে তার জন্য অপেক্ষা করেন। এইভাবে চলে ওনার মাছ ব্যবসা। আমি সেখানে যাইয়া সবার সাথে মাছ দেখতেছিলাম ।অনেকেই মাছ কিনতে ছিল ।আমি তার ফাঁকে ফাঁকে এই কয়েকটি ছবি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে ফেললাম।
Everyone was buying fish. I also finished taking pictures. He had some pangas fish weighing one kilogram or more and two cuttlefish today. Many people bought pangas fish, but no one wanted to buy cuttlefish. Because a kg of pangas fish costs 160 taka and a kg of cuttlefish costs 280 taka. So everyone bought as much pangas fish as they wanted. This time I also bought three pangas fish weighing about three and a half kilograms. After taking the fish home, I cut them up, cooked them a little and ate them. And the rest was kept in a polythene bag in the fridge to be eaten later or for a week.
সবাই মাছ কিনতে ছিল। আমারও ছবি তোলা শেষ হয়ে গেল। উনার কাছে আজকে এক কেজি বা তার বেশি ওজনের কিছু পাঙ্গাস মাছ ও সাথে দুটি কাতল মাছ ছিল। অনেকেই পাঙ্গাস মাছ কিনলেও কেউ কাতল মাছ কিনতে চাইলো না। কারণ পাঙ্গাস মাছের কেজি ১৬০ টাকা এবং কাতল মাছের কেজি ২৮০ টাকা। তাই সবাই যার যার মত পাঙ্গাস মাছ কিনে নিলো। এবার আমিও প্রায় সাড়ে তিন কেজির মত তিনটি পাঙ্গাস মাছ কিনে ফেললাম। মাছ গুলো বাড়িতে নেওয়ার পর কেটে বেছে, কিছু পরিমাণ রান্না করেও খাওয়া হলো। আর বাকিগুলো পলিথিন প্যাকেট করে ফ্রিজে রেখে দেওয়া হল যা পরবর্তীতে বা এক সপ্তাহ ধরে খাওয়া হবে।
In a previous post, I said that Pangas fish is very popular in my family. Because many people do not want to eat fish with thorns. That is why I buy Pangas fish most of the time. This is also an example of that.
Friends, this was my talk about photography today. Enjoy
আগের একটি পোস্টে বলেছিলাম পাঙ্গাস মাছ আমার পরিবারে অনেক প্রিয়। কেননা অনেকেই কাঁটাওয়ালা মাছ খেতে চায় না ।তাই বেশি সময় আমি পাঙ্গাস মাছ কিনে থাকি। এটি তারও একটি নমুনা।
বন্ধুরা, এই ছিল আমার আজকের ফটোগ্রাফি নিয়ে কিছু কথা। উপভোগ করুন।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Category | Photography Blog |