Good Afternoon 🌞 💤
Greetings to everyone, I sat down to write today's regular photography post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers. Friends, today I have brought a super macro photography as a gift for you.
We never think about what form nature takes. That day, when I went to take pictures on the bank of the pond next to my house, I was exploring the darkness of the picture with attention. I was looking here, I was looking there, but since I did not have the support I wanted, I refrained from taking pictures and kept looking for one after another. At one time, I thought that the lantana flowers were blooming a lot, I would take some pictures of them and post them. But it never happened. Due to lack of light or bright light, the pictures were not coming properly on the camera screen. When a complication arose regarding this too, I waited for a while longer. Now I stood up, I will definitely take a picture or two from here. At that moment, I saw this little butterfly named Pati Zahur flying and landing on a nearby lantana flower. I immediately took a few pictures and brought them back. Now I am presenting the pictures to you as a gift, I hope you like them.
সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে, আজকের নিয়মিত ফটোগ্রাফি পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়া মহান আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য উপহার দিতে নিয়ে এসেছি একটি সুপার মেক্রো ফটোগ্রাফি ।
প্রকৃতি কখন কোন রূপ ধারণ করে, তা আমাদের কখনো ভাবার মধ্যে থাকে না। সেদিন বাড়ির পাশে পুকুর পাড়টায় ছবি তুলতে গেলে, ছবির আঁধার মনোযোগ দিয়ে অন্বেষণ করতেছিলাম। এদিকে তাকাচ্ছিলাম, ওদিকে তাকাচ্ছিলাম, কিন্তু মনের মত আধার না হওয়ায় ছবি তোলা থেকে বিরত থাকি এবং একের পর এক আধার খুঁজতে থাকি। এক সময় ভাবলাম ল্যন্টানা ফুল অনেক ফুটেছে, এগুলোর কিছু ছবি তুলে তাই পোস্ট করব ।কিন্তু কোন ক্রমেই তা হয়ে উঠলনা । আলোর স্বল্পতা কিংবা তীক্ষ্ণ আলোর কারনে ছবিগুলো ক্যামেরার পর্দায় ঠিকমতো আসছিল না। এ নিয়েও একটি জটিলতা সৃষ্টি হলে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করি। এবার দাড়িয়ে গেলাম, এখান থেকে দু একটি ছবি অবশ্যই ধারণ করব। এমন সময় দেখি পাশের একটি ল্যান্টানা ফুলে পাতি জহুর নামে এই ছোট্ট প্রজাপতিটি উড়িয়ে এসে বসল। আমি তৎক্ষণাৎ কয়েকটি ছবি তুলে নিয়ে আসলাম। এখন ছবিগুলো আপনাদের উপহার দিতে উপস্থাপন করছি আশা করি ভালো লাগবে।
Friends, this was my photography today and some things about photography. I hope you like it.
বন্ধুরা, এই ছিল আমার আজকের ফটোগ্রাফি ও ফটোগ্রাফি নিয়ে কিছু কথা আশা করি আপনাদের ভাল লাগবে।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography |