আমি এইটাই বুঝতে পারছি না,তুই ছেলে মানুষী বোকামি এইসব কই খুজে পাস? তুই যা করছিস সেটা কে কি বলে? ভালোবাসা। ওহ রিয়েলি?উফ আল্লাহ।এইভাবে একজন অচেনা মানুষের জন্য অপেক্ষা করাটা কে বোকামি বলে।বুঝেছিস?
অচেনা কোথায়?৭ টা বছর একসাথেছিলাম আমরা।
তুই তখন ছোটো ছিলি।সাথে ও ছোট ছিল।
তো কি হয়েছে?কথা দিয়েছি আমরা একে অপরকে।
তাই?তাহলে এখনও খুজে পেলিনা কেনো ওকে?তোর মনে হয় তুই খুঁজে পাবি ওকে আর?
না পাওয়ার কোনো কারণ নেই।এই যুগে মানুষ হারিয়ে যাওয়া বড্ড কঠিন।
তাহলে এত বছর কেনো খুজে পাস নি?
এমন ভাবে বলছিস যেনো সেই ছোট থেকেই আমি খুঁজি ওকে।
ছোট থেকেই তো।বাড়ি গেলেই ওদের বাড়ি যাস তুই। আর গিয়ে প্রতিবার শুনতে পাস ওরা ওইখানে থাকেনা। আর কখনো আসবে কিনা সেটাও জানা নেই
আসবে।ঠিক আসবে।আমাকে কথা দিয়েছে ও আসতে বাধ্য।
কথা দিলেই সেই কথা রাখবে এমন কোনো মানে আছে।এতদিন এ ও হয়তো ভুলে গেছে তোকে।ভুলে গেছে তোকে দেওয়া কথা। আর কোথায় ফিরবে ওরা?ওই বাড়ি কারো থাকার যোগ্য আছে?আশ্চর্য। -স্টপ।সবসময় এইসব বলবি না।তুই আমার বেস্ট ফ্রেন্ড মানে জা খুশি বলবি আমি সেটা মানবো না। আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি।বাসায় আণ্টি আছে আংকেল আছে।উনাদের কি চিন্তা হয়না?বারবার বলছে বিয়ে করে নিতে তোকে।কিসের অপেক্ষায় আছিস তুই?
মুশতাক এর অপেক্ষায়,জাস্ট সাট আপ অনেক হয়েছে আর না।আজকেই আণ্টি আংকেল কে বলবো তোকে জোর করে বিয়ে করিয়ে দিতে সুপ্তি হালকা হাসে।
মেয়েটা তাকে প্রতিদিন এই হুমকি দেয়।কখনোই এমন কিছু করেনি সে।ভয় দেখায় তাকে।কিন্তু সে তো জানে।তার বেস্ট ফ্রেন্ড কত ভালোবাসে তাকে। ভাবছি আবার একবার বাড়ি যাবো।কি বলিস? তিথি ধপ করে বসে পড়লো।হতাশ চোখে তাকালো সুপ্তির দিকে।
English
I do not understand this, where did you find these foolish people? Who says what you are doing? love Oh really? Oof Allah. Who says it's stupid to wait for a stranger like this. Got it?
Where is the stranger? We were together for 7 years.
You were small then. He was also small.
So what happened? We promised each other.
So? Then why haven't you found him yet? Do you think you will find him again?
There is no reason not to. It is very difficult to lose people in this age.
So why didn't you find it for so many years?
You are saying it as if I have been looking for him since I was little.
Since childhood, when you go home, you go to their house. And every time I go to listen, they don't stay there. It is not known whether it will ever come again
He will come. He will come. He promised me and he is bound to come.
There is a meaning that if you promise, you will keep that promise. For so long, he may have forgotten you. He has forgotten his promise to you. And where will they return? That house is worthy of someone to stay? Wonder. -Stop. Don't always say these things. You are my best friend. I will not accept it if you say it happily. What I am saying is for your good. There are aunties and uncles at home. Don't they worry? They keep telling me to marry you. What are you waiting for? Waiting for Mushtaq, just sitting up is too much. Today I will tell you aunty and uncle. Supti smiles lightly to marry him. The girl threatens him every day. He has never done such a thing. He is afraid of her. But he knows how much his best friend loves him. I think I will go home again. What do you say? Tithi sat down and looked at Supti with disappointed eyes.
