The Research Diary Game || 01 Jun 2024 || What are the reasons for materials being rejected?

in blurt-192372 •  last month 
1717342844336.pngDisplay

আসসালামু আলাইকুম,
প্রিয় বন্ধুরাআপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। এখন ঘড়িতে রাত নয়টা বেজে ছয় মিনিট। আপনাদের মাঝে উপস্থাপন করতে এসেছি দৈনন্দিন কার্যাবলীর অংশ বিশেষ।

যেহেতু আমার জেনারেল অফিস তাই সকাল বেলায় আমি যখন অফিসে যাই গিয়ে দেখতে পাই, গতদিনের সেই স্যাম্পল ফায়ারিং থেকে নিয়ে আসা হয়েছে সেই স্যাম্পলটি আমি দেখলাম এবং দেখে কিছুটা অবাক হয়ে গেলাম।

কেননা বিগত দিনগুলোতে আমি যত স্যাম্পল দিয়েছি এমন স্যাম্পল কখনো দেখা হয়নি কেননা এর আগের স্যাম্পল গুলো বেশ ভালো ছিল। এই স্যাম্পলটির নাম হচ্ছে বল ক্লে। এই ক্লে যথেষ্ট পরিমাণে আঠালো হয়।

IMG_20240601_142018_532.jpgBall clay
IMG_20240601_085223_753.jpgBall clay
IMG_20240601_085235_457.jpgKaolin clay

ছবিটির মধ্যে ৩১ তারিখ দেওয়া রয়েছে। অর্থাৎ 31 তারিখে ফায়ারিং সেকশনে দেওয়া হয়েছিল আমি তারপরের দিন অফিসে এসে সেই স্যাম্পল রিসিভ করি অর্থাৎ আঁট ঘন্টা সার্কেল টাইম হয় এ কারণে সেই দিন রিসিভ করতে পারি নাই পরের দিন রিসিভ করি এবং স্যারকে রিপোর্ট দেখানোর পর স্যার রিজেক্ট করে দেয় এই স্যাম্পল।

এখানে অবাক করার বিষয় হচ্ছে, এই প্লেটের মধ্যে দুটি স্যাম্পল মেটেরিয়ালস এবং একটি রানিং মেটেরিয়ালস ফায়ারিং দেওয়া হয়েছিল। একটি প্লেটের ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন কিছুটা লালচে বর্ণের বল ক্লে।

Kaolin clay আলহামদুলিল্লাহ বেশ ভালো কিন্তু Ball clay ভালো নয় কেননা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে অপদ্রব্য এবং আয়রন যুক্ত রয়েছে আর এ কারণেই এর বর্ণ লালচে হয়েছে।

আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন Ball clay এর প্লেটের মধ্যে তিনটি পৃথক করা মেটেরিয়ালস রয়েছে দুটি বর্ণ এসেছে লালচে এবং অপরটি গ্রে। গ্রে কালার ব্যতীত লালচে বর্ণ দুটি রিজেক্ট করা হয়েছে অর্থাৎ ওই দুটি মেটেরিয়াল স স্যাম্পল হিসাবে এসেছে আর গ্রে কালার এর ম্যাটেরিয়ালস রানিং বর্তমানে চলমান।

IMG_20240601_084437_522.jpg

গতদিন আমি একটি স্যাম্পল দিয়েছিলাম। অর্থাৎ কিছু ম্যাটেরিয়ালস এসেছিল স্যাম্পল হিসেবে সেই স্যাম্পল ২ মিনিট মিলিং করেছি পট মিলের মধ্যে দিয়ে।

১০ গ্রাম স্যাম্পল ম্যাটেরিয়ালস এবং White Glaze STG-1B ১০০ গ্রাম দুটি ভালোভাবে মিক্স করার পর 7 cm mini bowl 🥣 গ্লেজ করে ফায়ারিং এ দেওয়া হয়েছিল।

তবে কালারের খুব একটা পরিবর্তন আসে নাই। এখানে দানা দানা যে ফুটে উঠেছে এটি হচ্ছে সেই ম্যাটেরিয়ালস এর দানা। এখানে দানা থাকার কারণ হচ্ছে মাত্র ২ মিনিট মিলিং করেছিলাম এ কারণে। দানা দানা থাকার জন্যই দুই মিনিট গ্রান্ডিং করা হয়েছিল এবং দেখার জন্য যে, দানাদার আকৃতিতে কেমন আসে এই গ্লেজ।

IMG_20240601_145809_872.jpgWhen working with samples.

এই কয়েকটি দিনের মধ্যে বেশকিছু স্যাম্পল মেটেরিয়ালস এসেছে। সেগুলো আমি ড্রায়ারে নিয়ে ড্রাই করতে দিলাম অর্থাৎ ময়েশ্চার রিমুভ করার জন্য।

আমি একে একে বেশ কয়েকটি স্যাম্পল এর কাজ করতেছি। হয়তো প্রত্যেকটি ম্যাটেরিয়াল একদিনেই কাজ শেষ হবে না! যতদূর সম্ভব চার দিন সময় লাগতে পারে সবগুলো সম্পূর্ণ করতে।

এখানে যেই স্যাম্পল গুলো দেখতে পারতেছেন এখানে দুটি স্যাম্পল নিয়ে কাজ করেছি। OKA materials নিয়ে। এই ম্যাটেরিয়াল এর সাথে Feldspar , Quartz and Ball clay যুক্ত করা হয়েছে পারসেন্টেন্স অনুযায়ী।

IMG_20240601_171512_083.jpg

ল্যাবরেটরি থেকে বের হওয়ার পর আমি এডমিন অফিস গিয়ে একটি বিষয় জানি এরপর অফিস থেকে বের হই। এরপর আমি খুবই সুন্দর ভালো একটি আবহাওয়া উপভোগ করি।

আর সেই মুহূর্তটি আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটি ছবির মাধ্যমে নিজেকে ক্যামেরাবন্দি করি।


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!