Good MidNight 😀 ☺️
Wishing everyone a good night, I am writing to give you a regular post today. Hopefully, by the grace of Allah Almighty, everyone is well, Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends, today I have brought you a gift Random Photography of a Mother Spider with a Web
Spider is a type of small animal. Which is known all over the world as a bed spider. As far as we know, the original habitat of these spiders is North America. In North America, they are known as orb-web spiders. The scientific name of the spider is Araneus Cavaticus.
Usually, all spiders make their own homes with their own threads. Which we know as spider web. Spiders make these webs to live in and to catch prey. Spider webs are made of very fine threads. They can easily make these threads in their own bodies. They think that wherever they go, they can leave the thread and move forward. Although these threads are very fine, they are tools for many jobs and life management. We can learn about many types of spiders in the world. Out of them, we see 15-20 spiders in our country. Which we are always familiar with. Some are small, some are tiny, some are medium, some are large. In this way, we are constantly introduced to many of them. As far as is known, a spider can form its body from very small to 1 inch. Some of these spiders are black, some are yellow, some are tiger-colored, and some are wood-colored. But whatever the color and size? Everyone lives by weaving a web with their own thread and reproduces there. Other small animals easily get stuck in the web of spiders. Among them, mosquitoes and flies are notable. Sometimes it is seen that spiders make webs and move from there to other places. Mosquitoes and flies get trapped here too. If the mosquito cannot escape from there, it will dry up and die there without eating. And if any mosquito, fly, butterfly, grasshopper, etc. gets trapped in the webs where spiders live, the spiders will easily eat it. No animal is seen eating until the spider is trapped in its web. This is how the life of a spider goes.
সবাইকে রাতেরঔ শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশাকরি মহান আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা, আজ আমি আপনাদেরকে উপহার দিতে নিয়ে এসেছি জালসহ একটি মা মাকড়সার রেনডম ফটোগ্রাফি
মাকড়সা এক ধরনের ছোট্ট প্রাণী। যাহা শয্যা সাগর মাকড়সা নামে সারা বিশ্বে পরিচিত। যতদূর জানা যায় এসব মাকড়সার আদি নিবাস উত্তর আমেরিকা। উত্তর আমেরিকায় এগুলোর নাম অরব- ওয়েবার মাকড়সা বলে জানা যায়। মাকড়সার বৈজ্ঞানিক নাম- Araneus Cavaticus ।
সাধারণত সকল মাকড়সা নিজস্ব সুতা দিয়া বাসা তৈরি করে থাকেন। যাকে আমরা মাকড়সার জাল বলে জানি। মাকড়সা বসবাস করার জন্য এবং শিকার ধরার জন্য এসব জাল তৈরি করে থাকে। মাকড়সার জাল অতি সুক্ষ সুতায় তৈরি। এ সুতোগুলো তারা নিজেরাই নিজের শরীরে সহজে তৈরি করতে পারেন। তারা মনে করলে, যেদিকেই যাবেন সেদিকেই সুতা ছেড়ে দিয়া সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এসব সুতা অতি সূক্ষ্ম হলেও তাদের কাছে অনেকটি কাজের এবং জীবন পরিচালনার হাতিয়ার। পৃথিবীতে অনেক জাতের মাকড়সার কথা জানতে পারি। তার মধ্যে ১৫-২০ টি মাকড়সা আমাদের দেশে দেখতে পাই। যেগুলোর সাথে আমরা সব সময় পরিচিত। কোনটি ছোট, কোনোটি ক্ষুদ্র, কোনোটি মাঝারি, কোনোটি বড়। এভাবে অনেকগুলোর সাথেই আমাদের নিত্য পরিচয় হতে থাকে। যতদূর জানা যায়, একটি মাকড়সা অতি ক্ষুদ্র থেকে ১ ইঞ্চি পর্যন্ত তার দেহ গঠন করতে পারে। এর মধ্যে কোন কোন মাকড়সা কালো, কোন কোন গুলো হলুদ, কোন কোন গুলো বাঘচক্কর, কোনগুলো আবার কাঠ রঙের। তবে রং ও আকার যাই হোক না কেন? সবাই নিজের সুতা দিয়া জাল বুনে বসবাস করে এবং সেখানেই তাদের বংশবিস্তার করে।
মাকড়সার জালে অন্যান্য ছোট প্রাণীগুলো সহজেই আটকে যায়। তারমধ্যে মশা, মাছি, উল্লেখযোগ্য। কখনো কখনো দেখা যায় মাকড়সা জাল তৈরি করে, সেখান থেকে অন্যত্র চলে গেছে। এখানেও মশা মাছি আটকা পড়ে। সেখান থেকে মশা মাছি ছুটে যেতে না পারলে, সেখানেই না খেয়ে শুকিয়ে মরে থাকে। আর যে জালগুলোতে মাকড়সা থাকে, সেগুলোতে কোন মশা, মাছি, কিংবা প্রজাপতি, ফড়িং, ইত্যাদি আটকা পড়লে, তা মাকড়সারা সহজেই খেয়ে ফেলে। মাকড়সা তার জালে না আটকা পর্যন্ত কোন প্রাণীকে খেতে দেখা যায় না। এভাবেই চলে মাকড়সার জীবন সংসার।
It is around 8:20 pm. The evening has not yet dawned.
