প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সুন্দর ফুল

in blurt-192372 •  4 months ago 

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন, আর সবসময় ভাল ও সুস্থ থাকুন এই দোয়া ও কামনা করি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি চমৎকার পোস্ট নিয়ে, আজকের এই পোস্টে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ফুলের কিছু ছবি শেয়ার করব। যে ছবিগুলো আসলে আমাদেরকে মনে করিয়ে দিবে প্রকৃতির অপার সৌন্দর্যটাকে।

IMG_20240506_235824.jpg

আর আমি অবশ্যই মনে করি আমার এই ছবিগুলো বেশ ভালো লাগবে, আর যে ফুলটির ছবি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ফুলটি কম বেশি সবাই চেনেন এবং এই ফুলটি সম্পর্কে জানেন। ফুলটি সৌন্দর্য সম্পর্কে সবারই ধারণা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ফুলটির নাম জবা ফুল, যেটি সাধারণত আমরা আমাদের বাড়ির আঙিনাতে দেখি। আর এটি হঠাৎ করেই আমার চোখের সামনে পড়ে যায় একটি পার্কের ভেতর। তাই লোভ আর সামলাতে পারলাম না, কয়েকটি ছবি উঠিয়ে ফেললাম।

IMG_20240503_184901.jpg

IMG_20240503_184726.jpg

বেশ কয়েক দিন পর আবার ক্যামেরার লেন্সের মাধ্যমে কিছু ফুলের ছবি তুলেছি। আজকের নায়িকা হলো জবা ফুল, যা আমাদের বাড়ির আঙিনায় তার লাল পাপড়ির সাথে জীবনের নাচন নাচে। আর এটি আমাদের মনে করিয়ে দেয় এক অপার সৌন্দর্যের অনুভূতি।

আসলে এভাবে খুব সহজে আমি এই ছবিগুলো যে পেয়ে যাব বা তার ছবিগুলো উঠাতে পারবো এটা কখনো ভাবেনি। আমি একটু হাঁটার জন্য আমাদের প্রজেক্টের পাশের পার্কে যাই। আর হঠাৎ করেই আমি এই ফুলটি দেখতে পাই, প্রথমে তো আমি বিশ্বাসই করছিলাম না কি ব্যাপার বাংলাদেশের ফুল এখানে কি করে? যা সাধারণত বাড়ির আঙিনায় দেখে এসেছি। সেটি আবার এই পার্কের ভেতরে, কিভাবে?মনের ভিতরে একটু কৌতুহল জাগলো, তারপর বেশ ঘোরাঘুরি করে দেখলাম ওই পার্কের বিভিন্ন জায়গায় এই জবা ফুল গাছ লাগানো রয়েছে।

IMG_20240503_184841.jpg

IMG_20240503_184825.jpg

তাই ভাবলাম কয়েকটি ছবি উঠায়, যখন আমি এই জবা ফুলটির ছবি ওঠাতে যাব তখন দেখলাম তার উজ্জ্বল লাল রঙ, গাছের সবুজ পাতার মাঝে নিজেকে আলাদা করে তুলেছে, যেন সে তার অনন্য উপস্থিতি সম্পর্কে সচেতন করছে আমাকে। আমার মনে হল সে হাতছানি দিয়ে আমাকে ডাকছে, বলছে আমার সৌন্দর্য তুমি উপভোগ করো। আমাকে এই ফুলটি মনে করিয়ে দিচ্ছে। যে দেখো প্রাকৃতিক সৌন্দর্য অনেক জায়গায় আছে, আর এই সৌন্দর্য প্রায়ই আমাদের অপ্রত্যাশিত স্থানে দেখা দেয়। আমাদের কেবল আরও কাছে থেকে দেখতে হবে। তার সুন্দর সুন্দর্য।

IMG_20240503_184716.jpg

IMG_20240503_184701.jpg

IMG_20240503_184653.jpg

যাই হোক বন্ধুরা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন, সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।

ছবিগুলো সব আমারনিজে থেকে তোলা
বিষয়ফুলের ফটোগ্রাফি
স্থানমালয়েশিয়া
ডিভাইসvivo y76
ক্যামেরাফিফটি মেগাপিক্সেল
ছবিগুলো উঠিয়েছে@mamun123456
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 months ago  ·  

আপনার শেয়ার করা প্রাকৃতিক সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো ভাইয়া। জবা ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি চাই আপনিও বাংলাদেশি হিসেবে আমাদের কমিউনিটিতে পোস্ট করেন।