প্রিয় বন্ধুরা,
সূর্য উদয়ের মাধ্যমেই সকালের কার্যক্রম শুরু। কেননা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার খুব একটা মেঘলা আকাশ নেই।
গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ এমনকি দুই থেকে তিন দিন হলো একাধারে বৃষ্টি হচ্ছে সারাদিন কারেন্ট নেই এমনকি সিম গুলোতে নেটওয়ার্ক নেই। চার্জ দেওয়ার জন্য ভারী অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। অফিসে চার্জার নিয়ে গিয়ে চার্জ দিতে হচ্ছে।
সকালবেলায় অফিসে যাওয়ার পর সর্বপ্রথম আমি দেখেছি গতকালকে যে সমস্ত স্যাম্পল তৈরি করেছিলাম সেগুলো ভালোভাবে ন্যাচারাল ড্রাই করে ড্রায়ারে দিয়েছে নাকি?
হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ড্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ঘন্টা তাপ দেওয়া হয়েছে, সেই বডি গুলোর মধ্যে থেকে ময়েশ্চার রিমুভ করার জন্য। সকাল বেলায় সেই বডি গুলো দেখতে পেলাম তবে সেই সময় ড্রায়ার বন্ধ ছিল। এ কারণে আমি আবারো তাপমাত্রা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে ঠিক রেখে আবারো চালু করে দিলাম।
কাজের চাপ বেশ কিছুদিন হলো অনেক কম এমনকি আগামী কয়েক দিনের এমনই যাবে ভাবতেছে কেননা ম্যাটেরিয়াল এর সংকট। তবে অতি শীঘ্রই মেটেরিয়ালস চলে আসবে এবং কাজের ধারাবাহিকতা আবারও বেড়ে যাবে। বলতে পারেন কাজের চাপ আরো বেড়ে যাবে।
এডমিন অফিস থেকে যখন আসতে ছিলাম তখন দেখতে পেলাম শরিফুল কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মধ্যে একাই বসে আছে। তাই ভেতরে ঢুকলাম এবং @shariful12 এর সাথে বেশ কিছু সময় গল্প করলাম এবং একটি ছবি উঠালাম।
কিরে তোর কি কাজের চাপ নেই বসে আছিস কেন? ও আচ্ছা এরই মধ্যে শরিফুল বলতেছে রিফাত ভাইয়ের ক্যাপ মনে হচ্ছে। আমি বললাম না এটা আরো একজন ভাই এখানে বসে থাকে তার ক্যাপ হতে পারে!
আমি বিকাল তিনটার দিকে ফায়ারিং সেকশনের সামনে দিয়ে যাচ্ছিলাম ওই সময় দেখতে পেলাম রিফাত ভাইকে তখন ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণের কথা হলো এবং আমি ল্যাবরেটরীতে চলে গেলাম। ভাই বলল আমি চলে যাব থাকো তাহলে আবার পরে দেখা হবে।
আমি বললাম ভাই যাওয়ার দরকার নেই আজকে আমাদের রুমে থাকিয়েন। বলতেছে না আজকে চলে যেতে হবে। বললাম বিকাল পর্যন্ত অপেক্ষা করেন তাহলে কিছু সময় গল্প করবো।
ভাইয়ের কাছ থেকে ফিরে আসার পর আমি দুপুরের পরে একটি কম্পোজিশন তৈরি করতেছি। স্যার সকাল বেলায় বলেছিল একটি কম্পোজিশন চার্জ দেওয়ার জন্য। বেশ কিছু তার সাথে থাকার কারণে স্যারকে বললাম লাঞ্চের পরে এসে করলে কেমন হয়! স্যার বলল ঠিক আছে লাঞ্চের পর অবশ্যই করবা।
লাঞ্চের পরে আমি ম্যাটেরিয়ালস নিলাম এরপর যে sample materials দেবো সেগুলো ভালোভাবে পরিমান মত ওজন দিলাম এরপর ১৫০ গ্রাম পানি দিলাম এবং সোডিয়াম সিলিকেট দিলাম চার গ্রাম।
২৫ মিনিট গ্রান্ডিং করার পর পটমিল থেকে যখন নামালাম তখন দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ভালোভাবে গ্রাইন্ডিং হয়নি। এ কারণে স্যারের সাথে পরামর্শ করে আরও ১০ গ্রাম পানি দিলাম। এভাবে তিনবার পানি দেওয়ার পর ভালো মিক্সিং হয়েছে এবং তরল হয়েছে।
এরপর যখন আমি মোল্ড এর মধ্যে এই স্লিপ গুলো দিলাম কিন্তু মেটেরিয়াল ভালো না থাকার কারণে বডি গঠন করতে পারে নাই।
গতকালকের সেই স্যাম্পল গুলো কাস্টিং সেকশনে নিয়ে গিয়ে ফিনিশিং করে নেওয়ার জন্য রেখে আসলাম কিন্তু তারা ভালোভাবে ফিনিশিং করতে গিয়ে আমার সেই স্যাম্পল বডি ভেঙে ফেলেছে একটি।
কি আর করার আছে দুঃখের বিষয়। অনেক কষ্ট সাধনা করে এই স্যাম্পল তৈরি করা হলো কিন্তু ভেঙে গেল। এরপর আর এক ঘন্টা ড্রায়ারে করলাম কেননা ফিনিশিং করার সময় ময়েশচারে যুক্ত হয়েছে অনেক।
ঠিক অফিস থেকে বের হাওয়ার কিছু সময় পূর্বে আমি বিস্কিট ফায়ারিং এ দিয়ে আসলাম। আসার সময় যারা উপস্থিত ছিল তাদের কেউ বলে আসলাম নিয়ে আসার জন্য ল্যাবরেটরীতে।
অফিস শেষে যাওয়ার সময় বড় ভাইয়ের সাথে দেখা। দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যায় নাই যাক ভালোই হলো তাহলে অনেক সময় আড্ডা দেওয়া যাবে গল্প করতে পারবো।
অফিস থেকে বের হওয়ার পর রিফাত ভাই, আলামিন ভাই, আমি, শরিফুল, মামুন ভাই, শফিক ভাই এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট এর হেড। আমরা কয়েকজন মিলে সবাই এক জায়গায় তখন আল আমিন ভাই আমাদেরকে হোটেলে নিয়ে গেল। যেহেতু উনি ভালো একটি পজিশন হোল্ড করতে পেরেছে এবং অন্য একটি সেক্টরে চলে গিয়েছে গ্লাস ইন্ডাস্ট্রি তে তাই অনেকদিন পর দেখা হল ভাইয়ের সাথে। এ কারণে উনি আজকের এই ট্রিট দিল।
খাবার ছিল রুটি এবং রস মালাই। খাওয়া শেষে আলামিন ভাইকে বিদায় জানিয়ে দিলাম এবং রিফাত ভাইকে, তবে রিফাত ভাই আমাদের রুমে আসবে বলেছে।