The Travel Diary Game || 02 May 2024 || Four friends journey to the foot of the mountain

in blurt-192372 •  3 months ago 
1717436167587.png

ভ্রমণ,
আজকের দিনটি খুবই চমৎকার ছিল বিশেষ করে বিকেলের এই মুহূর্তটি সকলের সাথে। আজকে আকাশ সকাল পাঁচটা বেজে ৩০ মিনিটে এসেছে।

যেহেতু অফিসে কাজ ছিল এ কারণে খুব ভোরবেলায় এসেছে। আবার আজকেই চলে যাবে রাত দশটার গাড়িতে। আকাশকে বললাম তাহলে তুই বিশ্রাম নিয়ে আমি অফিসে গেলাম তবে এই দিনে শরিফুল এর অফ ডে। তাহলে তো বেশ ভালোই হলো শরিফুল এবং আকাশ দুজনে ভালো একটি সময় অতিবাহিত করবে মাঝখান থেকে আমি অফিসে এবং জাহিদ ভাই।

অফিস করে আসলাম বিকেল বেলায় বন্ধুদের সাথে বের হব পাহাড়ে। আহারে আমি শরিফুল এবং আকার সাথে আরও একজন বন্ধু বডি সেকশন এর নাম হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম বেশ ভালো ছেলে এবং আমাদের বন্ধু।

IMG_20240602_181841_261.jpg

IMG_20240602_181835_684.jpg

IMG_20240602_181839_337.jpg

IMG_20240602_181843_453.jpg

IMG_20240602_181845_893.jpg

বিকেল বেলায় চার বন্ধু মিলে ঘুরতে বের হলাম রাবার বাগান পেরিয়ে পাহাড়ের দিকে। চলছি সেই উঁচুনিচু ছোট ছোট অসমতল পাহাড় পর্বত পেরিয়ে ও বন জঙ্গল।

পাহাড়ে যখন আপনি যাবেন তখন শুধু উঁচু উঁচু পাহাড় এর সাথে আপনি দেখতে পারবেন বড় বড় রাবার গাছ এবং জঙ্গলে ভরপুর। সাপ থাকার ভয় খুব একটা নেই তারপরেও সাবধানতার সাথে চলাফেরা করা ভালো।

যেহেতু আমরা চারজন মিলে এই পাহাড়ে এসেছি এবং পাহাড়ে তলদেশে অর্থাৎ পাহাড়ের নিচ দিয়ে আমরা যাচ্ছি যখন বন্যা হয় তখন এই ট্রেনের মধ্য দিয়ে পানির স্রোত অপরিসীম।

পানির স্রোতে এই পাহাড় পর্বত এর মাঝ বরাবর দিয়ে একটি সুড়ঙ্গ নালা পথ অতিক্রম করে চলছে; আর সেই নালা পথের মধ্যেই আমরা বেশ কিছু সময় অতিক্রম করলাম।

হাঁটি হাঁটি পা পা করে অতিক্রম করলাম আমাদের রুম এরপর বাজার এরপর রেল লাইন। এরপর খেলার মাঠ এরপর এই জায়গাগুলো দিয়ে প্রচুর পরিমাণে মাজার শরীফ রয়েছে সে মাজার গুলো অতিক্রম করলাম এরপর রাবার বাগান এভাবে অতিক্রম করতে করতে সেই সুড়ঙ্গ নালা পথে চলমান।

এখানে এসেই আমরা আমাদের এই ছবিগুলো ধারণ করি। সর্বপ্রথম আমি বললাম কিরে আর কত হাঁটাহাঁটি করবি চল কিছু সময় ছবি উঠানো নিয়ে ব্যস্ত হয়ে যাই।

এদিকে আকাশ বলতেছে না, আমি আগে ভিডিও করব। আরে বাবা করিস সমস্যা নেই। মুস্তাকিম বলতেছে জাকারিয়া আমার ছবি উঠাইয়া দাও কয়েকটি। দিলাম মুস্তাকিম কে বেশ কয়েকটি ছবি সে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল দেখিয়ে দিল সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমি ছবি উঠিয়ে দিলাম।

এরপর আমি বেশ কয়েকটি ছবি উঠলাম বিভিন্নভাবে যদিও আমি প্রফেশনাল এর মত ছবি উঠাতেও পারি না এবং উঠতেও পারি না। তারপরও আমার সাধ্য মত আমি চেষ্টা করছি, আমার মত করে বেশ কিছু ছবি উঠাতে এবং নিজে উঠতে। আর সেগুলোই আমি এখন আপনাদের মাঝে তুলে ধরেছি।

IMG_20240602_182752_209.jpg

IMG_20240602_182248_879.jpg

IMG_20240602_182647_885.jpg

IMG_20240602_181513_358.jpg

এরপর আরো একটু সামনে অগ্রসর হলাম বামে অগ্রসর হলাম দেন বেশ কিছু সময় গান গাইলাম আমি শরিফুল দুজনে মিলে। যদিও গান আমি সম্পূর্ণ পারিনা এই গানের এক কলি ওই গানের এক কলি এভাবেই বিনোদন নিচ্ছি।

আসলে ঘুরতে এসে যদি বিনোদনমূলক কার্যকলাপ না থাকে তাহলে ভালো লাগে না। মুস্তাকিম অত্যন্ত আনন্দিত উপভোগ করল আমরা গান গাইলাম এজন্য।

অনেক খুশি হয়েছে এবং হোস্টেলের বেশ কিছু স্মৃতি সে তুলে ধরল আমরাও তুলে ধরলাম সজীবের কথা। আপনারাও জানেন সজীব প্রচন্ড পরিমাণে গান গাইতে এবং ওর কন্ঠ অনেক ভালো। আমাদের হোস্টেলের কথাগুলো সেই সময় মনে পড়ল গল্প করলাম এবং ছবি উঠলাম বেশ কিছু।

যখন সন্ধ্যা হয়ে যায় আমরা তখন সেই জায়গা পরিত্যাগ করে বাসার দিকে অগ্রগামী হই। সন্ধ্যার দিকে বাজারে আবারও বেশ কিছু সময় অতিবাহিত করি এরপর আমরা আকাশকে গাড়িতে উঠিয়ে দিলাম। কেননা আকাশ এখান থেকে গিয়ে আগামীকাল অফিস করবে।


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!