একজন মুচির ভালোবাসার গল্প

in blurt-192372 •  2 months ago 

pexels-photo-3087878 (1).jpeg
Pexels

Sharing and caring,
প্রিয় বন্ধুরা ছোট্ট একটি গল্প আপনাদের সাথে তুলে ধরতে চাই। গল্প বাস্তবতার প্রেক্ষিতে তুলে ধরা।

বর্তমান সময়ে আমাদের এইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাতাস ও বইতেছে দমকা হাওয়ায়। কোন একদিন এক ভদ্রলোক দেখতে পেল তার বাসার ছাদের নিচে একজন মুচি বসে রয়েছে। সে সেখানেই ছোট্ট একটি জায়গার মধ্যে তার ব্যবসা পরিচালনা করত।

সেদিন বৃষ্টি থাকার কারণে দেখা গেল বাড়িতে যেতে পারে নাই খাবার খাওয়ার জন্য এজন্য তার স্ত্রী খাবার নিয়ে এসেছে। তার স্বামীকে খাবার খাইয়ে দেওয়ার জন্য।

বেচারা জ্বরে কাতর। বেচারা খুবই অসহায় ফিল করতেছে এখন আমি বাসায় যাব কিভাবে এদিকে খাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী চলে আসে এবং তাকে খাবার খাইয়ে দিচ্ছে।



গল্প এতোটুকুই। এখন আমি সেই বিষয়টি তুলে ধরতে চাই যে ভদ্রলোক এই বিষয়টি পর্যবেক্ষণ করেছে কিংবা দেখেছে সে খুবই সুন্দরভাবে গল্পটি শুনালো। আমি সেই বর্ণনা শুনে আসলেই বাস্তবতার সাথে মিল খুঁজে পাচ্ছি।

সেই বেচারা দিনে কত টাকায় আর উপার্জন করে! মুচি বেচারা দিনের সর্বোচ্চ 200-300-400 এর মধ্যেই সীমাবদ্ধ তার উপার্জনের অর্থ। অথচ তার জন্য তার স্ত্রী খাবার নিয়ে এসেছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে।

IMG_20241002_204840_478.jpg

শুধুমাত্র খাবার নিয়ে এসেই ক্ষান্ত নয় বরং তাকে ভাত খাওয়াইয়া দিচ্ছে। বেচারা খুবই অসুস্থ জ্বরে। তাহলে একবার চিন্তা করে দেখুন কতটা ভালোবাসা মায়া থাকলে তার স্ত্রী এভাবে বৃষ্টির মধ্যে খাবার নিয়ে আসে এবং তাকে খাওয়াইয়া দেয়।

তাদের হয়তো অনেক টাকা পয়সা নেই বাড়ি গাড়ি নেই। কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসা মায়া মহব্বত রয়েছে ইহা দেখে সত্যিই অবাক হয়ে যাওয়ার মতো। এখানে রোমান্টিক বলা হচ্ছে না বরং ভালোবাসা মায়া মহব্বত তাদের মধ্যে অপরিসীম।

অথচ বর্তমান সময়ে সংসার ভেঙে যাচ্ছে অগণিত ফাটল ধরছে অগণিত কিন্তু কেন? আপনার কি জানা আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে আপনার অভিমত জানাতে পারেন।
IMG_20241003_173140_977.jpg

এই জায়গায় যদি আপনি প্রশ্ন করেন আমাকে আপনার অভিমত কি? আমি বলব শুধুমাত্র অর্থ কিংবা রোমান্টিক মুহূর্ত অথবা বাড়ি গাড়ি এর মধ্যেই সম্পৃক্ত নয় তবে অবশ্যই এগুলোর দরকার আছে সাথে সেই বেচারা মুচি এত ভালবাসা মায়া মমতা কিভাবে পায় এটা আমাকে আপনাকে দেখতে হবে, ভাবতে হবে, তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।



আমি একটি প্রবাদ তুলে ধরতে চাই:-
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।

এই উক্তি তুলে ধরার পেছনে অন্যতম একটি কারণ হিসেবে আমি বলব:- একটি সম্পর্ক গড়ে তুলতে হলে সর্বপ্রথম সম্পর্কের মধ্যে বিশ্বাস ও ভালোবাসার প্রয়োজন। এখানে রোমান্টিকতার কথা বলা হয়নি, অর্থের কথা বলা হয়নি, বাড়ি গাড়ির কথা বলা হয়নি।
IMG_20241002_165249_955.jpg

আপনি যদি মনে করেন আপনার এক লক্ষ টাকা আছে আপনি এর মধ্যেই সুন্দর জীবন উপভোগ করবেন তাহলে তাই। আর যদি বিশ্বাস করেন না তর্ক করেন তাহলে আরো প্রয়োজন।



লাইফ পার্টনার ছেলে এবং মেয়ে দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। কেননা শেষ বয়সে গিয়ে দুজন দুজনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমি গল্পের ইতি টেনে এখানেই সমাপ্তি ঘোষনা করছি।

ইতি,
আপনাদের প্রাণপ্রিয় @jakaria121

jakaria121.png

Htq.gif

20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!