শুভ রাত্রি বন্ধুরা, কেমন আছেন সবাই। অবশ্যই আপনারা অনেক অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি।
আজকে আপনাদের মাঝে একটি গেমিং পোস্ট শেয়ার করতে চলেছি, সাথে ছোট্ট কয়েক মিনিটের একটা গেম প্লে শেয়ার করব। আসলে খুব একটা বেশি ভালো খেলা হয়েছে বলবো না, কারণ যে ভিডিও টুকু আমি করেছি সেই ভিডিও টুকু খুব একটা বেশি ভালো হয়নি। তারপরও গেম খেলাটি মোটামুটি পরবর্তীতে অনেক ভালো হয়েছে।
আপনাদের ভেতরে অনেকেরই জানা আছে আমি আসলে গেম খেলতে অনেক বেশি পছন্দ করি। তাই তো অনলাইন ভিত্তিক গেম পাবজি আমি এটি অনেকদিন ধরেই খেলি, আর মোটামুটি অংশে আমার ভালো একটা স্কিল তৈরি হয়ে গিয়েছে। কিন্তু অনেক সময় ইন্টারনেটের কারণে অনেক খারাপ খেলতে হয়।
যাই হোক আপনাদের মাঝে আজকের গেমপ্লের স্টোরি টি বলা যাক
সর্বপ্রথম আমি গেমটি ওপেন করি আমার মোবাইলে,এবং আমি বেশিরভাগ সময়ই রেনডম টিমের সাথে খেলতে বেশ পছন্দ করি। তেমন একটা ফ্রেন্ড সার্কেল আমার নেই, যে তাদেরকে ডেকে নিয়ে গেম খেলব। তাই বেশিরভাগ সময় একা একাই খেলা হয়।
আর ঠিক তেমনটা আজকে হয়েছে আজকেও আমি রেনডম টিম স্টার্ট দিয়েছিলাম, এবং দেখি আমার সাথে সবাই বাঙ্গালী পড়েছে। মোটামুটি ভালো লাগছিল কারণ নিজের দেশের মানুষ নিজের ভাষার মানুষ একসাথে খেলতে অনেক বেশি আনন্দ লাগে।
তাই সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা সর্বপ্রথম ইভেন্টে নামবো এবং ইভেন্টে নেমে যদি দুই একটা মারতে পারি এনিমি, তারপর মরলে না হয় আমরা একটা সেফ জায়গায় নামবো।
আর কথা অনুযায়ী আমাদের গন্তব্যটিও ঠিক তেমনটাই হলো, আমরা সবাই মিলে ইভেন্টে নামলাম। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ইভেন্টে নামার সাথে সাথেই আমরা সবাই মরে যাই, যদুবা আমি বন্দুক পেয়েছিলাম। কিন্তু কাউকে মারার সুযোগ হয়নি, তার আগেই এনিমি আমাকে মেরে দেয়, এবং আমার বাকি টিম মেম্বারদেরও মেরে দেয়।
তারপর আমরা ম্যাপের অনেক দূরবর্তী একটা এলাকায় অবতরণ করি, এবং সেখান থেকে টুকিটাকি লুট নেই, এবং লুট নিয়ে এনিমের খোঁজে বেরিয়ে পড়ি। কোথায় গেলে এনিমি পাওয়া যাবে, দুই একটা কিল করা যাবে।
ঘুরতে ঘুরতে আমরা ম্যাপের আরেকটি নতুন ইভেন্টে ঢুকে পড়ি। আর সেখানে গিয়েই এনিমির সাথে কঠিন মারামারি শুরু হয়ে যায়, একপর্যায়ে আমি দুজনকে মেরে দেই এবং এনিমের বাকি দুইজন আমাকে মেরে দেয়, এবং আমার একজন টিম মেট কেউ মেরে দেয়, এখন আমাদের রিকল নেওয়ার পালা।
যেহেতু ইভেন্টের ভেতরে আমরা একবার মরেছি, তাই আরো একবার সুযোগ পাবো গেমটি খেলার। অবশ্যই আমাদের একজন টিম মেট রিকোল সেন্টারে যাই এবং সেখানে গিয়ে আমাদেরকে পুনরায় ডাকে। তারপরে খেলার মজাটাই হয়েছে এক অন্যরকম, যেটা আসলে আমি আমার মোবাইল রেকর্ডিং বন্ধ করার পর খেলাটা অনেক ভালো হয়েছে।
অবশেষে পুরো ম্যাচটি আমরা অনেক সুন্দর এবং আনন্দময় মুহূর্ত কাটিয়েছি, এবং একটা ভালো খেলা উপহার দিতে পেরেছি সবাইকে। কিন্তু আমি যখন ভিডিও রেকর্ড করছিলাম তখন আসলে তেমনটা করতে পারিনি। কারণ রেকর্ড করার কারণে আমার মোবাইল অনেক বেশি হ্যাং করছিল।
যাক বন্ধুরা আপনাদের মাঝে আজকের গেমপ্লের একটা মুহূর্ত শেয়ার করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে, ভাল লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ।