কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটি বাংলা গান নিয়ে হাজির হলাম। গানটি অনেক সুন্দর একটি গান যেটা বর্তমান সময়ে কম বেশি সব বয়সের মানুষের কাছে অনেক প্রিয়।
তাই আজ একটু চেষ্টা করলাম গানটি গাওয়ার, যেহেতু গানটি মিউজিকের তালে তালে গাওয়া হয়েছে তার জন্য অনেকখানি ভালো লাগছে শুনতে। আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আসলে বর্তমান সময়ে আমি যেভাবে দিন পার করছি খুব একটা বিষয় সময় পাইনা গান গাওয়ার তাই তো চাইতেও আপনাদের মাঝে অনেকদিন যাবত কোন গান শেয়ার করতে পারেনি। তাই যখন সময় পেলাম ভাবলাম একটা গান গেয়ে দেখি অনেকদিন তো গাওয়া হয়নি কেমন হবে জানিনা তবে গাওয়া শেষে দেখলাম বেশ মোটামুটি ভালোই হয়েছে।
তাই গানটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে গানটি একটি ভালোবাসার গান যারা প্রেমে আবদ্ধ রয়েছে তারাই এই গানের মর্ম বুঝবে। আমার তো ভাই বিয়ে হয়ে গেছে ছেলে মেয়েও আছে তারপরও এ ধরনের গান অনেক বেশি ভালো লাগে। আরে বয়স বেশি হয়েছে মন তো আর বুড়ো হয়নি তাই না।
যাক বন্ধুরা গানটি শুনুন, ভালো লাগলে অবশ্যই আপনার আপনাদের মতামত শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
- গানের নাম :- ও প্রিয়তমা
- কণ্ঠশিল:- বালাম & কোনাল
- গেয়েছি আমি:- @mamun123456
গানের কথা
যতো কথা রাখা ছিলো এ~ই বুকে জমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা
আমার আকাশ নীলে তুমি- যে নীলিমা
আমার আকাশ নীলে তুমি- যে নীলিমা-
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা
ও প্রিয়তমা.. ও প্রিয়তমা..
ও প্রিয়তমা.. আমার প্রিয়তমা..
যতনে তোমাকে রেখে, এই মনে লুকিয়ে~
ভালোবেসে বেসে যাবো, সব পথ পেরিয়ে
যতনে তোমাকে রেখে, এই মনে লুকিয়ে~
ভালোবেসে বেসে যাবো সব পথ পেরিয়ে
মনেরি উঠনে ভেসে যাবে~ পূর্ণিমা
মনেরি উঠনে ভেসে যাবে~ পূর্ণিমা-
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে~
অভিমানে আবদারে, মায়া দিও ছড়িয়ে
চিরদিন পাশে থেকো সুখে দুখে জড়িয়ে~
অভিমানে আবদারে, মায়া দিও ছড়িয়ে
তুমি তুমি তুমি শুধু তোমা-রই উপমা-
তুমি তুমি তুমি শুধু তোমা-রই উপমা-
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা
💃যতো কথা রাখা ছিলো এ~ই বুকে জমা
🕺যতো কথা রাখা ছিলো এ~ই বুকে জমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা~
তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা
ও প্রিয়তমা.. ও প্রিয়তমা..
💃আমি প্রিয়তমা~ তোমার প্রিয়তমা-
🕺ও প্রিয়তমা.. ও প্রিয়তমা..
ও প্রিয়তমা~ আমার প্রিয়তমা..
যাই বন্ধুরা গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভাল লাগলে অবশ্যই আপনারা জানাবেন, আর তাহলে পরবর্তীতে আমি এই ধরনের গান আরো আপনাদের মাঝে উপস্থাপ করব। ধন্যবাদ সকলকে আমার গানের এই ভিডিওটি দেখার জন্য।