বাসায় kfc ভেজে খাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা

in blurt-192372 •  last month 

কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বরাবরের মতো। আজকে আপনাদের মাঝে কোন কবিতা কিংবা কোন মোটিভেশনাল মূলক কথা শেয়ার করবে না আজকে অনেক সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ছোট্ট এই পোস্টটি সাজিয়েছি।

IMG_20240831_190230.jpg

IMG_20240901_122543.jpg

আশা করি আপনাদের ভালো লাগবে, আমার কাছ থেকে এমন পোস্ট দেখে। সাধারণত আমি খুব একটা বাইরে ঘুরতে যায় না, আর বাহিরে তেমন একটা বের হওয়া পড়ে না। জানেন তো প্রবাসে থাকা অতটা সহজ নয়, বাইরে যাওয়া মানেই শুধু খরচ আর খরচ। সত্যি কথা বলতে একটু খরচ বাঁচানোর জন্য আমি খুবই কম বাহিরে বের হই। তবে যখন বাইরে যাই অনেক খরচ হয়ে যায়, যেটা বলে বোঝাতে পারবো না।

ঠিক তেমনটাই আজকে হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন গত একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস ছিল, যার কারণে আমাদের দুইদিন ছুটি ছিল। তো ভাবলাম এই দুইদিন বসে বসে আর কি করব যা একটু বাইরে ঘুরে আসি।

তাই আমার বড় ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাহিরের উদ্দেশ্যে আর বাহিরে কোথায় যাব এটা ভাবতে ভাবতে সামনে একটা বড় শপিং মল দেখতে পেলাম। ভাবলাম এখানে যাই, তাই ভাইয়াকে বললাম ভাইয়া চলো এই মলের ভেতর থেকে একটু ঘুরে আসি। যখন আমরা সেই শপিংমলে ঢুকলাম তখন ভেতরের অংশ দেখে এতটা ভালো লাগছিল চারিদিকে লাইটিং আর বিভিন্ন পণ্য সাজিয়ে রাখা হয়েছে এর মধ্যেও অনেক ধরনের খাদ্য খাবারের হোটেলও আছে যেটা সাধারণত বাইরে দেখা যায় না।

IMG_20240831_190233.jpg

IMG_20240901_122549.jpg

খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে একটা কেএফসি'র হোটেল দেখতে পেলাম। আর আমি সাধারণত এটি খেতে অনেক বেশি পছন্দ করি তাই ভাইয়াকে বললাম আপনি কি খাবেন তখন আমাকে বলল হ্যাঁ তুমি খেলে আমি অবশ্যই খাব।

তাই আমরা দুই ভাই মিলে এক প্লেট কেএফসি অর্ডার করলাম, যাতে দুইটি চিকেন এবং কোকাকোলা ও সাথে কেএফসির আরো খাদ্য খাবার দেওয়া হল। খেয়ে খুব ভালোই লাগলো কিন্তু পকেটের টাকা অনেক খানি খরচও হল। ভাইয়াকে বললাম ভাইয়া বেশ তো খরচ হয়ে গিয়েছে চল একটু ছোটখাটো কেনাকাটা করে রুমের উদ্দেশ্যে রওনা দেই।

তাই কেনাকাটার জন্য যেখানে সবজি বা অন্যান্য বিভিন্ন পণ্য পাওয়া যায় সেই অংশে ঢুকলাম। ঢুকে বেশ কিছু ছোটখাটো পণ্য কিনলাম আর কিনতে কিনতে হঠাৎ করেই ফ্রিজের ভেতরে কেএফসি প্যাকেট দেখতে পেলাম, ভাইয়াকে বললাম দোকান থেকে দুই পিস খেয়ে তো মন ভরলো না এক প্যাকেট নিয়ে নেই বাসায় গিয়ে নিজেরাই ভেজে খাব।

IMG_20240901_122607.jpg

IMG_20240901_122601.jpg

IMG_20240901_122553.jpg

তাই এক প্যাকেট কেএফসি প্যাকেট নিয়ে নিলাম আর বাসায় এসে আমরা সেটা নিজেরাই ভেজে খেলাম, যেটার মজা অন্যরকম। তবে হোটেলের মজা আর রুমের মজা তো একটু আলাদা হবেই এটা স্বাভাবিক। তবে যথাযথভাবে দোকান থেকে একটি সোর্সের বোতল নিয়ে আসলাম কারণ সোর্স ছাড়া কেএফসি খেতে মোটেও ভালো লাগে না।

তাই দুই ভাই মিলে খুব মজা করে আজকে এই কেএফসি ভাজাটা খেলাম আর ভাবলাম আপনাদের সাথে আমাদের সেই সুন্দর মুহূর্তটি শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা পোস্ট, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!