আমার বাংলা ব্লকের সকল বন্ধুরা কেমন আছেন। অবশ্যই আপনারা ভালো আছেন, আর আপনাদের মনটাকে আরো একটু ভালো করার জন্য আজকে নিয়ে আসলাম একটি নতুন গানের ভিডিও।
বন্ধুরা আজকের গানটি আমি আপনাদের সাথে ভিডিও আকারে গাইতে চলেছি। যেখানে আপনারা আমাকে দেখতে পাবেন, চেষ্টা করেছি মিউজিকের তালে তালে গানটি শেয়ার করার। জানিনা কতটুকু ভালো হয়েছে, তবে নিজের থেকে যথাসম্ভব চেষ্টা করেছি।
এই গানটি মিউজিকের তালে তালে গিয়েছি, আর এই মিউজিকটি নিয়েছি একটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে। যেখানে আপনি সকল ধরনের গান গাইতে পারবেন মিউজিকের সাথে, নাম স্টার মেকার, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনারাও এই অ্যাপস এর মাধ্যমে যেকোনো ধরনের গান মিউজিকের তালে তালে গাইতে পারবেন।
তাইতো আমিও একটু চেষ্টা করলাম এই অ্যাপস ব্যবহার করে সুন্দর এই বাংলা গানটি গাওয়ার। যে গানটি অনেক পুরাতন একটি গান। এবং মানুষের কাছে অনেক পছন্দের। এই গানটি আমার কাছে অনেক পছন্দের, যেটা আপনারা বুঝতে পারবেন আমার গান গাওয়ার ধরন দেখলে।
যাই হোক বন্ধুরা গানের ভিডিওটি ইনজয় করুন, ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন।
গানটি সম্পর্কে কিছু কথা |
---|
- কণ্ঠশিল্পী-সুবীর নন্দী
- কভার করেছে -@mamun123456
গানের ভিডিও:-
|
---|
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন-
আশা করি বন্ধুরা আপনাদের কাছে বেশ ভাল লেগেছে, এবং আপনাদের সময়টাও অনেক ভালো কেটেছে। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী এরকম অন্য কোন এক পোস্টে। যেখানে হয়তো আমি গান, কিংবা কবিতা শেয়ার করব, আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।