আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আজকে চলে এসেছি আপনাদের মাঝে আমাদের জীবন সম্পর্কিত কিছু কথা শেয়ার করতে, আর আশা করি এই কথাগুলো আপনাদের বেশ ভালো লাগবে।কথাগুলো অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেকখানি মিল খাবে।
আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, কিছু হারিয়ে গেলে আমাদের যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় যদি আমাদের কাছের কেউ বদলে যায়। কথাটার অর্থ হল আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, কিন্তু আমরা আমাদের মনটাকে একটু সান্ত্বনা দিয়ে বলি, হারিয়ে গিয়েছে তো কি করার আমি তো আর ইচ্ছা করে হারাইনি তাই না, এমনভাবে আমরা সেই হারানো জিনিসটা কিছুটা ধামাচাপা দেই। কিন্তু যদি আমাদের কাছের কেউ হঠাৎ করেই এমন কিছু করে বসে, যেটা তার থেকে কখনোই আশা করিনি। তার থেকে দুঃখজনক আর কিছু হয় না।
যেমন আমি একটা গল্প শেয়ার করি, যে গল্পটি আমার জীবনেরই। যেটা আমার সাথেই ঘটেছে, যেটা আমি আসলে কখনোই ভুলবো না, কারণ আমার সাথে এমন বেইমানি করাটা একেবারেই উচিত হয়নি।
আমাদের গ্রাম্য এলাকায় প্রতিবছর একটা মেলা বসে, আর সেই মেলায় হাজার হাজার মানুষের আনাগোনা হয়। কিন্তু আমার এলাকায় হওয়ার সত্বেও আমি কখনোই সেই মেলায় যায়নি, কারণ আব্বু আম্মু মানা করত যে ওখানে যেও না ওখানে গেলে যে কোন কিছু হয়ে যেতে পারে। তাই আমি আর যেতাম না ভয়ে, কিন্তু যখন আস্তে আস্তে আমি বড় হতে থাকলাম আমার বন্ধুবান্ধব হতে থাকলো। তখন একদিন হঠাৎ করে আমার কিছু বন্ধু আমাকে বলল চলো মেলা থেকে ঘুরে আসি।
কিন্তু আমি মোটেও যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমি বারবার বলছিলাম দেখো আমি যদি ওই মেলায় যাই তাহলে আমার বাড়ি থেকে অনেক প্রেসার পড়বে। আমার অনেক কথা শুনতে হবে, তারপরও অনেক কষ্টে আম্মুকে বুঝিয়ে আমি সেই মেলায় গিয়ে পৌঁছালাম।
মেলায় গিয়ে তো অনেক আনন্দ করছিলাম, চারিদিকে নিত্যনতুন অনেক কিছু দেখছিলাম অনেক ধরনের খেলা বসেছে, নাচের অনুষ্ঠান বসেছে, গানের অনুষ্ঠান বসেছে, সার্কেস আছে, এগুলো দেখে আমি অনেক আনন্দ পাচ্ছিলাম। কারণ আমি এমনটাই এর আগে কখনোই দেখিনি, আর এই প্রথম দেখা, যার জন্য অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু দুঃখটা লাগছিল তখন যখন আমি আমার হাতের মোবাইলটি হারিয়ে ফেলি, তখন আমি আমার সেই বন্ধুদেরকে বলি যে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে।
কিন্তু আমার যে সকল বন্ধুরা আসলে আমার সাথে গিয়েছিল দুইজন বাদে আর কেউই আমার কথা খুব একটা গুরুত্ব সহকারে শুনছিল না। তারা তাদের মত মজাই মেতে ছিল, কিন্তু আমি এটা দেখে অনেকখানি হতভম্ব হয়ে পড়লাম, আসলে তাদেরকে আমি সবচেয়ে বেশি আপন মনে করতাম আর আমার বিপদের সময় তারা এমনভাবে চোখ পাল্টি মারল। আমি তাদেরকে বলা শর্তেও তারা আমার কষ্টের কথা একবারও অনুভব করতে পারল না।
ঠিক এমনটাই বন্ধুরা আসলে যদি আমাদের কাছের কেউ এমন ভাবে বদলে যায়, যেটা তার কাছ থেকে কখনোই আমরা আশা করিনি। তাহলে তার চেয়ে বেশি কষ্ট আর কিছু হতে পারে না, আমাদের এই জীবনে।
যাক বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প শেয়ার করলাম, এবং কিছু কথা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ।
Telegram and Whatsapp