কেমন আছেন আমার বাংলা ব্লগের আমার সকল বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের এই কমিটির পক্ষ থেকে যে ফানি টোকেনটি ইতিমধ্যেই ট্রন ব্লকচেনে অ্যাড করা হয়েছে সে সম্পর্কে কিছু কথা শেয়ার করতে। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ভাল লাগবে।
আর এটা তো অবশ্যই সঠিক যে, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি বর্তমানে কতগুলো puss টোকেন আমার একাউন্টে হোল্ড করে রেখেছি। হ্যাঁ মোটামুটি ২৩ হাজারের মতো, আমি এই টোকেনটি কিনেছি। অবশ্যই কমিউনিটি মজার ছলে এই টোকেনটি তৈরি করেছে, তবে আমি মনে করি ভবিষ্যতে এটা ভালো কিছু আমাদেরকে প্রদান করবে।
আমি আসলে জানতামই না এটা কিভাবে কিনতে হবে, আর এর সম্পর্কে আমার তেমন কোন ধারণাই ছিল না। হ্যাঁ অবশ্য অনেকদিন যাবত অনলাইনে আছি বিভিন্ন ধরনের টোকেন কেনা বেচা আমি করে থাকি। তবে tronlink অ্যাপসে ও আমাদের স্টিমিট প্ল্যাটফর্মে আমার এই সর্বপ্রথম কোন টোকেন কিনে হোল্ড করে রাখা।
ধন্যবাদ জানাই আমি হাফিজুল্লাহ ভাইকে, যিনি আমাকে অবগত করেছিলেন এই টোকেন টি সম্পর্কে, তার পরামর্শ অনুযায়ী আমি মোটামুটি কিছু টোকেন কেনার চেষ্টা করেছি। আর এমন সময় আমি এই সংবাদটি শুনতে পেয়েছি যে সময় আমার হাতের অবস্থা বেশ খারাপ।
তাই আমি বাধ্য হয়েই আমার বাইনান্স একাউন্টে কিছু ডলার পড়েছিল ভাবলাম সেটা দিয়েই আমি puss টোকেনটি কিনে ফেলি। তাই প্রথমে আমি দশ হাজারের মতো টোকেন কিনি আমার tron অ্যাকাউন্টে, তারপর বেশ কিছুদিন যাওয়ার পর যখন আমার হাতে পুনরায় আবার কিছু টাকা আসলো ভাবলাম টাকাগুলো এভাবে ফাও ফেলে না রেখে কিছু টোকেন আরো কিনে রাখি।
তাই পরে আবার 12700 টোকেনের মতো আমি কিনলাম আর বর্তমানে আমার টোটাল ২২ হাজার ৭০০ টোকেন আমার একাউন্টে আছে। অবশ্যই আমি অনেক আশাবাদী কারণ আশা করা অনেক ভালো। আর আশাই সব কিছুর প্রধান উৎস। যদি আশাই না করি তাহলে আসার ফল কিভাবে পাবো তাই না।
যাইহোক পরবর্তীতে কি হয় সেটা কে জানে, অবশ্যই আমি মনে করি ভাল কিছু হবে, কারণ আমাদের এত সুন্দর একটা ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মেম্বার গুলো অনেক দক্ষ এবং পরিশ্রমী তাই আশা করি এটা একটা ভালো পজিশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
যেকোনো ভালো প্রজেক্ট অনেক সময় মজার ছলে তৈরি করা হয়, কিন্তু পরে সেটা সিরিয়াসলি অনেক ভালো কিছু প্রদান করে সেই আশাতেই আছি দেখা যাক কি হয়।
পরিশেষে আমি একটি কথা বলবো যারা এখনো পর্যন্ত এই puss টোকেনটি কিনেন নি, তারা এখনই কিনে নিন। আপনার ভবিষ্যৎ এবং পরবর্তী সময়ে একটা ভালো কিছু পেতে পারেন, আর পাওয়াটা স্বাভাবিক যেখানে দাদার মতো একজন পরিশ্রমী ব্যক্তি এই সুন্দর প্রজেক্ট এর হাল ধরে আছে সেটা ভালো হওয়ারই কথা।
যাইহোক বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর এই সংবাদটি শেয়ার করার ছিল, আশা করি আপনাদের ভাল লেগেছে, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ।
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা
VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy |
---|