বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি

in blurt-192372 •  4 months ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই।অবশ্য আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনই তো আপনাদের মাঝে নিত্য নতুন অনেক ধরনের পোস্ট শেয়ার করে এসেছি, তাই ভাবলাম আজকে একটু ভিন্ন আকারের পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি।

আমাদের মাঝে প্রত্যেককেই কমবেশি গান গাইতে ও গান শুনতে অনেক বেশি ভালোবাসে, আর আমি নিজেও গান গাইতে অনেক বেশি পছন্দ করি। যখনই সময় পাই গুনগুনিয়ে অনেক সময় আমি গান গেয়ে থাকি।

20240512_230126.jpg

তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি গান শেয়ার করি, যে গানটি আমাদের বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর গান। যে গানটি আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, এবং এই গানটি আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং সাংস্কৃতি নিয়ে লেখা। যে কণ্ঠশিল্পী এই গানটি গেয়েছে তিনিও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এই গানের ভেতরে আমাদের বাংলাদেশের সৌন্দর্যকে।

তাই ভাবলাম একটু চেষ্টা করি দেখি গানটা কেমন হয়। আপনাদের মাঝে অডিও আকারে আমি এই গানটি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভাল লাগবে।

আজকে গান সম্পর্কেছোট্ট কিছু বিস্তারিত
আমার গানের নামআমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি।
গানের অরিজিনাল শিল্পীমামুন
কভার করেছি আমি নিজে@mamun123456
সম্পূর্ণ গানের এই ভিডিওটি এডিট করেছিinshot app দিয়ে

গানটি ইউটিউবে শেয়ার করেছি |

গানটির লিরিক্স আপনাদের মাঝে শেয়ার করলাম

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের সুর শুনিয়া...
আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
জন্ম আমার ধন্য মাগো...
জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি

বন্ধুরা আশা করি আমার গাওয়া ছোট্ট এই প্রচেষ্টার আপনাদের ভালো লাগবে। যদি আমার কন্ঠে গানটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। খারাপ ভালো দুটোই আপনাদের কাছ থেকে আমি মন্তব্য আশা করছি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc-1.png

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই।

শিল্পী মামুনের গাওয়া গানটির ভিডিও এখানে শেয়ার করছি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!