আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই।আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আপনাদের মাঝে আজকে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করতে চলেছি। আশা করি ছোট্ট এই কবিতাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
বসে বসে ভাবছিলাম আজকে কি নিয়ে লিখব, মাথায় অনেক চিন্তা। এমন এক সময় যে সময়টা আমার হাত একেবারেই ফাঁকা, নিরাশার এই সময়ে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই তো বসে বসে ভাবলাম চিন্তা নিয়েই একটি অনু কবিতা লেখা যাক। তাই আপনাদের মাঝে চিন্তা নিয়ে দুটি অনু কবিতা শেয়ার করলাম।
আমাদের জীবনটা কতই না সুন্দর, আমরা চাইলে আমাদের জীবনটাকে আরো বেশি সুন্দর করতে পারি । এই কবিতার মত কবিতার সুরে সুরে যদি আমরা আমাদের জীবনটাকেও বয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনের তরী গুলো এভাবেই পার হয়ে যাবে অনায়াসে।
|
---|
স্বপ্নের সাথে মিশে যায় মেলা।
আশার আলোয় ভরে উঠে প্রাণ,
চিন্তার আকাশে উড়ে যায় গান।
|
---|
সেতো মানুষের মনের কথা বলে যায় ধরা।
অনুভূতির রঙে রাঙানো পৃথিবী,
মানুষের মনের মাঝে লুকানো সেই সব কথা।
|
---|
চিন্তার পাখি উড়ে যায় দূর।
আশা-নিরাশার মেলবন্ধনে,
মানুষের মন খুঁজে ফেরে সোনালী স্বপ্নে।
|
---|
যদি না থাকে মনের অন্তরে প্রেমের আগার।
সুখ-দুঃখের পালা যেন জীবনের এক খেলা,
মানুষের মন যেন এক অপার সম্ভার।
|
---|
চিন্তার উড়ানে মন মুক্তি পায়।
আশার আলোয় জীবন জ্বলে উঠে,
মানুষের মনের গভীরে সুখের সুতে।
যাহোক বন্ধুরা আশা করি আপনাদের এই কবিতা গুলো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে আমার ছোট্ট এই কবিতা গুলো পড়ার জন্য।
অনু কবিতা | সম্পর্কে কিছু কথা |
---|---|
বিষয় | অনু কবিতা |
লেখক | @mamun123456 |
স্থান | মালয়েশিয়া |