ইন্টারমিয়ামীর জয়।

in blurt-188398 •  22 hours ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @tuhin002 from Bangladesh.


IMG_20250123_084925.jpg

ফুটবল খেলা হলো জগতের সবচেয়ে শ্রেষ্ঠ খেলা আর এই খেলাটি সবাই নিজের মতো করে উপলব্ধি করে বা উপভোগ করে। আর এই ফুটবল খেলা রাজা হল লিওনেল মেসি এটা সবারই জানা আছে। খেলার এর শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রায়ই কয়েক যুগ ধরে। দেখে সবাই তার প্রতি মুগ্ধ বা তার প্রতি সবাই খুবই খুশি। পৃথিবীতে এ পর্যন্ত খুব কম প্লেয়ার রয়েছে যে নিজের ফর্ম এইভাবে একটানা ধরে রেখেছে তার মধ্যে মেসি মনে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্যই মেসির বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছে এক কথায় বলতে গেলে বলা যায় যার এক ঘরে শুধু অর্থাৎ প্রাইজ ই রয়েছে যার মধ্যে সর্বশ্রেষ্ঠ রয়েছে ব্যালন ডিয়ার গোল্ডেন বুট। এছাড়াও রয়েছে আরো ভিন্ন ভিন্ন ধরনের পুরস্কার। আজকেও সে তার ক্যারিয়ারের সম্ভাব্য ৪৫ তম পুরস্কারটি পেয়েছে।


IMG_20250121_071845.jpg

এই খেলাটির যে রাজত্ব দেখেছে আমি আমি এবং তারা দুই দলই আসলে এই আমেরিকান এই দলটি কিন্তু এর আগে বড় বড় দলকে হারিয়েছে এটা হয়তো অনেকেই জানে না দলের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ স্মৃতি আরো অন্যান্য দল হয়েছে যারা তাদের কাছে হেরেছে কিন্তু এই মায়াবী কিন্তু ঠিকই তাদের কাছে দুই গোলে ড্র হওয়ার পরে তারা জিতে গেছে এটা কিন্তু একটা দারুন ব্যাপার যে তারা জিতে গেছি। আসলে অনেক সময় এ ধরনের খেলা গুলো আমরা দেখে বেশ ভালো উপলব্ধি করতে পারে এবং বেশ ভালো লাগে।


আসলে খেলা হল আনন্দের একটা অংশ খেলা না দেখলে তো ভালই লাগে না তাই না। খেলা মানুষের মনকে সবসময় উৎফুল্ল করে খেলা সব সময় মজার হয়ে থাকে যদি খেলায় মেসি থাকে কার মেসির ফটো পেলে যে খেলার একটা ছন্দ তৈরি করে তৈরি করে আর্ট তৈরি করে যেটা অন্য কেউ পারেনা। তবে আমার কাছে একটা বিষয় গর্ভ লাগে বিশেষ করে ফুটবল খেলা দেখতে আমারও যে প্রজন্ম যে খেলাটা দেখেছি হয়তোবা এই খেলাটি অন্য কোন প্রজন্ম পরবর্তীতে আর দেখবে না।



I am Abul Bashar Khairul Alam Tuhin. I was born on 11 April 1995. My home is Meherpur District, Gangni Police Station, Jugir Gofa Village. i am married Currently I have a son. I completed my graduation from Rajshahi New Government Degree College. My best wishes and congratulations to you. I have shared my own identity with you in a short form. Everyone pray for me. I wish you all the best.

IMG-20250119-WA0002.jpg

IMG-20250119-WA0000.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!