Butterfly photography

in blurt-188398 •  2 days ago  (edited)

BLURT 20.2.25

IMG20220923105519.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার প্রজাপতির ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজ আমি খুবই চমৎকার একটি প্রজাপতির ফটোগ্রাফি করেছি। আমার খুবই পছন্দের মধ্যে প্রজাপতি অন্যতম। ছোট ছোট অনেক প্রাণী রয়েছে যেগুলো দেখতে ভীষণ প্রিয়। তার মধ্যে প্রজাপতি হলো অন্যতম। হাজার হাজার প্রজাতির প্রজাপতি রয়েছে আমাদের পৃথিবীতে। যেগুলোর জাত ও কালার খুবই সুন্দর দেখতে। ছোটবেলা থেকেই আমি প্রজাপতি অনেক পছন্দ করি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন প্রজাপতি দেখে তখন ফটোগ্রাফি করতে খুবই ইচ্ছে করে। আজ আমি যখন প্রজাপতি দেখলাম তখনই ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি করা শেষে আমার কাছে প্রত্যেকটি ছবি খুবই দারুণ লেগেছে। আমি আশা করি আপনাদের সবার কাছে আজকের এই ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

কয়েকদিন আগে আমি যখন একটি বাড়িতে ফটোগ্রাফি করতেছিলাম তখনই এই প্রজাপতিটি দেখি। প্রজাপতি দেখে সঙ্গে সঙ্গেই আমার ভীষণ ভালো লাগে। এজন্য খুব চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করেছি। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে।

device : Redme note 9

লোকেশন

IMG20220923105526.jpg

IMG20220923105517.jpg

IMG20220923105515.jpg

IMG20220923105519.jpg

IMG20220923105528.jpg

IMG20220923105522.jpg

IMG20220923105512.jpg


Post details

CategoryPhotography
CameraRedme note 9
Post Createdtasonta
LocationBangladesh

💖 THANKS 💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!