প্রকৃতির মাঝে কিছুক্ষণ

in blurt-192372 •  4 months ago 

আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, কেমন আছেন সবাই। অবশ্যই আপনারা ভালো আছেন,আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে কিছু সুন্দর ছবি শেয়ার করতে চলেছি, আর যে ছবিগুলো আমি শেয়ার করব সেগুলো আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সৌন্দর্য, যেটা সবার কাছেই অনেক পছন্দের হবে।

IMG_20240503_185314.jpg

IMG_20240503_185258.jpg

আসলে এ প্রকৃতির মাঝে কে না থাকতে চাই, প্রকৃতির এই সুন্দর সময়ে সবাই একটু সময় কাটাতে চাই। তাই তো আমিও চেয়েছিলাম প্রকৃতির মাঝে কিছু সময় থাকতে কিছু সময় কাটাতে।

কাজ শেষে ভাবলাম একটু বাইরে ঘোরাঘুরি করে আসি, তাই চলে আসলাম আমাদের প্রজেক্টের পাশেই একটা সুন্দর পার্কে। এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে, এবং এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। তাই ভাবলাম আমিও যাই ওখানে গিয়ে কিছুটা শান্তির প্রশ্বাস ফেলে আসি।

IMG_20240503_184737.jpg

IMG_20240503_184800.jpg

বিকালবেলা এমন ঠান্ডা অবস্থায় সুন্দর এই প্রকৃতির মাঝে আসলে নিজের মনটা যেন অনেকটা উদার হয়ে পড়ে। অনেকখানি চিন্তা মুক্ত হয়ে পড়ে, যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম নিজে থেকেই একটা অন্যরকম অনুভূতি নিজের মধ্যেও দেখছিলাম।

রাস্তার দুই সাইটে বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভরা আর পুরো পার্কের মাঝখানে রয়েছে একটা পুকুর, যে পুকুরে বেশ ভালো পানি রয়েছে, সেই পানি থেকে বাতাসের হালকা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব সবার মাঝে ছড়িয়ে পড়ছে, আর একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে।

IMG_20240503_185122.jpg

IMG_20240503_184912.jpg

অনেকদিন ধরেই এখানে আসবে বলে মনে করি, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠে না, যার জন্য এখানে খুব একটা বেশি আশা পড়ে না। যখন আজকে একটু সময় পেলাম ভাবলাম প্রকৃতির কে একটু সময় দেই, নিজেকে একটু শান্তির ছোঁয়া লাগাই। যে শান্তি গ্রামগঞ্জে আমরা পেতাম, সেটা একটু দেখি এখানে পাওয়া যায় কিনা।

IMG_20240503_184747.jpg

IMG_20240503_184743.jpg

কি বলবো বন্ধুরা আসলে এতটা ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করার মত নয়। সুন্দর এই পরিবেশে নিজেকে অনেকখানি গ্রাম্য ছেলের মতই লাগছিল, যেমনটা গ্রামের থেকে এসেছি গ্রামের ওই সৌন্দর্য দেখে এসেছি, আসলে এরকম সৌন্দর্যই আমাদের প্রয়োজন এমন প্রকৃতি আমাদের প্রয়োজন। আর এই প্রকৃতিকে বজায় রাখতে হলে আমাদের সকলের এগিয়ে আসতে হবে, সকলে যদি একটু একটু করে আমাদের প্রকৃতির প্রতি লক্ষ করি, আমরা আমাদের বাড়ির আশেপাশেই এমনটা তৈরি করতে পারি।

যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে বেশ কিছু ছবি শেয়ার করলাম, আর আমার অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

ছবিগুলো সব আমারনিজে থেকে তোলা
বিষয়প্রকৃতির ফটোগ্রাফি
স্থানমালয়েশিয়া
ডিভাইসvivo y76
ক্যামেরাফিফটি মেগাপিক্সেল
ছবিগুলো উঠিয়েছে@mamun123456

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 months ago  ·  

অনেকদিন পরে আপনাকে দেখতে পেরে খুবই ভালো লাগলো মামুন ভাই। আপনি আমাদের বাংলাদেশীদের কমিউনিটিতে যুক্ত হবেন এবং আমাদের সাথে প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট শেয়ার করবেন।