আমি এইটাই বুঝতে পারছি না,তুই ছেলে মানুষী বোকামি এইসব কই খুজে পাস? তুই যা করছিস সেটা কে কি বলে? ভালোবাসা। ওহ রিয়েলি?উফ আল্লাহ।এইভাবে একজন অচেনা মানুষের জন্য অপেক্ষা করাটা কে বোকামি বলে।বুঝেছিস?
অচেনা কোথায়?৭ টা বছর একসাথেছিলাম আমরা।
তুই তখন ছোটো ছিলি।সাথে ও ছোট ছিল।
তো কি হয়েছে?কথা দিয়েছি আমরা একে অপরকে।
তাই?তাহলে এখনও খুজে পেলিনা কেনো ওকে?তোর মনে হয় তুই খুঁজে পাবি ওকে আর?
না পাওয়ার কোনো কারণ নেই।এই যুগে মানুষ হারিয়ে যাওয়া বড্ড কঠিন।
তাহলে এত বছর কেনো খুজে পাস নি?
এমন ভাবে বলছিস যেনো সেই ছোট থেকেই আমি খুঁজি ওকে।
ছোট থেকেই তো।বাড়ি গেলেই ওদের বাড়ি যাস তুই। আর গিয়ে প্রতিবার শুনতে পাস ওরা ওইখানে থাকেনা। আর কখনো আসবে কিনা সেটাও জানা নেই
আসবে।ঠিক আসবে।আমাকে কথা দিয়েছে ও আসতে বাধ্য।
কথা দিলেই সেই কথা রাখবে এমন কোনো মানে আছে।এতদিন এ ও হয়তো ভুলে গেছে তোকে।ভুলে গেছে তোকে দেওয়া কথা। আর কোথায় ফিরবে ওরা?ওই বাড়ি কারো থাকার যোগ্য আছে?আশ্চর্য। -স্টপ।সবসময় এইসব বলবি না।তুই আমার বেস্ট ফ্রেন্ড মানে জা খুশি বলবি আমি সেটা মানবো না। আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি।বাসায় আণ্টি আছে আংকেল আছে।উনাদের কি চিন্তা হয়না?বারবার বলছে বিয়ে করে নিতে তোকে।কিসের অপেক্ষায় আছিস তুই?
মুশতাক এর অপেক্ষায়,জাস্ট সাট আপ অনেক হয়েছে আর না।আজকেই আণ্টি আংকেল কে বলবো তোকে জোর করে বিয়ে করিয়ে দিতে সুপ্তি হালকা হাসে।
মেয়েটা তাকে প্রতিদিন এই হুমকি দেয়।কখনোই এমন কিছু করেনি সে।ভয় দেখায় তাকে।কিন্তু সে তো জানে।তার বেস্ট ফ্রেন্ড কত ভালোবাসে তাকে। ভাবছি আবার একবার বাড়ি যাবো।কি বলিস? তিথি ধপ করে বসে পড়লো।হতাশ চোখে তাকালো সুপ্তির দিকে।
English
I do not understand this, where did you find these foolish people? Who says what you are doing? love Oh really? Oof Allah. Who says it's stupid to wait for a stranger like this. Got it?
Where is the stranger? We were together for 7 years.
You were small then. He was also small.
So what happened? We promised each other.
So? Then why haven't you found him yet? Do you think you will find him again?
There is no reason not to. It is very difficult to lose people in this age.
So why didn't you find it for so many years?
You are saying it as if I have been looking for him since I was little.
Since childhood, when you go home, you go to their house. And every time I go to listen, they don't stay there. It is not known whether it will ever come again
He will come. He will come. He promised me and he is bound to come.
There is a meaning that if you promise, you will keep that promise. For so long, he may have forgotten you. He has forgotten his promise to you. And where will they return? That house is worthy of someone to stay? Wonder. -Stop. Don't always say these things. You are my best friend. I will not accept it if you say it happily. What I am saying is for your good. There are aunties and uncles at home. Don't they worry? They keep telling me to marry you. What are you waiting for? Waiting for Mushtaq, just sitting up is too much. Today I will tell you aunty and uncle. Supti smiles lightly to marry him. The girl threatens him every day. He has never done such a thing. He is afraid of her. But he knows how much his best friend loves him. I think I will go home again. What do you say? Tithi sat down and looked at Supti with disappointed eyes.