প্রিয় পাঠক,
সবাইকে আমার এই পোষ্টে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
বর্তমান সময়ে প্রচণ্ড গরম তবে দুই থেকে তিন দিন হল একটু বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা একটু কমেছে। বেশ গরম হওয়ার কারণে ফ্যানের নিচেও যেন শান্তি মিলছে না বর্তমান সময়ে। আর এজন্যই আরো একটি ফ্যান ক্রয় করার কথা চিন্তা করা হলো।
ফ্যান ক্রয় করেছে আমাদের বড় ভাই জাহিদুল ভাই। জাহিদুল ভাই প্রচন্ড গরম সহ্য করতে পারেনা যে কারণে ফ্যান ক্রয় করার কথা চিন্তা করলেন যদিও আমাদের মাথার উপর আরেকটি ফ্যান ছিল সিলিং ফ্যান।
এখানে আরো একটি কথা হচ্ছে প্রচন্ড পরিমাণে কারেন্ট আপডাউন করতেছিল কারেন্ট চলে গেলে দেখা যায় দীর্ঘ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত কারেন্ট এর কোন নাগাল নেই। এ কারণে চিন্তা করা হলো যদি একটি চার্জার ফ্যান ক্রয় করা যায় তাহলে বেশ ভালো হয়।
বিকাল পাঁচটার পর অফিস থেকে চলে আসলো আমাদের বড় ভাই জাহিদুল ভাই। সাথে হাবিব ভাই ও ছিল। দুজনে আসলো এবং বলতেছে জাকারিয়া চলো দোকানে যাব। বললাম কেন? বলতেছে একটি ফ্যান ক্রয় করব চার্জার ফ্যান। কারেন্ট চলে যাওয়ার পরেও দীর্ঘ ৩ ঘন্টা চার্জ ব্যাকআপ দেবে তবে এটা সর্বনিম্ন তিন ঘন্টা ঊর্ধ্বে আরো বেশি।
যাই হোক এরপর ফ্যান ক্রয় করা নিয়ে ভাইয়ের সাথে অনেকক্ষণ অনেক কথা বললাম অনেক কথাই শেয়ার করলাম। ফ্যান শুধুমাত্র আজকের এই গরমের জন্য নয় বরং দীর্ঘ দিন এর কথা চিন্তা করে ফ্যান ক্রয় করা হলো। ও আচ্ছা ফ্যান ক্রয় করিনি তবে করতে যাব এজন্য দুজনে মিলে আমাকে ডাকতেছে দোকানে যাওয়ার জন্য।
শেষ পর্যন্ত আমাকে নিয়ে যাবে তাই বললাম ঠিক আছে তাহলে আমি রেডি হই। এরপর আমি গেঞ্জি গায়ে দিয়ে ভাইয়ের সাথে চললাম হাবিব ভাই বলতেছে আমার যাওয়া হবে না। জাকারিয়া তুমি এবং জাহিদ তোমরা দুজনে চলে যাও।
ভাইকে অনেক রিকুয়েস্ট করলাম কিন্তু ভাইয়ের বাজার করতে হবে তাই আর হয়ে যাওয়া হলো না আমাদের সাথে। শেষ পর্যায়ে আমি এবং জাহিদ ভাই দুজনে চলে গেলাম দোকানে। এক দোকানে বাকি ছিল সেই দোকানে টাকা দিয়ে আসার হলো এবং যে দোকান থেকে ফ্যান ক্রয় করা হবে সেই দোকানে আমি এবং জাহিদ ভাই চলে গেলাম।
দোকানে অবশ্য পর্যাপ্ত পরিমাণে ফ্রিজ ছিল এবং অ্যালুমিনিয়ামের দ্রব্যাদি ছিল বেশ ভালোই লাগলো দেখতে। এছাড়াও অনেক ছোট বড় ফ্যান রয়েছে চার্জার ফ্যান এবং কারেন্টের ফ্যান।
আপনারা যেই ফ্যান দেখতেছেন এই ফ্যান ক্রয় করার জন্য আমি এবং জাহিদ ভাই চলে এসেছি। জাহিদ ভাই এবং হাবিব ভাই এর আগে একবার এসেছিল এবং এই ফ্যান দেখে ক্রয় করার মূল্য ঠিক করে থুয়ে গেছে এবং আমি আসলাম এসে জাহিদ ভাই আর আমি দুজন মিলে ফ্যানটি নিয়ে যাব এবং ফ্যানের টাকা পরিশোধ করব।
ফ্যানের মূল্য:-
বাংলাদেশের টাকায় ৬৫০০ টাকা। বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে ছয় হাজার পাঁচশ টাকা অনেক অনেক বেশি কিন্তু টাকার দিকে তাকিয়ে থাকলে দ্রব্যাদি ক্রয় করা সম্ভব নয় এবং মনের সেই সৌন্দর্য এছাড়াও নিজের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করা সম্ভব নয়।
যাই হোক আমি বলতে চাই যারা যেখানে আছেন সকলেই তার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নাম্বার বর্তমান সময়ে অধিকাংশ ব্যক্তির জ্বর আসতেছে।
প্রচন্ড মাথা ব্যথা গলা ব্যথা বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আমি বলব আসুন আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকি এবং ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং প্রার্থনা করি।