শুভ রাত্রি বন্ধুরা, কেমন আছেন সবাই, অবশ্যই আপনারা সবাই ভাল আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরো একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে, আজকে আমি আপনাদের মাঝে একটি ড্রয়িং শেয়ার করতে চলেছি। যে ড্রয়িংটি আমি নিজে হাতে বানিয়েছি, এবং সেটি কিভাবে বানিয়েছি একে একে আপনাদের মাঝে শেয়ার করব।
আজ যে ছবিটি আমি এঁকেছি, আশা করি আপনাদের সেই ছবিটি অনেক বেশি ভালো লাগবে। আমি একটি মেয়ের ছবি আঁকিয়েছি, এবং তার ড্রেসের ডিজাইন করেছি। আশা করি এই সুন্দর মুহূর্তটি আপনাদের কাছে বেশ পছন্দের হবে।
আমি যেভাবে আমার ড্রইংটি শুরু করেছি, তার কিছু বর্ণনা আমি একটু নিচে শেয়ার করলাম। আমি একটি সাধারণ খাতা ও একটি পেন্সিল নিলাম, এবং সাথে কিছু রং পেন্সিল নিয়েছি। আর এটা হল আমার আজকের ড্রয়িং অংকনের সরঞ্জাম। কিন্তু যখন এই সরঞ্জামগুলো আমার হাতে উঠে আসে, তখন তা থেকে জন্ম নেয় এক অনন্য সৃষ্টি। আমি আসলে প্রথমে বুঝে উঠতেই পারিনি আমি নিজে এত সুন্দর করে একটি ছবি আঁকতে পারবো। তাই শুরু করলাম আমার ছবি অংকন আর এখানে আমি আঁকি একটি চরিত্র, যার পোশাকের ছায়াপাতে লুকিয়ে আছে জীবনের নানা রং। প্রতিটি রেখায়, প্রতিটি ভাঁজে আমি খুঁজে পাই আমার নিজের অনুভূতির প্রতিচ্ছবি।
আমার ড্রয়িংটি শুধু একটি ছবি নয়, এটি আমার মনের কথা, কারণ কি জানেন সারাদিন অনেক কষ্টের পর কাজ থেকে যখন বাসায় ফিরে তখন আসলে এগুলো ভালো লাগেনা। তবে যখন আজকে ছবি অঙ্কন করতে বসলাম, তখন কেমন যেন মনটা শান্ত হয়ে গেল। যখন আমি এই ছবিটি আঁকাতে বসেছি, তখন আমি হারিয়ে যাই এক অজানা জগতে, যেন আমি নিজে থেকেই একটা ফিলিং পাচ্ছি। আমার আশেপাশে কোন শব্দ নেই, একেবারে নীরব। যেখানে আমার সাথে আছে রং এবং রেখা, যেগুলো মিলে তৈরি হয় এক অপূর্ব সম্মিলন। এই ড্রয়িংটি আমার কাছে শুধু একটি শিল্পকর্ম নয়, এটি আমার হৃদয়ের এক অংশ।
আমি বিশ্বাস করি, প্রতিটি শিল্পকর্মের মধ্যে রয়েছে শিল্পীর আত্মা। কারণ একজন শিল্পী যখন কোন কিছু বানায় সে চেষ্টা করে তার সর্বোচ্চটি দেওয়ার। আমার ড্রয়িংটি আমার আত্মার প্রকাশ, আমার অনুভূতির সাক্ষী। এটি আমার জীবনের এক অনন্য অংশ, আমার সৃজনশীলতার এক গুরুত্বপূর্ণ অংশ।
আমি আশা করি, যে কেউ আমার ড্রয়িংটি দেখবে, তারা অনুভব করবে এর মধ্যে নিহিত আবেগ এবং প্রেরণা। আমি চাই, আমার শিল্প অন্যদের মনেও ছুঁয়ে যাক, তাদের জীবনেও রং ছড়িয়ে দিক।
এখন আমি ধাপে ধাপে আমার এই শিল্পকলা এই ছবি অংকনের দৃশ্যগুলো তুলে ধরব।
আমি প্রথমে একটি সাদা কাগজ একটি পেন্সিল নিয়েছি, এবং তারপর আমি এখানে ছোট করে কিছু বিন্দু তৈরি করেছি। যেটা আমার এই ছবি অংকনের প্রথম অংশ হিসেবে কাজ করবে।
এখানে আমি মাঝখানে যে দাগটি দিয়েছিলাম, সেটা থেকে আমি দুটি রাউন্ড আকার দাগ উপরের দিকে উঠালাম, যেটা মূলত এই ছবির পোশাক এর প্রথম অংশ হিসেবে কাজ করবে।
আমি যে মেয়েটির ছবি আঁকার জন্য মনস্তব নিয়েছি, সেই মেয়েটির পুরো শরীরের অংশ বানানোর চেষ্টা করলাম, সাথে তার লম্বা একটি পোশাক বানালাম।
আমি যে মেয়েটির শরীর এবং পোশাক বানিয়েছি এই পোশাকের মাঝ বরাবার আমি একটু রং পেন্সিল দিয়ে রং করে নিলাম। যাতে পোশাকটি আরো বেশি ফুটে ওঠে এবং দেখতে ভালো লাগে।
অবশেষে আমার এই মেয়েটির শরীর এবং পোশাক বানানোর শেষ, এখন আমাকে একটু কালারিং করতে হবে। পুরো শরীর এবং পুরো ড্রেসটির তাইতো হালকা করে রং পেন্সিল দিয়ে একটু রং করে নিলাম।
অবশেষে তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি ছবি অঙ্কন, আর এই ছবি অংকনটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি, জানি খুব একটা বেশি ভালো হয়নি। অনেকেই মনে করতে পারে, তবে আমি চেষ্টা করেছি আমার নিজের বেস্ট দেওয়ার।
আশা করি বন্ধুরা আপনাদের আজকের আমার এই ছবি অংকন টি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
Telegram and Whatsapp
Telegram and Whatsapp