আমি দেখতে পাচ্ছি সম্প্রতি প্রচন্ড পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য তাদের জীবন যাপন পরিচালনা করা, জীবিকা নির্বাহ করা।
Canva |
---|
আমি এই প্রতিযোগিতার মাধ্যমে বেশ কিছু নিজস্ব তথ্য তুলে ধরেছি যেখান থেকে আমি নিজে আরো একটু ইন্সপায়ার হই ধীরে ধীরে। কেননা কৃষি পেশা সত্যিই চমৎকার আমার কাছে। যদিও ইহাতে একটু পরিশ্রম আছে তবে পরিশ্রম শরীরকে সুস্থ রাখে।
ব্যক্তিগতভাবে একেকজনের পেশা এক এক ধরনের। কেননা আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন সকলকে এক ক্যাটাগরিতে নয়। এমনকি একি ধরনের চিন্তাধারাতে নয়!
মানুষ যখন কর্মজীবনে আসে তার পূর্বে সে তার বাবার সাথে কাজ করে বাবার ব্যবসা প্রতিষ্ঠান এ সহযোগিতা করে। এছাড়াও পারিবারিক বিভিন্ন কাজকর্ম করে থাকে যেমন ভাবে আমি নিজেও করি এবং সকলে।
এই জায়গায় কেউ তার পছন্দের ব্যবসা পেশা হিসেবে বেঁছে নেয়! কেননা ব্যবসা এর ধারাবাহিকতা হিসাব বুঝে নিতে শিখে, একই সাথে ব্যবসার ধরন বোঝার কারণে পেশা হিসেবে এটাই পারফেক্ট।
অন্যদিকে লেখাপড়া করার পর যখন সে কর্মজীবনে পদার্পণ করে সেই সময় নতুন ভাবে কর্মজীবনে উহা পেশা হিসেবে দেখতে হয়। তবে ইহা একটু সময় লাগে।
- বর্তমান সময়ে ক্যামিকেল যুক্ত খাবারের ভরপুর! আর এ কারণে মানব সমাজ রোগাক্রান্ত হচ্ছে গণনার বাহিরে।
এই পেশার সাথে যুক্ত হতে আমার দীর্ঘ সময়ের প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমি অপেক্ষা করতেছি এবং ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হচ্ছি আমি।
সম্প্রতি আমি সিরামিক ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর এখন আমি ল্যাবরেটরীতে Lab assistant হিসেবে কর্মরত আছি।
কেননা এমন একটি সেকশন এই ল্যাবরেটরি; যেখান থেকে আপনি আমি সম্পূর্ণ ইন্ডাস্ট্রির প্রসেস সম্পর্কে ধারণা লাভ করতে পারি। যদিও খুবই সেনসিটিভ, এর পরেও আমি আলহামদুলিল্লাহ।
বলার অন্যতম কারণ হচ্ছে ল্যাবে সামান্য একটি ভুলের জন্য সম্পূর্ণ প্রসেস নষ্ট হয়ে যাবে। সামান্য কেমিক্যাল কম বেশি হলে সম্পূর্ণ প্রোডাকশন নষ্ট হয়ে যাবে! এরপরেও আমি এই জায়গায় সন্তুষ্ট। দোয়া করবেন যেন ল্যাবরেটরীর সমস্ত কাজ শিখতে পারি এবং জ্ঞান লাভ করতে পারি।
কাজের ক্ষেত্রে আপনি কতটুকু গুরুত্ব দিয়ে কাজ করতেছেন এবং শিখতেছেন, আপনার আমার উপরেই নির্ভর করবে কাজের উপর সন্তুষ্টি হচ্ছি কিনা!
আচ্ছা বিষয়টা কেমন যেন গোলমাল মনে হচ্ছে তাই না? প্রথমে আপনার কাজ শিখতে সময় লাগবে আর এই সময় অনিহা আসতে পারে।
সুতরাং উপার্জন নয় বরং আমি যদি কাজ মনোযোগ সহকারে করি মন দিয়ে করি তবেই উপার্জন আসবে এবং কাজেও সন্তুষ্টি লাভ করবে।
জানিনা কতটুকু সম্ভব স্বপ্নের পেশা বাস্তবায়ন করতে পারব; তবে আমার ইচ্ছা আছে কৃষি খামার প্রকল্পের দিকে অগ্রসর হওয়া।
- যেখানে চাষাবাদ হবে নানান রকমের সবজি;
অত্যন্ত চমৎকার একটি বাস্তবতার প্রতিযোগিতায় আমি তিনজন বন্ধুদের আমন্ত্রণ জানাই। @robin42 @safridafatih @mahadisalim
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.