Dinner has not yet been arranged. Some light snacks have been eaten in the evening. So dinner arrangements have been made. Everyone will eat rice. But I will not eat rice at night. I will have to prepare a separate meal for me. I have not yet fully decided what to eat for me. Finally, the decision has been made. I will be given two rotis. With thought, with the decision, the roti will be made, it has become final. Now it is the turn to make roti. A few rotis have been made at home. Now the rotis have to be fried. Which is called baking roti in pure language. The arrangements are complete. To fry the roti, an oven has to be lit outside. Arrangements are being made to light the oven. An electric bulb has been pulled from inside the house to be lit outside. It is no longer possible to work in the dark, hence this arrangement. The responsibility of lighting the light was on me. I lit the bulb through the window on the kitchen. While lighting it, I noticed a beautiful spider web next to it. Inside it, in the middle, there is a small spider sitting. There is no movement. Since the web seemed beautiful to me at that time, I also went to the kitchen with my mobile phone. The purpose was to take a picture of the spider with the web.
রাত প্রায় ৮: ২০ মিনিট। এখনো সন্ধ্যার রেশ কাটেনি।
রাতের খাবার দাবার এখনো করা হয়নি। সন্ধ্যায় কিছু হালকা পাতলা খাওয়া হয়েছে। তাই রাতের খাবারের আয়োজন। সবাই ভাত খাবে। কিন্তু আমি রাতে ভাত খাব না। আমার জন্য আলাদা খাবার তৈরি করতে হবে। আমার জন্য কি খাবার হবে তা নিয়ে এখনো পুরা সিদ্ধান্ত হয়নি। অবশেষে সিদ্ধান্ত হল। আমাকে দুইটা রুটি তৈরি করে দেওয়া হবে। ভাবনার সাথে, সিদ্ধান্তের সাথে রুটি তৈরি হবে, তা চূড়ান্ত হয়ে গেল। এবার রুটি তৈরির পালা। ঘরে বসেই কয়েকটি রুটি তৈরি করে নেওয়া হল। এখন রুটিগুলো ভাজতে হবে। যাকে শুদ্ধ ভাষায় বলা হয় রুটি সেঁকে নেওয়া হবে। পুরাই আয়োজন। রুটি ভাজতে বাইরে চুলা ধরাতে হবে। চুলা ধরার আয়োজন চলছে। ঘরের ভিতর থেকে একটি বৈদ্যুতিক বাল্ব বাইরে জ্বালানোর জন্য টেনে দেওয়া হল। অন্ধকারে তো আর কাজ করা সম্ভব নয়, তাই এ ব্যবস্থা। আলো জ্বালানোর দায়িত্বটা ছিল আমার উপর। আমি জানালার ভিতর দিয়ে বাল্বটি রান্নাঘরের উপর জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার সময় সেখানে খেয়াল করলাম, পাশেই একটি সুন্দর মাকড়সার জাল। তার ভিতরে অর্থাৎ মাঝখানে একটি ছোট্ট মাকড়সা বসে আছে। কোন প্রকার নড়াচড়া নেই। জালটি আমার কাছে সে সময় সুন্দর মনে হওয়ায়, মোবাইল ফোনটি নিয়ে আমিও রান্না ঘরে চলে গেলাম। উদ্দেশ্য জাল সহ মাকড়সার ছবি ধারণ করা।
This time trying to capture a picture of a spider with a web on my mobile phone. Due to the high brightness of the electric bulb, the spider with the web appeared completely white on the camera screen. No image was visible. Even after looking at the mobile phone camera from side to side, it was not possible to bring a clear image on the screen. I thought, I will capture some images as soon as I recorded the video. Now I turned on the mobile phone light and started recording the video. At the same time, I tried to capture images by clicking the shutter frequently. I took many photographs along with videography for about a minute.
এবার মোবাইল ফোনে জাল সহ মাকড়সার ছবি ধারণের চেষ্টা। বৈদ্যুতিক বাল্বের অধিক উজ্জ্বলতার কারণে ক্যামেরার স্ক্রিনে জাল সহ মাকড়সাটি একেবারে সাদা দেখাচ্ছিল। কোন প্রকার ছবি দেখা যাচ্ছিল না। মোবাইল ফোনের ক্যামেরাটি এদিক ওদিক করে দেখেও কোন পরিষ্কার ছবি স্ক্রিনে আনা সম্ভব হইতেছিল না। ভাবলাম, ভিডিও করার সাথে সাথে কিছু ছবি ধারণ করে নিব। এবার মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে ভিডিও ধারণ করা শুরু করলাম। পাশাপাশি ঘনঘন সাটারে ক্লিক করে ছবি ধারণের চেষ্টা করলাম। প্রায় মিনিটখানেক ভিডিওগ্রাফির সাথে অনেকগুলো ফটোগ্রাফি করে ফেললাম।
Friends, I have now presented to you the photographs of a spider with its web from that day in the form of a post as a gift.
I hope you like it. Enjoy.
বন্ধুরা, সেদিনের সেই জালসহ একটি মাকড়সার ফটোগ্রাফি গুলো এখন আমি উপহার হিসেবে আপনাদের সামনে পোস্ট আকারে উপস্থাপন ককরলাম।
আশা করি ভালো লাগবে। উপভোগ করুন
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |