কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়াতে এই প্রবাসে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে কয়েকটি ছবি শেয়ার করতে চলেছি, আর আজকের এই ছবিগুলো আমরা কয় ভাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে উঠানো হয়েছে।
আসলে জানেন তো প্রবাস জীবন কেমন, খুব একটা বেশি সময় হয়ে ওঠে না একটু নিজেকে সময় দেওয়ার মতো। তারপরও চেষ্টা করি যতটুকু সময় পাই সে সময় টুকু কিছুটা হলেও কাজে লাগানোর। তাইতো একটু ভাইদের সাথে ঘোরাঘুরি করতে বাইরে বেরিয়ে পড়লাম।
অনেকদিন হলো কোথাও যায় না, তাই আমার ছোট ভাইয়েরা আবদার করে বসলো ভাইয়া চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর আমার এক বড় ভাই আছে যিনি সবেমাত্র বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে এসেছে তারও অনেক ইচ্ছা সেও একটু বাইরে ঘুরে ঘুরে দেখবে। একটু ছবি উঠাবে, বাইরের মানুষজন দেখবে, তারা কেমন পরিবেশে চলাফেরা করে কেমন পরিবেশে থাকে।
তাই ভাবলাম তারা এত করে যখন বলছে তাহলে যাই না একটু ঘুরে আসি। তাও খুব একটা বেশি দূরে নয়, আমাদের প্রজেক্ট থেকে খুব সম্ভবত হাফ কিলোমিটার এর মতো হবে এমন একটা পার্ক রয়েছে যে পার্কের কিছু ছবি আমি আপনাদের মাঝে অনেক আগে শেয়ার করেছিলাম। সেই পার্কের অন্য এক অংশে যেখানে মানুষজন মূলত তাদের শান্ত সময়টি কাটানোর জন্য ঘোরাঘুরি করে সেখানে আমরা যাই।
সেখানে গিয়ে আমরা ভাইরা মিলে অনেক গুলো ছবি উঠালাম, আর সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে অনেকদিন পর আমরা চার ভাই একসাথে হয়েছি। তাই অনেক আনন্দ মনের ভিতর ছিল, যে আনন্দ অন্যসময় পাওয়া যায় না।
আসলে সবাই এই প্রবাসে এসেছি জীবিকার তাগিতে, কিছু টাকা ইনকাম করে পুনরায় আবার দেশে ফিরে যাব এমন চিন্তা ভাবনা নিয়ে এসেছি। তাই খুব একটা বেশি এক জায়গায় থাকা হয় না, একসাথে ভাইদের সাথে দেখা হয় না।
যখন হঠাৎ করে দেখা হয়ে গেল তাহলে সেই আনন্দময় মুহূর্তগুলো একটু স্মৃতি বন্দী করে রাখা ভালো। তাই অবশেষে আমরা ভাইয়েরা মিলে অনেকগুলো ছবি উঠালাম, আর ভাবলাম আমি আমার ভাইদের সাথে তোলা ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি।
যাই হোক বন্ধুরা সেই ছবিগুলোই একে একে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে। ছবিগুলো দেখে হয়তো মজা নিতে পারেন, কারণ ক্যামেরার বিভিন্ন থিম থাকা অবস্থায় ছবিগুলো উঠিয়েছি যেগুলো অনেক হাস্যকর ছিল।
তারপরও যদি আমাদের এই সুন্দর মুহূর্তটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
ছবিগুলো সম্পর্কে | ছোট্ট কিছু বর্ণনা |
---|---|
বিষয় | ভাইয়ের সাথে ছবি তোলার মুহূর্ত |
লোকেশন | মালয়েশিয়া নিলায় শহর |
ক্যামেরা | vivo y76 |
ছবি উঠেছি আমি | @mamun123456 |