আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, কেমন আছেন সবাই। অবশ্যই আপনারা ভালো আছেন, আর আপনাদের মনটাকে আরও একটু ভালো করার জন্য আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর গান নিয়ে।
আমি এখন থেকে ভেবেছি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে এমন একটি গান শেয়ার করব। যেটা আপনাদের মনটাকে আরও একটু ভালো করবে, আপনাদেরকে মনে করিয়ে দেবে আমাদের ভাগ্যটা কেমন। আমাদের ভাগ্য কেমন যাদুকরী খেলা খেলে এই ছোট্ট জীবনটাকে নিয়ে।
আজকে আমি আপনাদের মাঝে যে গানটি শেয়ার করছি সত্যিই অনেক কষ্টের একটা গান, আর এই গানটি আমার অনেক পছন্দের। সেই ছোটকাল থেকে এই গানটি আমি বহুবার শুনেছি, তাই তো ভাবলাম আপনাদের মাঝে এই গানটি শেয়ার করি।তাই যেমন পারি তেমনভাবেই গানটি উপস্থাপন করার চেষ্টা করেছি।
আমার মনে হয় আপনাদের কাছে বেশ ভালো লাগবে, আসলে আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় এমন কাছের মানুষ আমাদের থেকে দূরে চলে যায়, যাকে আসলে কখনোই আমাদের থেকে চলে যাওয়া উচিত ছিল না। তাই আমরা অযথাই ভাগ্যটাকে দোষারোপ করি, কিন্তু আমাদের এই ভাগ্যটা আগে থেকেই লেখা হয়েছে, আমরা এটা অনেকেই মানতে চায় না।
তাইতো গানের লেখক খুব সুন্দর ভাবে এই গানটি সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, দৈনন্দিন জীবনের কষ্টটাকে নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কণ্ঠ থেকে এই গানের কভারটি।
গানটি যদি ভালো লাগে অবশ্য আপনাদের মতামত জানাবেন, সাথে আমি ইউটিউবের ভিডিও লিংক আপনাদের মাঝে শেয়ার করেছি, যেখানে আমি এই গানটি উপস্থাপন করেছি। অবশ্যই আপনারা সেখানেও আমাকে ভালোবাসা প্রদান করবেন।
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
===================
আমি তীলে তীলে গড়েছিলাম
তীলে তীলে গড়েছিলাম
সাজানো বাগান
মমতারই ফুল ফুঠিয়ে
গাইতো পাখি গান
সেই সুখ পাখি আজ গেল ছেড়ে
সুখ পাখি আজ গেল ছেড়ে
বুকেরি পিঞ্জর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
===================
কত সোনাদানা ভরে দিল
সোনাদানা ভরে দিল
দুহাতে আমার
নিয়ে গেল তার বদলে
কোনসে মণিহার
হায় কেঁন্দেও সুখ পাবেকি আর
কেঁন্দেও সুখ পাবেকি আর
আমারই অন্তরবড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
ওসে এক পলকে শূণ্য করে
এক পলকে শূণ্য করে
দিল স্বাধের ঘর
বড় নিঠুর যাদুকর
ও বড় নিঠুর যাদুকর
আমার ভাগ্য বড় আজব যাদুকর
ও আমার ভাগ্য বড় আজব যাদুকর
গানটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গানের অরিজিনাল শিল্পী এন্ড্রু কিশোর ছায়াছবি সন্তান যখন শত্রু কভার করেছে @mamun123456 youtube এর অরজিনাল ভিডিও আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম
নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।
Telegram and Whatsapp