The Diary Game || 27 May 2024 || After testing the materials in the laboratory, I came to the room and saw that there was no electricity.

in blurt-192372 •  3 months ago 

শুভ সন্ধ্যা,
বন্ধুরা আজকে আমি দৈনন্দিন কার্যাবলী শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি কিন্তু সারাদিন বৃষ্টি ছিল আজকে সন্ধ্যার দিকে একটু বের হলাম বাইরে কেননা কারেন্ট নেই আজ দুই দিন হল।

কারেন্ট না থাকার কারণে ওয়াইফাই কানেকশন নেই। এমনকি গ্রামীন সিম বাংলালিংক সিম দুনোটাতেই নেটওয়ার্ক নেই। আমি ভেবেছিলাম হয়তো বা নেট আসবে কিংবা কারেন্ট আসবে তখন পোস্ট লিখব এ কারণে অপেক্ষা করতেছিলাম কিন্তু কারেন্ট না আসার কারণে এবং নেটওয়ার্ক না থাকার কারণে পোস্ট লিখতে পারি নাই গতকালকে তাই আজকে সন্ধ্যার দিকে পাহাড়ের দিকে এসেছি আমার বর্তমান অবস্থা তুলে ধরার জন্য শুধুমাত্র আমার নয় বরং হবিগঞ্জের অবস্থা তুলে ধরার জন্য।

সকালবেলায় অফিসে যাব কিন্তু সেই সময় দেখতে পেলাম বেশ ভালই বৃষ্টি হচ্ছে। ভাবলাম অফিসে যাব কিভাবে!

IMG_20240527_204452_52.jpgDisplay

অনেক কষ্ট করে আমি, শরিফুল, জাহিদ ভাই এবং বিপ্লব ভাই চারজনে অফিসে চলে গেলাম। দুটি ছাতা নিয়ে দুজন দুজন করে যাচ্ছি কিন্তু আজকে হোটেলে গিয়ে আর খাওয়া-দাওয়া হলো না ভাবছি অফিসে গিয়েই খাওয়া দাওয়া করবো ক্যান্টিনে।

রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু যখন বড় গাড়িগুলো যায় সেই গাড়িগুলো যাওয়ার সময় পানির উপর দিয়ে ধীরে ধীরে যায় না বরং তাদের স্পিড ঠিক রেখে তারা চলতেছে মাঝখান থেকে আমরা ভিজে যাচ্ছি।

আমরা দূরে দিয়ে যাব সেই পরিস্থিতি ও নাই। যাইহোক ধীরে ধীরে এভাবে অফিসে চলে গেলাম অফিসে কাজের চাপ নেই বললেই চলে। বর্তমান সময়ে প্রোডাকশন একেবারেই কম এ কারণে আমাদের ল্যাবে কাজের চাপ কম।

IMG_20240527_080355_507.jpgL.O.I Firing Test Complete

গত ২৬ তারিখে এই স্যাম্পল গুলো দিয়েছিলাম ফায়ারিং কিন্তু আট ঘন্টা সার্কেল টাইম থাকার কারণে সেই দিন রিসিভ করতে পারি নাই তাই এই স্যাম্পল গুলো 27 তারিখে রিসিভ করলাম এবং এগুলো দেখলাম এদের কোয়ালিটি কেমন আছে।

স্যাম্পল গুলোর L.O.I Test:-

  • Kaolin GSW = 13.64%
  • Kaolin KIC= 13.08%
  • Aluminum = 26.37%
  • Chamo TTE = 0.79%

ফায়ারিং থেকে রিসিভ করার পর আমি সর্বপ্রথম এই টেস্ট সম্পূর্ণ করলাম এবং লিখে রাখলাম পার্সেন্টেজ। আমি যখন এই টেস্ট এর পার্সেন্টেজ বের করলাম তখন দেখতে পাচ্ছি বেশ কম এসেছে এর আগে যেই কাউলিন গুলো টেস্ট করেছিলাম সেগুলো মোটামুটি আরো হাই ছিল।

আমি যতটুক ধারণা করেছি এই ম্যাটেরিয়ালসগুলো এপ্রুভ করে দেবে।

IMG_20240527_100335_414.jpgBall mill slip test

অনেকদিন পর আমি রেসিডিউ চেক করলাম। গত কয়েকদিন হল বডি সেকশনে বল মিল ঘুরতেছিল না কেননা মেটেরিয়ালস সংকট থাকার কারণে বডি সেকশন চালাতে পারতেছিল না। কেননা মেটেরিয়ালস ছাড়া বডি সেকশন অচল।

Ivory slip residue test:-

  • Residue gram = 3.8 gm
  • Residue percent = 1.26%
  • Ivory slip density = 1.821 gm
  • Ivory slip moisture = 29.87 gm

সবগুলো ভালোভাবে পরীক্ষা করার পর আমি বডি সেকশন এ সুপারভাইজার এর হাতে দিয়ে আসি। এরপর তারা বল মিল থেকে আনলোড করে হাই স্পিড ব্ল্যান্সারে নেয়।

IMG_20240527_110823_600.jpgGo to Admin office

বিকেল বেলায় আমি এডমিন অফিসে গিয়েছিলাম বিশেষ একটি কাজে। যেহেতু এই দিন আমাদের ফ্যাক্টরিতে অডিট এসেছে এ কারণে আমাদের ল্যাবের যে সমস্ত ডকুমেন্ট ছিল তারা দেখতে চাইতে পারে এমনকি দেখবে।

এ কারণে ল্যাবের যে সমস্ত কাগজপত্র দেখবে সেগুলো আমি এডমিনে নিয়ে আসি। যেহেতু সেই দিন প্রচন্ড বৃষ্টি এ কারণে সেগুলো খুব যত্ন সহকারে নিয়ে গিয়েছে কেননা যদি ভিজে যায় তাহলে খুবই সমস্যা হয়ে যাবে।

IMG_20240527_153644_041.jpg supply raw materials

অফিস এর শেষের দিকে অর্থাৎ আমি যখন অফিস থেকে বের হব তার আগ মুহূর্তে আমি দেখতে পেলাম সাপ্লাই মেটেরিয়ালস এসেছে।

তাই আমি দ্রুতভাবে ময়েশ্চার পরীক্ষা করলাম এবং লিখে রাখলাম। এরপর মেটেরিয়ালস প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। একপাশে সাপ্লাই ম্যাটেরিয়ালস এবং অপর পাশে রানিং মেটেরিয়ালস।

IMG_20240527_204452_051.jpgA little smile in the darkness of the night.

অফিস শেষে যখন আমি রুমে আসলাম দেখতে পাচ্ছি কারেন্ট নাই। না থাকারই কথা কেননা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে।

আমি পোস্ট লিখব সেই অবস্থাও নেই, কারেন্ট না থাকার কারণে ওয়াইফাই নেই এবং সিমে নেটওয়ার্ক নেই। অনেক সময় গল্প করলাম। বিপ্লব ভাইয়ের রুমে গিয়ে দেখি সানগ্লাস আছে আমি শরিফুল দুজনেই মজায় মজায় ছবি উঠলাম।


jakaria121.png


The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230729_080759_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord