আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভাল আছি। আজ চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং আশা করি আজকের বিষয়টিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে
তবে বন্ধুরা আজকে আমি আমার নিজের বিষয় সম্পর্কে কিছুটা কথা বলব, আসলে নিজের সমস্যা নিজের সুবিধা এ সকল বিষয় নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা পোস্ট লিখব। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না, তাই আজকে যখন একটু সময় পেয়েছি ভাবলাম নিজে সম্পর্কেই কিছু একটা লেখা যাক।
আপনারা হয়তো অনেকেই জানেন আমি একজন প্রবাসী শ্রমিক, এই প্রবাসের মাটিতে দিনরাত পরিশ্রম করি কাদের জন্য? অবশ্যই আমার পরিবারের জন্য, আমার বাচ্চাকাচ্চার জন্য, আমার মা-বাবার জন্য তাই না? কিন্তু দুঃখের বিষয় হলো এত পরিশ্রম এত কষ্ট করেও তাদের কাছে আমি কখনোই ভালো হতে পারলাম না, কখনোই তাদের কাছে আমি সম্মানের পাত্র হতে পারলাম না। যতই করি না কেন তাদের যেন আরও বেশি লাগে।
একটা কথায় আছে না সমস্যা কখনো কারো পিছু ছাড়ে না, আপনি হয়তো মনে করছেন সমস্যা মনে হয় এবার শেষ হল। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার ওই সমস্যা শেষ হতে না হতে আরো নতুন নতুন অনেক সমস্যা আপনার সামনে চলে আসবে। ঠিক তেমনটা আমার ক্ষেত্রেও ঘটে সব সময়।
যতই মনে করি এইবার মনে হয় সেস, এইবার মনে হয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। ততই বিভিন্ন ধরনের ঝামেলা চলে আসে, জীবনটা কি এভাবেই চলে যাবে। সারা জীবন কি এভাবেই গাধার মতো খেটে যেতে হবে।
জানিনা এই কষ্টের শেষ কোথায় কবে,কবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। তারপরও সবার মুখের দিকে চেয়ে মুখ বুজে শত কষ্ট শত বেদনা এভাবেই চাপা দিয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে চলেছি। বিশ্বাস করি একদিন হয়তো সেই স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতে পারবো, সেই সুখের আনন্দময় মুহূর্ত আমি দেখতে পারব।
যাদের মুখে এখন আমি হাসি ফোটাতে পারছি না, হয়তো সেদিন আমি তাদের মুখে হাসি ফোটাতে পারবো। তাদের চাহিদা অনুযায়ী সবকিছু দিতে পারব, তখন তারা আমাকে আপন করে নেবে, তখন তারা আমাকে সম্মান করবে।
যাইহোক বন্ধুরা সবাই ভাল থাকবেন, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম নিজের মনের ব্যথা নিজের কষ্ট সম্পর্কে। ধন্যবাদ সকলকে আমার ছোট্ট এ পোস্টটি পড়ার জন্য।
Telegram and Whatsapp