কি আমার সাথে কেউ গাইবেন নাকি গান। কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটি মজাদার মুহূর্ত নিয়ে। আর আজকে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আরও একটি বাংলা গান।
যে গানটি আমার মনে হয় কমবেশি সবার কাছেই অনেক বেশি প্রিয়, এবং অনেক পছন্দের আমার নিজের কাছেও অনেক পছন্দের একটি গান। তাইতো চেষ্টা করেছিলাম গানটি একটু গাওয়ার মিউজিকের তালে তালে গাওয়ার। জানিনা কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি কিছুটা হলেও মিলানোর।
আসলে যিনি অরজিনাল শিল্পী তার মত তো আর গাইতে পারবো না। নিজের মত করে গিয়েছি, ভুল ত্রুটি যা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমার মনে হয় আপনাদের কাছে বেশ ভালই লাগবে একেবারে খারাপ হয়নি।
আর আমার বন্ধুদের মধ্যে এমন যদি কেউ থাকে যারা এই অ্যাপসটি ব্যবহার করে, তারা চাইলে আমার সাথে ডুয়েট করতে পারেন। আমার সাথে গান ভাগাভাগি করতে পারেন, আমি চেষ্টা করব তাদের দেওয়া গান আমি যথাযথভাবে গাওয়ার।
আমার অনেক বন্ধুরা আছে অনেক আপুরা আছে যারা অনেক বেশি গান পছন্দ করে। যদি আপনাদের পছন্দের কিছু গানের কথা আমাকে বলতেন তাহলে একটু চেষ্টা করতাম গানগুলো গাইতে পারি কিনা। তাই আপনাদের মনে যদি এমন কোন পছন্দের গান থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
যাই হোক বন্ধুরা গানটি উপভোগ করুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন গানটি শেয়ার করা যাক।
গানের শিল্পী :- ফজলুর রহমান বাবু
কভার করেছি আমি :- @mamun123456
গানের কথা |
---|
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি
ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের বেলা.
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা...
ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের বেলা.
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা...
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ডেউরে...
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি
চৈত্র মাসের মাটির
বুকে লাগে দারুন খরা...
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা
চৈত্র মাসের মাটির
বুকে লাগে দারুন খরা...
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা
সব কথা কি যাইরে বলা...
আমি ভালো নাইরে...।
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জালারে
বাড়ির পাশে মধুমতি
বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটি গান উপস্থাপন করলাম, সাথে গানের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে, ভাল লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে। আমার আজকের সুন্দর আনন্দময় মুহূর্তটা আপনারা উপভোগ করার জন্য।