The beauty of nature exists only through planting trees

in blurt-192372 •  2 months ago 

ফুলের সৌন্দর্য,
প্রিয় বন্ধুরা মনে পড়ে কি সেই ছোটবেলার কথা? যখন আমরা একেবারেই ছোট ছিলাম অর্থাৎ চতুর্থ শ্রেণি পঞ্চম শ্রেণী অথবা ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায়; তখন অনেক রকমের ঘাসফুল দেখতে পেতাম।

বর্তমান সময়ে কি সেই ফুলের দেখা মেলে! না একদমই না! কেননা আগের মত আর বাড়ির পাশে জঙ্গল ছিল না। এখানে জঙ্গল বলতে বুঝিয়েছি ঘাস এবং ছোট ছোট গাছ অথবা ফুলের বাগান।

IMG_20240513_134442_760.jpg

আমার এখনো মনে আছে যখন আমি তৃতীয় শ্রেণীতে পড়েছি এবং চতুর্থ শ্রেণীতে পড়েছি ওই সময়গুলোতে প্রচুর পরিমাণে ফুল গাছ লাগিয়েছি এবং বাড়ির আশেপাশে অনেক মানুষ ফুল গাছের প্রতি যত্নশীল ছিল।

যদিও এখনো মানুষ যত্নশীল আছে; তবে সেই যত্নশীল বিভিন্ন বারান্দায় টপের মধ্যে সীমাবদ্ধ। কেননা এখন মানুষ বাড়ির আঙিনায় বা সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব একটা ফুলের গাছ লাগায় না।

  • খুব কম দেখতে পাই একই সাথে যারা বাড়িঘর চমৎকারভাবে সাজিয়েছে ইট সিমেন্ট দ্বারা তাদের বারান্দাতে মাঝেমধ্যে ছোট ছোট ফুলের গাছ টপের মধ্যে দেখতে পাই। তবে ইহা ও বেশ ভালো, নাই ফুল গাছের চাইতে!

IMG_20240513_134433_409.jpg

আধুনিকতার ছোঁয়া পেয়ে এখন শহর সহ গ্রামের প্রত্যেকটি আনাচে-কানাচে প্রত্যেক মানুষ পরিবর্তন হতে শুরু করেছে এমনকি পরিবর্তন হয়ে গেছে অত্যান্ত বেশি। যাকে বলা হয় ডিজিটাল যুগ।

এখানে আধুনিকতার পরিবর্তন এসেছে কি কি তার মধ্যে কয়েকটি বিষয় তুলে ধরতেছি:

  • সমাজের প্রতি কেমন যেন অনীহা দেখা যাচ্ছে! কিছুটা সবাই সবাইকে নিয়ে যেন ব্যস্ত হয়ে ছুটেছে।

  • গাছ লাগিয়ে সৌন্দর্য নয় বরং গাছ কেটে জীবন বিলাসে ব্যস্ত। অথচ গাছ লাগিয়ে সৌন্দর্য এবং পরিবেশ বাঁচানো অপরিহার্য!

  • আগে দেখতাম অধিকাংশ বাড়িতেই ফুলের গাছ থাকতো, বাড়ির পাশ দিয়ে তে গেলেই যেন ফুলের ঘ্রাণে নিঃশ্বাস নিতেই ইচ্ছা করত, ছাড়তে নয়! 😊

IMG_20240513_134503_163.jpg

শুধুমাত্র ফুলের গাছ নয় বরং পরিবারের বিভিন্ন খাবারের চাহিদা মেটানোর জন্য কাঁচামরিচ, টমেটো 🍅, লাউ সহ বিভিন্ন শাকসবজি চাষ আবাদ করতো।

এখন আর নেই এমন পরিবেশ; কেননা আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে সেই পুরনো সভ্যতা সংস্কৃতি বিষয়ক প্রত্যেকটি ক্ষেত্র।

সমস্ত কিছুতেই যেন হাইব্রিড ঢুকে পড়েছে। আর এই ফরমালিন যুক্ত খাবার খেয়ে মানুষ হয়তো ভাবতেছে আমি বর্তমানে সুস্থ। কিন্তু দীর্ঘদিন এভাবে চলতে চলতে অজানা রোগাক্রান্ত হতে হয় মানব সমাজে!

IMG_20240513_134515_074.jpg

এর থেকে কি কোনো উপায় নেই পরিত্রাণ পেতে! হ্যাঁ অবশ্যই আছে তবে অত্যন্ত কঠিন এবং অধ্যাবসায় লাগবে প্রচন্ড। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।

আপনার নিজেকেই চাষাবাদের দিকে যুক্ত হতে হবে কৃষি ক্ষেত্রে যুক্ত হতে হবে। তবে যদি গ্রামের দিকে যাওয়া যায় তাহলে দেখা যায় এখনো অনেক জায়গা রয়েছে যেগুলোতে ফরমালিন মুক্ত খাবার পাওয়া যায়। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে শাকসবজি ফলমূল চাষাবাদ হয়।

IMG_20240513_134522_560.jpg

যাইহোক প্রকৃতির সৌন্দর্য নিয়ে একই সাথে কিভাবে এই প্রকৃতিকে আরও সৌন্দর্যমন্ডিত করা যায় এজন্য আমাদেরকে আরো কাজ করতে হবে প্রকৃতিকে ভালবাসতে হবে, প্রকৃতিকে সৌন্দর্য করার জন্য গাছ লাগানোর বিকল্প নেই!

ফুল গাছের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি পায়। আসুন আমরা ফলমূল সহ ফুলের গাছ রোপন করি। প্রকৃতির মাঝে নিজেদেরকে বেশি বেশি ব্যস্ত রাখি।

10% for beneficiary in community @meraindia account

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!