Greetings to all members of the Steemit platform on the occasion of two years of this community 🥳

in blurt-192372 •  2 months ago 
Happy Anniversary Incredible India community 2nd year 🥳 20240515_204155_0000.png

একসাথে পথ চলা প্রিয় লেখক লেখিকা,
কেমন আছেন আপনারা?

মানুষ বছর উদযাপন করে থার্টিফার্স্ট নাইটে। আর এই রাত্রে হরেক রকমের বাজি ফটকা আকাশে উড়িয়ে দেয় এবং চমৎকার ঝলমল ঝলমল আলো ঝরে পড়ে এবং অত্যন্ত চমৎকার একটি আওয়াজ হয়।

আজ দেখতে দেখতে দীর্ঘ দুটি বছর অতিক্রম করতে চলেছে আমাদের এই কমিউনিটি। সেই তো জয়েন করেছি সবে মাত্র, দেখতে দেখতে দিন সপ্তাহ মাস বছর অতিক্রম করে আজ দুটি বছর উদযাপন হতে চলেছে আমাদের এই কমিউনিটির।

পৃথিবীতে আল্লাহতালা কত মানুষ প্রেরণ করেছেন আবার কত মানুষ কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন হিসাব করা বাহুল্য।

মানুষ পৃথিবীতে আসবে আবার সেই মানুষ পৃথিবী থেকে চলে যাবে আর এটাই নিয়ম কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য বেঁচে থাকে না; অমর নয়! কিন্তু তার আচার ব্যবহার আখলাক মানুষ মানুষকে অমর করে রাখে।

আমরাও একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে মায়া মমতা ভালবাসার বন্ধন সমস্ত কিছু। অর্থ সম্পদ, জ্ঞান, সুনাম কোন কিছুই নিয়ে যেতে পারবো না! ভালো কিছু করে গেলে আপনি ধন্য।

Screenshot_20241022-110203.png

সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একটি কথাই বলতে চাই; আমরা এই কমিউনিটিতে অনেকেই অনেক পুরাতন আবার অনেকেই নতুন।

আমি পুরাতন হয়ে এই কমিউনিটির জন্য কি করলাম, কমিউনিটিকে কোথায় দেখতে চাই কিভাবে দেখতে চাই সবকিছুই যেন সময়ের সাথে সাথে মনে পড়ে এবং ভাবায়! আসলে শুধুমাত্র একসাথে কাজ করি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়!
কেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়? কেননা যে যেখানে থাকে বা সময় দিয়ে থাকে অবশ্যই তার ভাবনা-চিন্তা রাখা উচিত দরকার সেখানকার বিষয়ে।


আজ আমার পথচলা দেড় বছর হলো এই কমিউনিটির সাথে। অনেক ব্যক্তিদের দেখেছি যারা অনেক উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে নিজেদের লেখা ভাগ করত কমিউনিটির সাথে তাদের মধ্যে অনেকেই হয়তোবা এই প্লাটফর্ম ছেড়ে চলে গেছে আবার কেউ বা বিভিন্ন জায়গায়।

Screenshot_20241022-110215.png

তো আমি যেন এই প্লাটফর্মের সাথে সম্পৃক্ত থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই এবং এই কমিউনিটির সাথে যেন যুক্ত থাকতে পারি।

যেহেতু এই কমিউনিটির আজ দুটি বছর পূর্ণ হয়ে গেল এজন্য কমিউনিটির সকল সদস্য এবং অ্যাডমিনিস্ট্রেটর টিম সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এই কমিউনিটি তৈরি করেছে আমাদের এডমিন দিদি। যার অক্লান্ত পরিশ্রম আজ আমাদের এই কমিউনিটি এত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু বাহির থেকে বোঝা যায় না কমিউনিটি দার কারণ কতটা কঠিন!

দিনের পর দিন রাতের পর রাত জাগিয়ে তিলে তিলে গড়ে তুলছে এই কমিউনিটি। আর সেই কমিউনিটির আজ দ্বিতীয় বছর পূর্ণ হল। কমিউনিটির জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সকলকে সাথে নিয়ে কমিউনিটি যেন আরো অনেক অনেক দূর অগ্রসর হতে পারে সেই দোয়া রইল।

Screenshot_20241022-110142.png

একই সাথে কমিউনিটির জন্য যেন আমি কোন কিছু করতে পারি আমরা সকলেই যেন কমিউনিটির উপকারে আসে এজন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজেদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কমিউনিটিকে শীর্ষে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদের একটু সময় দিতে হবে।

আজকের লেখা আমি এ পর্যন্ত এই সমাপ্তি করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। দিন শেষে আমরা সকলেই এই প্ল্যাটফর্মের লেখক লেখিকা। সুতরাং সবাই সবার জন্য দোয়া করবেন।


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord