কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভাল আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে সুন্দর কয়েক লাইন কবিতা শেয়ার করতে। যে কবিতাটি বর্তমান সময়ের পরিবর্তন নিয়ে লেখা হয়েছে।
আমরা সবসময়ই পরিবর্তনের মধ্যে দিয়ে চলি। এটা আমাদের সকলকে মানতেই হবে কারণ পরিবর্তন ছাড়া জীবন কখনোই চলে না। আমরা সবাই জানি জীবন কখনো স্থির থাকে না, প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা ও সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবনও পরিবর্তিত হয়। এই পরিবর্তনগুলোই আমাদের নতুন উপলব্ধি ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যেটার সাথে খাপ খাইয়ে চলাটাই আমাদের জন্য মঙ্গল কর।
তাহলে বন্ধুরা চলুন আজকের ছোট্ট এই কবিতাখানি পড়া যাক। আমার মনে হয় আপনাদের কাছে ভালোই লাগবে।
|
---|
নতুনের আগমনে পরিবর্তনের সুর বাজে।
অবিরাম বদলে যায় সময়ের ধারা,
পথে পথে ফুটে ওঠে নতুনের তারা।
পরিবর্তনই জীবনের চিরন্তন সত্য,
নতুনের ছোঁয়ায় ভুলে যাই ,
জীবনের সকল ব্যথা।
প্রতিটি মুহূর্তে নতুন কিছুর আশা,
পরিবর্তনের রঙে রঙিন এই জীবনটা।
যা কিছু ছিল পুরনো, তা ফেলে রেখে,
নতুনের পথে পা বাড়াই একা একা।
এই জীবনের মানে নতুন নতুন ছন্দ,
পরিবর্তনই নিয়ে আসে জীবনের আনন্দ।
বন্ধুরা এখানেই ছোট্ট এই কবিতাটি শেষ করলাম তবে একটি কথার মনে রাখবেন,পরিবর্তন মানেই নতুন কিছুর জন্ম। যা কিছু পুরনো, তা ফেলে দিয়ে নতুনকে গ্রহণ করতে হয়। জীবনের এই চলমান পরিবর্তনই আমাদের প্রতিনিয়ত নতুনের সন্ধান দেয় এবং আনন্দময় করে তোলে। এই পরিবর্তনগুলোই আমাদের জীবনের রঙিন রূপ প্রকাশ করে।
যাই হোক বন্ধুরা ছোট্ট এই কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।