The Diary Game || 03 May 2024 || Some of my activities in the laboratory are highlighted

in blurt-192372 •  3 months ago 
1717525131564.png Display

প্রিয় বন্ধুরা,
উপস্থিত হয়েছি আমি আপনাদের মাঝে আরও একটি দৈনন্দিন কার্যাবলীর অংশবিশেষ নিয়ে।

সকালবেলায় অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিলাম এরপর ডিরেক্ট অফিসে চলে গেলাম আজকে আর হোটেলে যায়নি খাওয়া-দাওয়া করতে কেননা হাতে একদম সময় কম ছিল।

ভাবলাম আজকে অফিসে গিয়ে কিছু সময় ল্যাবরেটরিতে কাজ করার পর ক্যান্টিনে গিয়ে পরোটা খাব। যাইহোক ল্যাবরেটরীতে যাওয়ার পর আমি Shrinking and Brinding গুলো ফায়ারিং থেকে নিয়ে আসলাম এরপর সেগুলো পরীক্ষা করতে শুরু করলাম।

IMG_20240603_121348_926.jpg
Shrinking Checking

ভার্নিয়ার স্কেল দিয়ে পরীক্ষা করব। এখন পূর্বের দিনে ফিরে যাই অর্থাৎ গত দিন যখন আমি এই ব্রাইন্ডিং গুলো বানিয়েছিলাম তখন ৫০ মিলিমিটার দিয়ে দাগ কেটেছি।

এখন আমি বের করব পঞ্চাশ মিলিমিটার থেকে কমিয়ে কত মিলিমিটার হয়েছে এবং সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে পারসেন্টেন্স বের করব।

একে একে সবগুলো মিলিমিটার বের করলাম এবং ক্যালকুলেটরের সাহায্যে সূত্রের মাধ্যমে পারসেন্টেন্স বের করলাম এবং প্রত্যেকটি Shrinking বডিতে লিখে রাখলাম। প্রত্যেকটির এভারেজ বের করে উহা ও লিখে রাখলাম।

IMG_20240603_120831_313.jpg
Average present
  • Shrinking এর পারসেন্টেন্স average 12.46%

বর্তমানে আমাদের কোম্পানির অবস্থা ভালো যাচ্ছে না। এই কারণে কাজের চাপ বর্তমানে কম তবে ঈদের পর আবার ভালো অবস্থানে যাবে এই আশা রাখছি।

IMG_20240603_123420_345.jpg
Shrinking, branding and round sample

যেহেতু ফায়ারিং সেকশনে G.K kiln. I mean glost kiln এ তাপমাত্রা কিওদাংশ কমে গেছে এই কারণে এই বিস্কিট বডি স্যাম্পল গুলো ফায়ারিং এ দেওয়া যাচ্ছে না।

হ্যাঁ চাইলে দেওয়া যাবে সামান্য পরিমাণে কম তবে এই কম থাকার কারণে পারসেন্টেন্স যথাযথ আসবেনা তাই দুইদিন ধরে অপেক্ষা করতেছি কিন্তু এখন পর্যন্ত ঠিক হচ্ছে না।

আমরা ল্যাবরেটরী থেকে প্রত্যেকদিন Ring দিচ্ছি কিল্ন এ তিনটি করে।

  • T = Top
  • M = Middle
  • B = Bottom

এই তিনটি Ring, kiln এর উপরে মাঝখানে এবং নিচে দেওয়া হচ্ছে টেম্পারেচার দেখার জন্য। এই টেম্পারেচার ফায়ারিং সেকশনে তাদের কন্ট্রোল প্যানেলে শো করে এছাড়াও ল্যাব থেকে পরীক্ষা করার জন্য কিছু Ring আছে সেগুলো দিয়ে পরীক্ষা করা হয়।

IMG_20240603_095807_496.jpg
New Design Sample

ডিজাইনটি মূলত অধীর ভাই এর করা। ভাই অনেক ক্রিয়েটিভ কিছু তৈরি করতে পারে ডিজাইন সত্যিই অনেক ভাল পারেন তিনি।

আমি এর আগে আপনাদের মাঝে অনেকগুলো স্যাম্পল তুলে ধরেছি বিভিন্ন ধরনের এবং সৌন্দর্যপূর্ণ সেগুলো ফারজান ভাই এর ডেভেলপমেন্ট।

যেহেতু কাজের চাপ কম ছিল এ কারণে অধীর ভাই একটি স্যাম্পল দিয়েছিল আমি তাকে উৎসাহিত করেছি। আরো বলেছি আপনি অবশ্যই সময় পেলে ক্রিয়েটিভ কিছু তুলে ধরার চেষ্টা করবেন।

IMG_20240603_122114_592.jpg
Golden Color Mug

আজকে আরও একটি মগ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। খুবই চমৎকার একটি ডিজাইন বিশেষ করে গোল্ডেন কালার থাকার কারণে আরও চমক।

গোল্ডেন কালার খুবই সুন্দর দেখা যায় আর এ কারণেই আমি আজকে আপনাদের মাঝে একটি এই ডিজাইন তুলে ধরলাম।

IMG_20240603_170734_134.jpg
Time to leave the office

অফিস শেষ হওয়ার পর আমি অফিস থেকে বের হই আর বের হওয়ার পথে আপনাদের মাঝে সেই মুহূর্তটি তুলে ধরার জন্য একটি ছবি ধারণ করি।

মুহূর্তটি যথেষ্ট ভাল ছিল তবে বৃষ্টির পানি মাঝে মাঝে পথের ধারে দেখতে পাচ্ছি কেননা বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টির পানি জমে থাকবে আর এটাই স্বাভাবিক।

তবে বৃষ্টি হওয়ার ফলে মাটি যেন আবার প্রাণ খুঁজে পায় গাছ গুলো সতেজ হয় সবুজ হয়, আর মানুষ এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টির আবহাওয়া ফেলে সবকিছু ভুলে গিয়ে বৃষ্টিতে ভিজতে চায় হাত দুটি বাড়িয়ে দিয়ে বৃষ্টির ছোঁয়া নিতে চায়।

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!